নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

কাশবনে সেদিন সাপ ছিলো

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

শরত উতসবে গান চলার আগে এঙ্কর জনাব কাল্পনিক ভালবাসা ঘোষণা দিলেন পাশের কাশবনে যারা যারা আছেন , তারা যেনো অতি সত্ত্বর মূল ভেনুতে চলে আসেন ।
কিন্ত আমার মনে হয় অনেক কাপল এই ঘোষণা শুনেনি ।
''কাশ ফুল লাগবে , কাশফুল লাগবে ''----আমার বড় মেয়ের এহেন কাউকাউ শুনে , আমি বিরক্ত হয়ে শরত বনের ভিতরে যেয়ে দুই জন শরত বালক বালিকা কে দেখতে পেয়ে শঙ্কিত হলাম ।
তাদের অতি শঙ্কিতভাবে বলিলাম , মাটিতে সাপ থাকতে পারে কিন্ত ।

মেয়েটি বিরস বদনে উত্তর দিলো , এর চেয়ে দস্যি সাপ কাশ বনে নেই ।

উত্তর শুনে আমি প্রভূত আহত হয়ে কাশ ফুল না নিয়ে বউ পোলাপাইনের কাছে ফেরত যাওয়া মাত্র বউ দাঁত মুখ খিচাইয়া বলিলো , কাশফুল কৈ ?
বলিলাম , সাপ আছে ভিতরে ।
শিহরিয়া উঠিয়া বউ বলিলো , ঢোড়া সাপ না বিষধর ?

আমি অন্য দিকে চাইয়া আনমনে উত্তর দিলাম ,মনে হয় খুব বিষধর ই হবে , মেয়েটির গালে মোটামুটি রক্তের ছাপ ই দেখিলাম ।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: :P মনে হয় খুব বিষধর ই হবে , মেয়েটির গালে মোটামুটি রক্তের ছাপ ই দেখিলাম । নিমচাদ সত্য বলেছে

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

জেরিফ বলেছেন: সাপ হইবার ইচ্ছা বাদ দিয়ে এখন জোঁক হইবার ইচ্ছা পোষণ করিয়াছি ;)

এখন নাকী সাপের আচড়ে তেমন কিছু হয়না :!> :!>

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭

খাটাস বলেছেন: =p~ =p~ =p~ সর্প কামড়াইয়া গাল লাল। =p~ =p~ =p~
ভাষার বর্ণনায় ঘটনা মিলনে অতি মজা পেলুম নিম চাঁদ দা। =p~ =p~ :D

মেলা দিন পর ব্লগে দেখে ভাল লাগছে। :)
ওয়েলকাম ব্যাক।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮

মামুন রশিদ বলেছেন: এই বয়সে এখনও যে কেউ কেউ কাশবনের গহীনে যাওয়ার বায়না খোজে, হেইয়া শুইনা মোর চক্ষে খালি পাটক্ষেত ভাসতাছে :-* 8-|

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

তুষার কাব্য বলেছেন: মেয়েটি বিরস বদনে উত্তর দিলো , এর চেয়ে দস্যি সাপ কাশ বনে নেই । :/ ;)

৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০১

নিমচাঁদ বলেছেন: ব্লগে না লিখলে আর ইজ্জত থাক্তেছে না , তাই ফেসবুক কপি পেষ্ট করতাছি

৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৯

প্রবাসী পাঠক বলেছেন: শরৎ উতসবে সবচেয়ে আলোচিত ছিল সম্ভবত এই কাশবন।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১১

আমিনুর রহমান বলেছেন:



কাল্পনিক ভালোবাসা তো ইর্ষানিত হয়ে সবাইকে কাশবন থেকে বের হতে বলছিলো। সবাই কাশ বনে যায় আর ও উপস্থাপনা করবে একা একা তাই কি হয় !!!!

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহাহা এই অবস্থা তাহলে ! কাভা ভ্রাতার অপারেশন ক্লিন কাশবন বেজায় সন্দেহজনক ;)

শুভ রাত্রি :)

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪

মুহিব জিহাদ বলেছেন: দাদা সাপকি আসলেই খুব বিষধর ছিল?

১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বিষ না থাকলে তারে সাপ বলাই উচিত না ! ;) :P

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

নিমচাঁদ বলেছেন: হ্যা , শুনেছি মেয়েরা এই রকম সাপের কামড় খেতে অনেক ভালোবাসে

১২| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি সর্বনাসের কথা! সবাই দেখি কমেন্টে কি সব বলছে!!!

আর নিম ভাই! আপনার উচিত ছিল আওয়াজ দিয়ে কাশবনে যাওয়া!!! B-) B-)

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: হাহাহাহহাহা মজা পাইলাম আপনার গম্ভীর দর্শন শুইনা সাপের ব্যাপারে !

১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

খেলাঘর বলেছেন:


ওকে

১৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

ফারজুল আরেফিন বলেছেন: =p~ =p~


+

১৬| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

পার্থ তালুকদার বলেছেন: ব্যাপারখানা ব্যাপক বটে !!

১৭| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাশ বন নিয়া প্রভূত কাশাকাশি দেখিয়া উকি দিলুম...

ওমা দেখী বিষধর সর্পেরা গাল লাল করিতেছে :P :P :P


=p~ =p~ =p~

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৪

খেলাঘর বলেছেন:



এতদিনে কাননশ বন শুকিয়ে গেছে, অন্য বনের কথা বলুন।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

নিমচাঁদ বলেছেন: আপনার হয়ত বয়সের কারণে কাশবন শুকনো মনে হতে পারে, তবে নতুন যৌবনের পোলাপাইনের কাছের এখন ও কাশবন, ঝাউবন শুকায় নাই । আর রাজনৈতিক যে কোন ব্লগারের কাছে আসলে দুনিয়াটা খুব কুটিল আর জটিল, আমাদের সাধারণ জীবনে আসুন ।

দেখবেন কাশবনে এখন ও সাপ আছে

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

ভিটামিন সি বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কাশ বন নিয়া প্রভূত কাশাকাশি দেখিয়া উকি দিলুম...

ওমা দেখী বিষধর সর্পেরা গাল লাল করিতেছে :P :P :P

২০| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

অদৃশ্য বলেছেন:




মজাদার...


শুভকামনা...

২১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

জোহরা উম্মে হাসান বলেছেন: আমি অন্য দিকে চাইয়া আনমনে উত্তর দিলাম ,মনে হয় খুব বিষধর ই হবে , মেয়েটির গালে মোটামুটি রক্তের ছাপ ই দেখিলাম ।

অনেক কথা হোল বলা । অনবদ্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.