নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

ঘুম ভেঙ্গে শুনি মালাইকা নোবেল পেয়েছে

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০

শেষ রাতে ঘুমাতে গেছিলাম , ভোরের চমৎকার ঘুমটা কেটে গেলো মোবাইলের একটি কর্কশ রিংটোনের শব্দে ( রিং টোনটি হচ্ছে ওয়ার্নিং , ওয়ার্নিং ইটস দ্যা ওয়াইফ, ইটস দ্যা ওয়াইফ। এইটা কিন্ত রিংটোন সেট করা ছিলোনা , কোন কুলাঙ্গার এইটা সেট করছে , তারে ঘুম থেকে উইঠা জুতা পেটা করার নিয়ত নিয়া মোবাইল টা ধরলাম )

অই প্রান্তে - ভাই , আসসালা মোয়ালাইকুম , কেমন আছেন ?
আমি -> জ্বি ভাই । ওয়ালাইকুম সালাম । ভালো আছি , আপ্নের কি খবর ? ( আরে বেটা বলদের ঘরের দামড়া , লন্ডন থেকে ফোন করার আগে একবার চিন্তা করবি না দেশে কয়টা বাজে. ? )
- ভাই খুশী আছি । মন ও খুশী আছে । খবর টা পাইছেন তো নাকি ?
-> কোন খবর ভাই ? সালমান খানের কোন নতুন সিনেমা বাইর হইছে নাকি ?( এই ভদ্রলোক বলিউডের খুব ভক্ত , লন্ডনে কোন এক আড্ডায় তার সাথে পরিচয় ।আমি অনলাইনে প্রাপ্ত হালকার উপর সামান্য জ্ঞান দিতেই উনি ভেবেছেন আমিও তার মতোন কুলাঙ্গার। আরে খবিশ [ খবিশ একটা ফারসী শব্দ , ইহাকে কেউ গালি ভাববেন না ] সবাই কি তোমার মতোন অর্ধ উন্মাদ নাকি ! )

- না রে ভাই , অন্য খবর আছে । আপনি কি ঘুমাইতেছেন নাকি ভাই ? ডিষ্টার্ব করলাম নাতো ?
-> নারে ভাই , আপ্নের ফোনের কথা চিন্তা করতাছিলাম । ঢাকা আসার আগের দিন এতো টাকা খরচ করলেন , পার্টি দিলেন , সকালে ঘুমের ভিতরে চিন্তা করতেছিলাম , ঘুম থেকে উঠে আপ্নেরে কল দিবো ( আরে পাঠা , টেকা থাকলেই মানুষ হয় না ,আমার মতোন মন থাকলেই তারে মানুষ কয় )
- যাক , শুনেন । জাজাক আল্লাহু খায়ের । সালমান খানের ভাবী মালাইকা আরোরা খানের কথা মনে আছে ? ওই যে মুন্নী বদনাম গানটা ?
-> জ্বি ভাই মনে আছে । বড়ই চিন্তাশীল ফিগার উনার । উনাকে না চিনলে কঠিন অপরাধ হবে । কি হইছে উনার ? বিয়া হইছে আরেকটা না ডিভোর্স হইছে ?
- আরে ধুর কি বলেন ভাই ! মালাইকা শান্তিতে নোবেল পাইছে । আলহামদুল্লিয়াহ।

আমি খাড়াত কইরা বিছনা থাইকা পইড়া গেলাম ।

আমি তো পড়ছিলাম মল্লিকা শেরাওয়াত নোবেল পাইছে !!

ডাক্তার রিডিং গ্লাস দিছিলো মেলা আগে থাইকা , আলস্য কইরা পড়া হয় নাই । এখন কি পরিমাণ বড় ভুল আমি করছি সেটা গভীরভাবে মাপতে শুরু করলাম ।

বাসার লোক আইসা এই সময় হাসি হাসি মুখে আমারে জিগায় , warning , Its the wife এই রকম মধুর রিংটোন যে বানাইছে তারে একটা নোবেল দেওন দরকার , কি কউ তুমি ?

বিরস মুখে বাথ্রুমে যাইতে যাইতে চিন্তা করলাম , কতো জুতা আমি মানুষেরে দিতে গিয়া ,কতো গুলা বাড়ি নিজে এই জীবনে খাইলাম , সেইটা হিসাব করতে আজকাই একটা ভালো মানের সায়েন্টিফিক ক্যাল্কুলেটর কিনতে হইবে ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

জাহিদুল হাসান বলেছেন: বুঝছি, আপনাকে আবারো কিন্ডার গার্টেনে ভর্তি করাইতে হইবেক।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭

নিমচাঁদ বলেছেন: আপ্নের মাইয়ার মাষ্টারনী যদি টীচার থাকে , আমার কোন আপত্তি নেই ।

২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: লন্ডন প্রাবাসী একজন মানুষের সেন্স অফ হিউমার এই রকম হতে পারে সেইডা ভাইবা আমি চেয়ার থাইকা পইড়া যাবার উপক্রম।


এবার অন্য কাহিনী শুনেন। আমাদের এখানে একদিন এই বড় ভাইয়ের সাথে তর্কা-তর্কী লেগেছে বাংলাদেশে বর্তমানে গরুর ও খাসির মাংসের দাম নিয়ে। সেই ভাইয়ে ধুম করে ফোন দিল বাংলাদেশে তার বন্ধুর কাছে তখন বাংলাদেশে সময় ভোর ৫ টা। ফোন দিয়া ঐ বড় ভাই কোন কিছু না জিগাইয়া তারে সরাসরি জিগায় নওগায় এখন খাসির গোস্তের কেজি কত?


আমার আর হাঁসি থামে না। আমি মনে মনে কই ফোনে অন্য প্রান্তের মানুষটা আমি হইলে আপনার খপর ছিল।





১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২

নিমচাঁদ বলেছেন: সেন্স অব হিউমার আমার অবশ্য খুব ভালো না, সকালের ঘুম ভাঙ্গাতে আমি খুব ক্ষিপ্ত ছিলাম ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

জাহিদুল হাসান বলেছেন: ব্লগে ফিরে আইছেন খুব ভালো কথা, কিন্তু যুইত করতে পারবেন না। ব্লগের এখন কোন প্রান নাই, এইটা মনে করতে পারেন লাইফ সাপোর্ট দিয়া বাচায়া রাখা হইছে, যে কোন সময় উড়াল দিবে। চিন্তা করতে পারেন কি দিন ছিলো !!!

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

নিমচাঁদ বলেছেন: আহারে কি দিনটাই না ছিলো !!

দুধে ভাতে দিয়া আমরা মডারেটর দের লালন পালন করেছিলাম -- বিলক্ষণ মনে আছে

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

মামুন রশিদ বলেছেন: warning , Its the wife.. অতঃপর এই রিংটোন সহকারে নিমচাঁদ তার নিজের বউয়ের কাছে হাতে নাতে কট :| :D B-)


আপনার পাশে আছি ভাই (মাইর আপনি একলাই খান!) । আপনার জন্য তেব্র সমবেদনা :P :P


১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০

নিমচাঁদ বলেছেন: ব্লগ যাদের কাছে জীবনের মতোন অনেক গুরুত্ত্বপূর্ণ তাদের কমেন্টে ধইন্যা হোক আমার ব্লগ

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: জ্বি ভাই মনে আছে । বড়ই চিন্তাশীল ফিগার উনার । উনাকে না চিনলে কঠিন অপরাধ হবে । কি হইছে উনার ? বিয়া হইছে আরেকটা না ডিভোর্স হইছে ?
- আরে ধুর কি বলেন ভাই ! মালাইকা শান্তিতে নোবেল পাইছে । আলহামদুল্লিয়াহ।

আমি খাড়াত কইরা বিছনা থাইকা পইড়া গেলাম ।

আমি তো পড়ছিলাম মল্লিকা শেরাওয়াত নোবেল পাইছে !!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভালো থাকবেন :)

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

নিমচাঁদ বলেছেন: জ্বি ভালো আছি ,আপনিও ভালো থাকবেন ভাই

৬| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
// আরে খবিশ [ খবিশ একটা ফারসী শব্দ , ইহাকে কেউ গালি ভাববেন না ]//
//ওয়ার্নিং...ওয়ার্নিং... ইটস দ্য ওয়াইফ!//
:P ;)

ভাইজান আপনের পোস্ট পইড়া আমিও পইড়া যাইতেছিলাম প্রায়.....

নুবেল বিষয়ক পুস্টটি দ্রুত ইস্টিকি করা হউক X((



আমি তো বোলগার... মালাইকা আমার কাছে শুধুই একজন বোলগার :)

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫

নিমচাঁদ বলেছেন: কি কান্ড দেখেন !
চশমা টা আমাকে নিয়মিতই করতে হবে ।

আমি পড়তেছিলাম

আমি তো বোলডার ... মালাইকা আমার কাছে শুধুই একজন বডি বিলডার

৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

বৃতি বলেছেন:
২০১৪ সালে ব্লগে এটা আপনার প্রথম পোস্ট নিমচাঁদ ভাই। মালালার কল্যাণে ব্লগে ফিরলেন- তার নোবেলপ্রাপ্তির এটাও একটা প্লাস পয়েন্ট। মজার পোস্ট :)

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

নিমচাঁদ বলেছেন: হ্যা , ২০১৪ এ প্রথম পোষ্ট ।
তবে কিনা সবার তো আর আপনার মতোন সচারাচর ভালো লিখার ক্ষমতা নেই , তাই খানিকটা দেরী হয়ে গেলো

৮| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

এম এম করিম বলেছেন: হাসির আড়ালে, অল্প কথায় অনেক কথা বলে ফেললেন।

দারুন হয়েছে লেখাটা।

আশা করি ব্লগে আবার নিয়মিত হবেন।

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

নিমচাঁদ বলেছেন: হ্যা মেসেজ একটা ছিলো বটে তবে উহা মনে হয় হাসির দমকে উড়িয়া গেছে ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :) :P

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

=p~ =p~ =p~ :-< |-)

এমন রসিক ব্লগারকে জাতি নিয়মিত দেখতে চায়

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

নিমচাঁদ বলেছেন: সামুর বর্তমানে ডায়েরিয়া চলতাছে , যেখানে হাত দেই সেখানেই লিক , লিক টিক ঠিক হোক পাইবেন ইন্সাল্লাহ

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ :|| :| :| =p~ =p~ |-)বড়ই রহস্যে ঘেরা পৃথিবী ।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

নিমচাঁদ বলেছেন: শুধু আমেরিকার কাছে কোন রহস্য নাই , তারা বেরি বেরি জেন্টল মাতাব্বর

১২| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

পাজল্‌ড ডক বলেছেন: আমিও খাড়াত কইরা চেয়ার থিকা পইরা গেলাম =p~

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

নিমচাঁদ বলেছেন: মগাচীপ যখন নুবেল পাবে , আপ্নে সেইটা দেখার ভিসা ও পাইবেন না মিয়া

১৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০

বাকের ভাই রিটার্ন বলেছেন: বৃষ্টির শব্দ শুনিতে শুনিতে ব্লগ খানা পড়িলাম পড়িয়া আমি খাট হইতে খটাং করিয়া পড়িয়া গেলাম।

লেখাটা অনেক হাস্যরসাত্মক হইছে।ভাল লাগল

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

নিমচাঁদ বলেছেন: আমি কইলাম লেখার সময় একবার ও হাসি নাই । খুব সিরিয়াস্লি একটা সমস্যার ঠিক মূলে আঘাত হানিতে গিয়া দেখি একটি নিম্নমানের স্যাটায়ার হইয়া গেছে ।আশা করি ভবিষ্যতে এই ভুল হইবে না

১৪| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

আবু শাকিল বলেছেন:

মালালা হালালা একজন ব্লগার ... নিমচাঁদ ভাই একজন ব্লগার।

সেই নারীর টানেই অনেকদিন পর আবার ব্লগে ফিরে আসলেন।

ব্লগাররাই ত ব্লগারকে দেখবে তাই না =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

নিমচাঁদ বলেছেন: আমি সারাজীবন অনেক মাছ ধরার ট্রাই করছি , সফল কাম হই নাই তবে চেষ্টা অব্যাহত ছিলো ।

এখন তো ফেসবুকে ছিপ ফেলে বসে থাকি

১৫| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: ওয়েলকাম ব্যাক।

আপনার পুষ্ট খানি দ্রুত মালাইকা বিবির নজরে আনার ব্যবস্থা করা হোক এ জন্য কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন কর্ছি। তাহাতে যদি উনার সু(কু)নজর আপনার ওপর পড়ে। :P :P. আর আপনি বর্তে যান।

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

নিমচাঁদ বলেছেন: ভাই আমি কোন রসমালাই নিয়া লিখি নাই, তবে মল্লিকা বনের মল্লিকা বানুকে ভালো লাগে ।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

মামুন রশিদ বলেছেন: ব্লগে এমন দিনও ছিল, ব্লগার নিমচাঁদ ভাইয়ের কমেন্ট পাওয়া একজনের ব্লগারের জন্য ছিল অনেক কিছু । ব্লগিংয়ের সেল্ফ এসেসমেন্টে এটা ছিল গর্বের ব্যাপার ।

শুধু রসবোধ নয়, কোন বিষয়বস্তুর গভীরে এত সন্তর্পনে ঢুকে যেতে খুব ব্লগারকেই দেখেছি ।

এমন দিন আবার ফিরে আসুক । বাংলা ব্লগ হয়ে উঠুক প্রাণোজ্জ্বল ।

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

নিমচাঁদ বলেছেন: মামুন ভাই,
যতো বেশী উপরে উঠাবেন ততো নীচে পড়ার সম্ভাবনা বাড়তে থাকে ।

ওই গানটা নিয়মিত চর্চা করেন ,

''আমাকে আমার মতো থাকতে দাও. আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি. যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক. সব পেলে নষ্ট জীবন''

১৭| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
এই পুস্টের লেইগ্যা নিমচাঁদরে অস্কার দেওয়া হউক ;)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫

নিমচাঁদ বলেছেন: শুধু অসকার :-/

১৮| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শান্তিকে অশান্তিময় (প্রহসনের)করার এই ধারা নুবেল কমিটি আর কতকাল বহাল রাখিবেক- ভাবনার বিষয়!!!

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

নিমচাঁদ বলেছেন: মল্লিকার নোবেল অপ্রাপ্তিতে নিমচাঁদ নাখোশ

১৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৯

আমি তুমি আমরা বলেছেন: মজা পেলাম। কই মালালা আর কই মালাইকা....

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৬

নিমচাঁদ বলেছেন: আর কোথায় আমার মল্লিকা বানু!

২০| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

সোহানী বলেছেন: হাহাহাহাহা..... অসাধারন রম্য প্রতিভা আপনার। হাসতে হাসতে আমি নাই... হাসির ইমো :#) :#) :#) :#) :#) :#)

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৭

নিমচাঁদ বলেছেন: কথাটা খিয়াল কইরা ম্যাডাম,
প্রদীপের নীচেই থাকে অন্ধকার

২১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাগ্যিস মালালা নোবেল জিতছিলো আর ওই কমনসেন্স লোকের ফোন আসছিলো :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

নিমচাঁদ বলেছেন: আসলে কে যে নোবেল পাইছে সেইটা আমি এই সমস্ত নামের ভিড়ে পেচাইয়া ফেলছিলাম ।
এদের মধ্যে যে কেউ নোবেল পেতে পারত , পারতো কিনা দূর্জয় ?

২২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

নীরব দর্শক বলেছেন: মালালা প্রমান করল অভিনয়ে শুধু অস্কার না নোবেলও পাওয়া যায়।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

নিমচাঁদ বলেছেন: মালালা নোবেল পাওয়াতে আমার কোন ক্ষেপ নেই , তবে মল্লিকা নোবেল না পাওয়াতে আমি ক্ষুব্ধ

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৫

তুষার কাব্য বলেছেন: মজার পোস্ট B-) ;)

২৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

ডট কম ০০৯ বলেছেন: ঐ লুক না থাকলে কেমনে জানতেন যে মালালা নুবেল পাইছে।

কুনু উপায় আছিল না। ;)

ঐ লুকরে শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

নিমচাঁদ বলেছেন: ঐ বেটা বলদ ।
এখন ও আম্রে আ-টাইমে কল দেয়

২৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৬

সোজা কথা বলেছেন: আপনার রিংটোনটা সাংঘাতিক ভাল লাগছে ভাই। বিয়ে করার পর আশা করি কাজে দিবে। রিংটোনটা দিয়েনতো! :P

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

নিমচাঁদ বলেছেন:
আপনার বিয়ের আগেই রিংটোন টা দিয়ে দিলাম , ইঞ্জয় ম্যান !

http://www.zedge.net/ringtones/0-5-1-warning its the wife/

২৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬

সেজুতি_শিপু বলেছেন: দারুন লেখা। মজা পেলাম।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

নিমচাঁদ বলেছেন: কারো বেহাল দেখে একমাত্র হৃদয়হীনেরাই মজা পেতে পারে

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :P ;)

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

অথৈ সাগর বলেছেন: রিঙ টোন টা ভালা হইছে :P

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

নিমচাঁদ বলেছেন: এটাতো আপ্নের মোবাইলে অনেক আগেই থাকার কথা

২৯| ২২ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, বেশ মজা করে লিখেছেন। আলাপচারিতার ফাকেফাকে ব্রাকেটের না বলা কথা গুলো পড়ে বেশি হেসেছি।

আপনার রম্য লেখার হাত দারুন। চালিয়ে যাবেন আশা করি। শুভেচ্ছা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

নিমচাঁদ বলেছেন: লেখক হলে নিয়মিত লিখতে চাইতাম , ঈশ্বর সে ক্ষমতা দেননি । তাই ব্লগার হতে পারিনি , ফেসবুকার হয়েছি >
পড়ার জন্য ধন্যবাদ

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

ঐতিহাসিক বলেছেন: হা হা হা ... এই চিন্তাশীল রিংটোন এর পরবর্তী ইফেক্ট জানাতে ভুইলেন নাহ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.