নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।
JFK Airport থেকে ইস্তাম্বুলে আসার পথে একটা তিন ঘন্টার ট্রাঞ্জিট কে ৩ দিনে ফেলে দিয়ে বসে আছি ।জানুয়ারী মাসে যাবো কিন্তু এশিয়া ইউরোপের সংযোগ কারী দেশটার সম্পর্কে কোন আইডিয়া নেই , কোথায় থাকা যায় , টপক্যাপি সহ দ্রষ্টব্য জায়গাগুলা কিভাবে ঘুরা যায় , খাওয়া-দাওয়ার কিভাবে কি সিষ্টেম ইত্যাদি ইত্যাদি ।
ইস্তাম্বুল ভ্রমণ করেছেন কিংবা কখনো ছিলেন এমন কেউ কি আছেন , যিনি এই অধমকে সামান্য জ্ঞান দান করবেন ?
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
সকাল>সন্ধা বলেছেন: লিংক এ উল্লেখিত ঘটনার সত্যতা জাচাই করার জন্য এখানে যেয়ে দেখতে পারেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩
মিজানুররহমানসুমন বলেছেন: -Are you having Bangladeshi passport? As you have usa visa/residence permit, you can get your e-visa from the link below by 24 hours. fee 20 usd by visa/mastercard.
https://www.evisa.gov.tr/en/
--you can buy istanbul card for your travel. Valid in all means of transportation.
-You can google their tourist spot and easily vist these places by public transportation.
--Lots of kebab restuarant everywhere in istanbul.
৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
তিক্তভাষী বলেছেন: ইস্তান্বুল শহরের পুরোনো অংশ সুলতানআহেমট (sultanahmet) এলাকায স্বল্পব্যয়ী থেকে শুরু করে ভালোমানের হোটেল আছে। আগেই ইন্টারনেট বুকিং দিলে ভালো, এয়ারপোর্ট থেকেও ব্যবস্থা করতে পারবেন। টপক্যাপি, ব্লুমস্ক, হাজিয়া সোফিয়া, গ্রান্ডবাজার, স্পাইসবাজার, বসফরাস ট্যুরসহ বেশীরভাগ ঐতিহাসিক নিদর্শন সুলতানআহেমট এলাকায়। বেশীরভাগ হোটেল থেকে হাটাপথের দুরত্বে এসব জায়গা। সুলতানআহেমট পুরোটাই আসলে পর্যটকদের এলাকায় রূপ নিয়েছে। ছোটবড় অসংখ্য আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট দিয়ে ভর্তি হয়ে গেছে। আমি গতবছর গিয়েছিলাম।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫
নিমচাঁদ বলেছেন: মামুন ভাই , আগেই ধন্যবাদ আপ্নেরে ।আপ্নে হইলেন মিয়ার ব্যাটা , বংশীয় ভদ্রলোক।থাঙ্কু
@ সকাল সন্ধ্যা সাব্জেক্ট পড়ছেন কি লিখছি ?নাকি ব্লগ দিয়া ইন্টারনেট চালাইতেছেন ?
@মিজানুররহমানসুমন, আপনার ব্লগ দেখতাছি স্থগিত ।আপ্নেরে ও ধন্যবাদ
@তিক্তভাষী , ধন্যবাদ দিয়া আপ্নেরে ছোট করলাম ।এই একটা নাম ই আমার লাইজ্ঞা কাফি (সুলতানআহেমট (sultanahmet), বাদ বাকি কাজ আমি করে নিমু ।আপ্নের ১০টা লাইন বিরাট উপকার করলো ভাই ।
তারেক অণু নামে সচলায়তনের একজন ভালো ব্লগার কে ফেসবুকে বিরাট ম্যাসেজ দিয়া জিজ্ঞাসা করছিলাম, ভাই একটু হোটেল মোটেলের এড্রেস দেন । উনি দেখলাম তুরষ্ক ( ব্যাসিক্যালি ইস্তাম্বুল)সম্পর্কে খুব ভালো ভ্রমণ কাহিনী লিখেছেন ।অনেক কষ্টে উনি খালি কইলেন , লোনলি প্ল্যানেট চেক করেন । আমি উনারএ উত্তরে লিখছি , ভাই গুগল টা বাদ দিলেন কেন ?
মনে মনে নিজেরে কইলাম, বাঙ্গালীর আর যাই বদনাম থাকুক , সে বন্ধুবতসল না , অতিথি পরায়ণ না , এমন বদনাম নাই ।সবচাইতে ভালো পরামর্শ দিতে পারতো যে, সে আমারে হাইকুট দেখাইয়া কয়, বতস , এবার নিজে বাইচ্ছা লও ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ময়ূখ বলেছেন: তিক্তভাষী সব বলে দিয়েছেন...তাকসীম স্কোয়ার ও দেখে আসতে পারেন, আন্দোলন হইসিলো ঐখানে...তিন দিন একদম পারফেক্ট টাইম...গুড লাক...
৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১
নিমচাঁদ বলেছেন: ময়ুখ সাব, ধন্যবাদ
৮| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০০
ময়ূখ বলেছেন: বাই দ্য ওয়ে, মিউজিয়াম আর প্যালেস দেখার সময় আলাদা করে টিকেট না কিনে একটা প্যাকেজ কার্ড আছে ঐটা নিবেন, অনেক কম পরবে প্লাস তিনদিন টাইম ও পাবেন সব দেখার জন্য...
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: আর টিক ভাবে ভাল থাইকেন সঙ্গে ক্যামেরার প্লাস
১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৩:১৩
ওয়ান ডাউন বলেছেন: আপনার ফেসবুক আইডি কি পেতে পারি ?তাহলে ইনবক্সেই কাহিনি কইতাম।
১১| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৫:৫৪
দুষ্টু ছোড়া বলেছেন: ইস্তাম্বুল কি গিয়েছিলেন শেষ পর্যন্ত? তাহলে আপনাকে আমার বিশেষ দরকার। আমি মে-মাসের দিকে যাবো। একটু ফার্ষ্টহ্যান্ড অভিজ্ঞতা জানা দরকার ছিল।
কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি?
১২| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৬:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যাব নেক্সট ইয়ার।
১৩| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
নিমচাঁদ বলেছেন: জ্বি , গিয়েছিলাম দুষ্টুছোড়া ।
যে কোন সহায়ক তথ্যের জন্য , যে কোন সময় https://www.facebook.com/nim.chad.9 আইডিতে যোগাযোগ করুন ।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪২
ফুলেরপাতা বলেছেন: কিন্তু ওখানে অসংখ্য মোসলমান- বেশির ভাগই রাডিকাল- তারপর আবার এক্কেবারে .....ঐ দলের!
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
মামুন রশিদ বলেছেন: ব্লগার 'নিষ্কর্মা' প্রয়োজনীয় ইনফরমেশন দিতে পারবেন । আমি যোগাযোগ করছি ।