নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।
আলবার্ট আইনসটাইন এর জন্ম ১৮৭৯ এর ১৪ ই মার্চ। কার্লমার্ক্স মারা গেলেন
একই তারিখে ০৪বছরপরে ( সালটা হলো ১৮৮৩)। এই অধমের ও জন্ম ১৪ই মার্চ,১৯৭১ সালে ।১৪ই মার্চের প্রতি তাই বরাবরের মতোন আমার একটা পক্ষপাতিত্ব
আছে ।এই দুই জনের প্রতিও আমার পক্ষপাতিত্ব আছে । আইনস্টাইন এবং কার্ল মার্ক্স
এই দুই জনকেই আমি খুব পছন্দ করি তাদেরকে 'দূর্বোধ্যতার' জন্য ।আইনস্টাইন আমার
পরের চাপ্টার ,আগে মার্ক্স সাহেব রেই ধরি।উনি কয়টা বই লিখছেন, কতোগুলা আর্টিকেল লিখছেন তা আমার অজানা , তবে এই দুইশ বছরে তার উপরে লিখা বইএর সংখ্যা অনেক,অনেক বেশী বলেই আমার ধারণা ।১৮৪৯ সালে উনি লন্ডনে চলে সেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এইখানেই ছিলেন ।লন্ডনে উনি শায়িত আছেন এই তথ্যটা আমার আসলেই অজানা ছিলো ।যখন সালেহ ভাই বললেন , আমি বেশ খানিকটা অবাক ই হয়েছিলাম ।খবরটা শুনার পর থেকেই Highgate Cemetery, যাওয়ার ইচ্ছাটা প্রবল হতে লাগলো ।সাম্যবাদের অন্যতম একজন জনক stateless person হিসাবে bronchitis and pleurisy তে আক্রান্ত হয়ে মারা যান ।গেলো মাসের ২৫ তারিখে চলে গেলাম মার্ক্সের সমাধিতে। হ্যা, সমাধি ।
কারণ, সাম্যবাদের একজন জনক কে পুঁজিবাদের দেশের এমন এক জায়গায় যেভাবে খুব আভিজত্য সহকারে বন্দিত রাখা হয়েছে, যেখানে অনেক কবরের ভীড়ে মাক্সের সমাধি ফলক টাই চোখে পড়বে। আসুন ঘুরে আসি কার্ল মার্ক্সের সমাধিতে ।
লন্ডনে কোন কিছুই ফ্রি নয় , তবে বিনা পয়সায় কিছু পেপার পত্রিকা পাওয়া যায়। তবে কার্ল মার্ক্স কে দেখবেন ? ৩ পাউন্ড ফি লাগবে ।বাংলাদেশী মুদ্রায় ৩৭৫ টাকা।বিদেশে নো ফ্রি লাঞ্চ বলে একটা কথা প্রচলিত আছে । একের পর এক নিচের ছবি গুলা দেখুন । বুঝে যাবেন ।
এইখানে মার্ক্স সাহেবের ছোট একটা রেপ্লিকা মূর্তি আছে । সমাজতন্ত্রের জনকের সমাধি দেখার মূল্য দেখেন কতো লেখা আছে ?নো ফ্রি লাঞ্চ ম্যান । কার্ল মার্ক্স রে দেখবেন , তাও তিন টা পাউন্ড।
ভেতরে ঢুকতে লাগ্লাম । অনেক বড় সিমেট্রি। ৩০ হাজার লোক এইখানে শুয়ে আছে ।ভেতরের রাস্তা মসৃণ , ঢালু। জীবনের পথের মতোন।
বামে ঘুরতেই ,দূর থেকে দেখা গেলো মার্ক্স সাহেব কোথায় শুয়ে আছেন।
কাছে গেলাম, ভালো করে দেখলাম । ভারিক্কি চেহারা , রাগী রাগী ভাব ।যার তত্ত্বে অসংখ্য মানুষ বিশ্বাস করেছে , অনেক দেশ পরিচালিত হয়েছে ।অনেকে তাদের ধর্মগ্রন্থ না পড়ে দাস কাপিটেল পড়েছে , এই সেই মানুষের সমাধি ।
সমাধি ফলক অনেক বড় , অনেক উচুঁ। প্রমাণ টা দেখাই।
সালেহ ভাই বললেন , আসেন , বসের সাথে কয়েক খান ফটো তুলি ।আমরা এমন দেশের মানুষ , উনি হয়তো তার জীবদ্দশায় কোনদিন বাংলাদেশের নাম শুনেন নি (শুনার কথাও না ,১৮৮৩ সালে বাংলাদেশের নাম তো ছিলো না )।সাম্যবাদ আসলেই পৃথিবীতে খুব জরুরী ছিলো , বসে'র সমাধির উপর দাড়িঁয়ে কথাটা ভেবে নিলাম আবার ও ।পবিত্র কোরানে অনেকবার বলা হয়েছে সাম্যবাদের কথা । সালেহ ভাই বলেন , বস ও তাই বলেছেন , তবে হয়তো খানিকটা ঘুরিয়ে , খানিক্টা তার মতো করে ।
তবে পৃথিবীতে উনার তত্ত্বকে অনেকেই ভুলেনি, অনেক দিক্ষীত রা বারবার আসেন , তাকে শ্রদ্ধা জানাতে ।এই যেমন এই বৃদ্ধা জার্মান এসেছেন
এই দেখা দেখি শেষ করতে না করতেই নেমে গেলো কঠিন শীত । আমি আশেপাশের কিছু সমাধি দেখলাম ।দেখলাম , মানুষ কতোভাবেই না নিজেকে সজ্জিত করে। মৃত্যুর আগে , কিংবা পরে।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/mrnimchand_1363292814_15-22.jpg
এটা দেখুন
দীনহীন উপরের এই সমাধিটি আমাকে খানিকটা ভাবালো।হয়তো কেউকেটা গোছের কিছু নয় । খুব সাধারণ মানুষ ছিলেন এরা । এরা ? হ্যা , মনে হয় এটা দুই জন মানুষের সমাধি। হয়তো এরা সারাজীবন একে অপরকে আকঁড়ে ছিলেন, চেয়েছিলেন মৃত্যুর পরে ও আকঁড়ে ধরে থাকতে ।
ঠান্ডা হতে বাচতে খুব দ্রুত গাড়ীতে উঠতে হবে । খুব জোরে জোরে হাটঁতে হাটঁতে ভাবতে লাগলাম ।
“মিনহা খালাক না কুম,ওয়া ফিহা নুয়্যিদুকুম,ওয়া মিনহা নুখরিজুকুম তারাত্বান উখরা”
-এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে,এ মাটিতেই তুমি ফিরে যাবে, আবার এ মাটি থেকেই তোমাকে পুণর্জীবিত করা হবে।
আল-কোরআন
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
নিমচাঁদ বলেছেন: থাঙ্কু থাঙ্কু
২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: মার্ক চেয়েছিল জগতে নারি পুরুষ অবাধ মেলামেশা সহ দিজাতি তত্ত
যেখানে খুশি বসবাস এবং নারি পুরুষের সম্মিলিত সমস্ত জাতীর
এক সমাজ ।
ব্যর্থ হলেও কার্ল মার্কের মতবাদ আসলে মন্দ ছিলনা । তিনি জাতী , ধর্ম , বর্ণ বৈষম্য ভেঙ্গে জগতে নতুন সমাজ গঠন করতে চেয়েছিল ।
আর বিজ্ঞানি আইন স্তাইন তিনিও তার মতাদর্শে উজ্জ্বল নক্ষত্র ।
তারা আসলেই শ্রদ্ধার পাত্র ।
ধন্যবাদ লেখক কে
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
নিমচাঁদ বলেছেন: ভচ, থানক্স।
একটা কোবতে আশা করেছিলাম , মন্টা ভেঙ্গে দিলেন ।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: দেরিতে জন্মদিনের শুভেচ্ছা।
নাইস পোষ্ট। +
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ বালিকা ।
কুমার কোন বালকের ঘাড় মটকাইতে পারছেন ??
৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
অর্ণব আর্ক বলেছেন: অনেক অনেক ভালোলাগা এইপোস্টে।
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
নিমচাঁদ বলেছেন: ভালো লাগায়, ভাল লেগেছে ।
ধন্যবাদ।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মাক্স বলেছেন: কমেন্ট করসিলাম পোস্টে! এখন দেখতাসি না কেন
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
নিমচাঁদ বলেছেন: বাঘে কমেন্ট খাইছে মনে হয় ।
৬| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
অদ্বিতীয়া আমি বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: মার্ক চেয়েছিল জগতে নারি পুরুষ অবাধ মেলামেশা সহ দিজাতি তত্ত
পোস্ট টা ভাল লাগছে , দেরিতে জন্মদিনের শুভেচ্ছা ।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
নিমচাঁদ বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ ।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
শফিক১৯৪৮ বলেছেন: চমৎকার লাগল।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ফারজুল আরেফিন বলেছেন: সুন্দর ভ্রমণ.......+++++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ ফারজুল ।
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: হে নিম চাঁদ
তোমার জন্য উৎসর্গ মোর এ কবিতা
কি খুজি
***********
অমাবস্যা অন্ধকারের মত দেখি যার ছায়া
স্বপ্নের ঘুধুলি বেলায় জাগায় যে হৃদয়ের মায়া
কে সে দীপশিখা জ্বালে নিবু নিবু জোনাকির মত
জয় করেও নাহি তারে ছুঁয়া যায় বিলাসি সে কত
দূর হতে দূর যার ছবি বুকে ফেলে গন্ধ বিলায়
সেই সে সহসা বিশুদ্ধ অভিসারে নিজেকে পুড়ায়
আর যত জগতের শিল্প তুলি আঁকা হয়ে রয় তারি চোখে
সেই ছবি সেই প্রেম দহনে গ্রাসে যায় কি বলা সব মুখে ।
একদিন অপেক্ষার সেই সে প্রহর ফুরুবে জানি
তাই এস মরিচিকা দূরে টেলে সুদ্ধতায় আজি নিজেরে চিনি ।
যদি অধরাকে যায় মাধুরি মিশিয়ে এই সময়ে
জীবনের আঙ্গিনায় ফুটুক হাসি ভাল চেতনার বিনিময়ে
ভোরের মত নির্মল হাওয়া ভেঙ্গে দিল মোহের সব অবসাদ
এস এস খুজি সত্যই সুন্দর , আনন্দ জলসায় পাই মনের স্বাদ ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
নিমচাঁদ বলেছেন: ভচ, ফাটাইয়া দিছেন । কি খাইবেন বলেন?
ছোট হাত রুটি , কচি ছাগলের বটি কাবাব আর সিভাস রিগ্যাল , চলপে ?
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
সানড্যান্স বলেছেন: চমতকার তথ্যবহুল পোস্ট।
সমাধি দেখে আপনার কি উপলব্ধি?
ভাল লাগলো পড়ে।
পরিবেশ বন্ধু কে আমার ব্লগে স্বাগতম জানাই, উনি আসলেই অসাধারন!
ধন্যবাদ নিম চাদ ভাইয়া।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
নিমচাঁদ বলেছেন: সমাধি দেখে উপলব্ধি হলো , তোমাকে আজকে যা বলেছি ,তা ।নাথিং সিরিয়াস এবাউট লাইফ ।বেঁচে থাকার জন্যি বেঁচে থাকা , আগামী কালকের জন্য বাঁচা।
"এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে,এ মাটিতেই তুমি ফিরে যাবে, আবার এ মাটি থেকেই তোমাকে পুণর্জীবিত করা হবে।"
১১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
আশিক মাসুম বলেছেন: ভাল কোন জায়গায় নিয়ে জাবেন না নিয়ে আস্লেম কবরস্থানে এটা কিছু হইলো ???
পোষ্ট এ +++
নস্টালজিক হয়ে গেলাম ভাই
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
নিমচাঁদ বলেছেন: কবরস্থান খারাপ কোন জায়গা ! কি বলেন ?
পৃথিবীতে বাচঁবেন বড় জোর ১০০ বছর , আর কবরস্থানে শুয়ে থাকতে হবে কেয়ামতের আগ পর্যন্ত ।
থিঙ্ক ম্যান, থিঙ্ক
১২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
লক্ষ্মীপেঁচা বলেছেন: বাহ । চমৎকার পোস্ট ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
নিমচাঁদ বলেছেন: ধন্যবার ভাই
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
জালিমের দুশমন বলেছেন: চমৎকার পোস্ট নিমচাদ ভাই।
অনেক ভালোলাগা।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
নিমচাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , ভালো থাকবেন
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
মন্তব্যে সবাই বলে দিয়েছে .....
আমি কৃতজ্ঞতা জানিয়ে গেলাম
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই ।
ভালো থাকবেন।
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: +
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
নিমচাঁদ বলেছেন: আপ্নার জন্য আমার একটা প্রতিবাদী পোষ্ট আছে , অবশ্য এখন সেটা অতীত।
কিপ গোইং ম্যান , ভালো লিখতেছেন ।
১৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
শিপু ভাই বলেছেন:
আপ্নের লগে আপ্নের খরচে আমিও ফ্রি ঘুইরা আইলাম!!!
++++++++++++++++++++++++++++++++
অঃটঃ ইদানিং আপ্নে যেইসব কমেন্ট করতাছেন তাতে হাস্তে হাস্তে আমার মৃত্যু হইলে আপ্নে দায়ী থাকবেন কইয়া দিলাম!!!
Click This Link
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
নিমচাঁদ বলেছেন: ওহহহ!
সেই কুমার পোষ্ট!
পোড়া মাংশ!
পোষ্ট লেখকের খবর নাই আর
১৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ
১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি সেই পোস্ট খুজে বের করছি...
যখন শুধু প্লাস দিয়ে গেছি তখন মন্তব্য করার সুযোগ ছিল না। শুয়ে শুয়ে প্লাস কপি করে রেখে শুধু পড়ছিলাম। মাউস দিয়ে প্লাস আর মাউস দিয়ে পেস্ট...
ভাল থাকুন নিমচাঁদ ভাই। অনেক অনেক ভাল থাকুন।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ লিসানি
১৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: না পারিনাই ( কেঁদে আপনার ব্লগ ভাসানোর ইমো হবে)
২০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
কাউসার আলম বলেছেন: প্রিয়তে নিলাম, পরে পড়ব....
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট। পোষ্টে +++++++++++
২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
খেয়া ঘাট বলেছেন: মিনহা খালাক না কুম,ওয়া ফিহা নুয়্যিদুকুম,ওয়া মিনহা নুখরিজুকুম তারাত্বান উখরা”
-এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে,এ মাটিতেই তুমি ফিরে যাবে, আবার এ মাটি থেকেই তোমাকে পুণর্জীবিত করা হবে।
আল-কোরআন
এতো সুন্দর পবিত্র কোরআনের আয়াত, চোখ দিয়ে পানি চলে আসে, মনটা নরম হয়ে যায়। দারুন একটা আয়াত দিয়ে পোস্টটি শেষ করেছেন।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার একটা পোস্ট!
শুভেচ্ছা রইলো!
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । ভালো লেগেছে । প্রথম ভালোলাগা জানবেন ।