নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

নায়াগ্রা টু নিউইয়র্ক : একটি অসুখী,অঘুমো ভ্রমণ ব্লগ

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯


নিউইয়র্ক থেকে যাত্রার সময়ই আমি গাড়ীর পিছনে বসা চতুর্থ যাত্রী ।

খুব একটা কিছু করার কিংবা দেখার ও নেই কারণ আশে পাশে শুধু হালকা তুষার পড়তেছে ।

সেই থেকে আমার ঘুমের শুরু । ঘন্টায় ঘন্টায় আমি ঘুমিয়ে নিচ্ছিলাম।ঘুমের ব্যাপারে আমার ব্যাখ্যা হলো । 'ঘুমের দরকার' এই কথাটা আমি নিজেকে বলেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি।বাকি তিনজন আমার উপর মহা বিরক্ত ।কেন বিরক্ত সেটা আমিও জানি না ।দীর্ঘ শীতযাত্রা খুব মনোমুগ্ধকর কিছু ছিলোনা ,বাফেলো ষ্টেট থেকেই ফেরার সময়ও আমরা সেই তুষারপাত সঙ্গে করেই ফিরছিলাম।




মধ্য রাতে পেন্সিলভ্যানিয়ার কাছাকাছি এসে ভ্রমণ আর নিরাপদ মনে হলো না । আমি ঘুম থেকে উঠেই দেখি গ্যাস ষ্টেশনের সাথে এক ম্যাকডোনাল্ডের সামনে গাড়ী পার্ক করে আছে ।জানা গেলো ইপ্সিত কোন হোটেল আশে পাশে নেই ।তাই এই ম্যাকেই রাত কাটাতে হবে। ঢূকে আমরা দেখলাম আমাদের মতোন আরো দুয়েক পার্টি রাত কাবারের জন্য বসে আছে । এই ম্যাক ২৪ ঘন্টা না , রাত ১১টায় কাউন্টার বন্ধ হয়ে গেছে । সাথের কিওস্ক থেকে কিছু কিনে খেয়ে নিয়ে গাড়ীতেই রাত কাটানোর জন্য সবাই ঢুকলাম ( কারণ কেনো জানি বন্ধ ম্যাকের সামনের খোলা চেয়ার গুলোতে ঠান্ডা আরো বেশী লাগছিলো) ।চার পাশের গ্লাস হালকা খুলে দিয়ে হিটার অন করে সবাই ঘুমের প্রস্তুতি নিতে লাগলো আর আমি ঘুমিয়ে পড়লাম ।
আমার আবার ভুতের ভয় খুব বেশী , কি জানি স্বপ্ন দেখে হঠাত ঘুম ভেঙ্গে গেলো । আশে পাশে চোখ মেলে দেখি বাকি তিনজন নেই ! এলিয়েনের দেশ আমেরিকাতে এটা ঘটতেই পারে ভেবে , গায়ে কাটা দিয়ে উঠলো । গ্লাস পুরো নামিয়ে গলা উচুঁ করে ভাষ্কর কে ডাকতে লাগলাম , কিন্তু ভয়ে আমার গলা থেকে চিঁহিঁ চিঁহিঁ ছাড়া কিছু বের হলো না ।

ভয়াবহ অবস্থা! আমি কোনোমতে গাড়ি থেকে নেমে দৌড়ে ম্যাকের ভিতরে ঢূকে দেখি বাকি তিন আদম সন্তান বিরস বদনে তিন দিকে চেয়ে বসে আছে ।
' কি ব্যাপার আপ্নারা ঘুমাচ্ছেন না কেনো ' - জিজ্ঞাসা করলাম । সবাই দেখি কেমন একটা হতাশজনক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলো ।কিছুই বলে না ।
মেজাজ টা খাপ্পা করে আমি ও তাদের পাশে বসে পড়লাম, আর প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম ।ভালো ঘুম হলো , কিন্তু ভোরের দিকে ঘুম ভেঙ্গে দেখি পাশে তিনজন নেই ।
প্রথমেই খুব ভয়ে ভয়ে আশে পাশে তাকিয়ে দেখলাম কোন এলিয়েন কিংবা সিরিয়াল কিলার দেখা যায় কিনা । কাউকে দেখলাম না ।আবার তাড়াতাড়ি গাড়িতে গিয়ে দেখি , ইনসমোনিয়ার রোগী এই তিনজন কি সব আলাপ আলোচনা করতেছে ।
আমাকে একা রেখে চলে আসার জন্য আমি তাদের অভিযুক্ত করতেই , সারা দিন ড্রাইভ করা ভাষ্করের ভায়রা ভাই বললেন ,
'' মিয়া আপ্নে একটা মানুষ !!! এম্নে কেউ নাক ডাকে ??''

আমি নাক ডাকি এই জিনিশ টা আমি কখনোই চোখে দেখি নাই , ইহা ডাহা মিথ্যা কথা । গাড়ীতে বসতে বসতে ভাবতে লাগলাম , এই সব ইনসমোনিয়ার রোগীদের নিয়ে আর জীবনে লং ড্রাইভে বের হবোনা ।আর তাছাড়া তিন জন একই মাত্রার মিথ্যাবাদী এবং হৃদয়হীন ও বটে । নায়াগ্রা ফলসের হোটেলে এরা আমাকে এক রুমে দিয়ে , বাকী তিনজন পাশের রুমে কিভাবে ঘুমাতে পারলো ?
হাউ প্যাথেটিক!!!


(সারা রাতের ভুতের ভয়ের অঘুমো আমি , আরেকটা কথা , উত্তর আমেরিকার ঠান্ডা একটা অভিশাপ , এই রকম অভিশপ্ত দেশে মানুষ কতো কষ্ট করে থাকে ---ভেবেও পরের দুই রাত্রি আমার ঠিক মতোন ঘুম হয় নাই :D)








মন্তব্য ৯৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুতে/এলিয়েনে ভীতু নাক ডাকা ঘুমকাতুরে নিমচাঁদ ;) :P =p~ =p~ =p~ =p~ =p~

বিশেষন গুলো নিশ্চয়ই হার্ট করার মতো নয় :P =p~ =p~ =p~
(পোষ্ট থেকে সংগৃহিত) B-)

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

নিমচাঁদ বলেছেন: সমস্যার মূলে আঘাত হানতে পারেন নাই ।
আমার সাথে লোকেরা কি পরিমাণ হৃদয়হীন সেটা কি আপনার চোখে পড়ে নাই !!!

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

মামুন রশিদ বলেছেন: '' মিয়া আপ্নে একটা মানুষ !!! এম্নে কেউ নাক ডাকে ??''


হাউ প্যাথেটিক!!!


তেব্র নিন্দা জ্ঞাপন করলাম, (নাক ডাকাকে নয়!) :D :P

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

নিমচাঁদ বলেছেন: মামুন ভাই , নাক ডাকার আসামীর কথা হইলে সেখানে আপ্নের নাম থাকবে ১ নং এ
আমি অনেকবার টেষ্ট করে দেখেছি , আমি কখনোই নাক ডাকি না

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমি যতদূর জানি নাকডাকা মানুষগুলো এতোটাই ডাকাবুকো হয় যে ভূত কিংবা এলিয়েনও তাদের দেখে ভয় পেয়ে যায় ।

সারাজীবন সানন্দে নাকডাকতে থাকুন ........

:)

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

নিমচাঁদ বলেছেন: আপনি ভুল জানেন ,
এই ব্লগার নাক ডাকে না। আমি কখনো নিজের নাক ডাকা শুনিনি, তাই
আশে পাশের হৃদয়হীন মানুষদের ব্যাপারে চিন্তা করুন, এরা কিভাবে অহেতুক আমাকে এক ঘরে করে রেখেছিলো

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও ঘুমাই।

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নিমচাঁদ বলেছেন: আজব !
ভিন গ্রহের মানুষ ও ঘুমায় !

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির কাহিনী।

শেষের দুইটা ছবি ফাট্টাফাটি হইছে। তবে ভূতের ভয় নাকি ভূতনীর ভয়ে আপনি চিঁহি চিঁহি করছিলেন সে বিষয়ে জাতি মোটেও সন্ধিহান নয় কিন্তু। #:-S

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নিমচাঁদ বলেছেন: আমি লেঞ্জা নিয়া ঘুরতে যাই নাই , যে ভুতনী থাকবো ।

মেয়েরা এম্নেতেই আমাকে খুব অপছন্দ করে , ইউ নো

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: আমিও শুনেছি পৃথিবীর সব ভুতরা নাকি আম্রিকার বাসিন্দা :#>
আপনার সহযাত্রীদের পলায়নের কারন জেনে মজা পেলাম :)
ভালোলাগলো ভ্রমন কাহিনী নিমচাঁদ।
+

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ জুনাপা।

৮০ টাকার নাস্তা টা তাইলে কনফার্ম হইলো

৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

তুষার কাব্য বলেছেন: চারদিকে দেখি শুধু আমি আর আমি ;) খুব প্যাথেটিক অভিজ্ঞতা :D

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

নিমচাঁদ বলেছেন: হ্যা রে ভাই,
আমি একা জেগে থাকলেই , দুনিয়ার যতো ভুতেরা আমাকে গিলে ফেলতে চায়

৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মুহিব জিহাদ বলেছেন: জুম রেস্তরা আমার জীবনেও ভূলবনা, সারারাত তৃতীয় মাত্রারার নাক ডাকার শব্দে ঘুম থেকে বাহিরে গিয়া বসে থাকি, কিছুক্ষন পরে দেখি শান্ত ও নরম পোলা ফাহিম এর বন্ধু আমার পাশে, অর্ধেক চোখ খুলে ওর দিকে তাকিয়ে হেসে দিলাম! ও আমার দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে বল্ল ভাই, রিলেশন ব্রেকাপের এমন ই জ্বালা! মন্ডায় চাইছিল ওরে আবার স্কুলে নিয়া ভর্তি কইরা দিয়া আশি। শুকনা হাসি দিয়া কইলাম হরে ভাই অনেক জ্বালা, যান নিচের থেকে ভয়ে এসেছেন জানি এইবার এই রুমে গিয়া ঘুমান তাইলেই বুঝবেন প্রেমে জ্বালা বেশি নাকি নাক ডাকার জ্বালা বেশি! কিছুক্ষন পরে দেখি অই পোলা আবার নিচের রুমে যাইতাছে। আমি হেরে ডাক দিয়া কইলাম ভাই প্রেমে অনেক জ্বালা তাইনা??

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

নিমচাঁদ বলেছেন: আমি বুঝতে পেরেছি , তুমি মামুন রশীদ ভাইয়ের নাক ডাকা নিয়ে কিছু ইংগিত করতে চাইছো

৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

আবু শাকিল বলেছেন: নিম দাকে ছবিতে বেশ লাগছে =p~

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

নিমচাঁদ বলেছেন: প্রশংসাটা কোন তরুণী করলে আরেকটু বেশী আরাম পাইতাম

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: অাপনার ঘুম ভ্রমণ কাহিনী পড়ে ব্যাপক মজা পেলাম।

আমি নাক ডাকি এই জিনিশ টা আমি কখনোই চোখে দেখি নাই , ইহা ডাহা মিথ্যা কথা ।

অাপনার বন্ধুদের বলবেন, এরপর যেন মোবাইলে রের্কড করে রাখে। B-)


হিহিহিহিহি..........+

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০

নিমচাঁদ বলেছেন: তারা কক্ষণো এই কাজটি করবে না , কারণ তাদের দুই একজনের নাক ডাকার রেকর্ড আমার কাছে আছে

সে কি অমানুষিক ডাক !! কহতব্য নয় !

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

ঢাকাবাসী বলেছেন: ঘুম আর ভ্রমন একসাথে, মজা পেলুম।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

নিমচাঁদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই

১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬

ইমরান আশফাক বলেছেন: গিন্নি ও অন্যরা বলে আমি নাকি প্রচন্ড নাক ডাকি যদিও হাতেনাতে কোন প্রমান আমি পাইনি। ভালো কথা, আমি জার্নীতে একদম ঘুমাতে পারিনা।

আর একটা কথা, এখানেই থেমে যাবেন না। আমরা অধির আগ্রহে পরবর্তী পর্বের জন্যে অপেক্ষায় থাকলাম।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

নিমচাঁদ বলেছেন: হ্যা , ঠিক বলেছেন আপনার মতোন আমিও জার্নিতে ঘুমাতে পারি না ,
পরে অন্য কিছু আসবে , ডেইলি তো আর এক ঘটনা ঘটে না ,
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

ভুল্কিস বলেছেন: হা ইশ্বর! সামান্য ঘুমের জন্য এতো কথা!!!!

কুনুদিন রশি পাইলেই বাইয়া উইঠ্ঠা পইরেন।

নিমচাঁদ চেহেরা মুবারক যুক্ত ছবি পুষ্ট ভাল হইছে :P

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

নিমচাঁদ বলেছেন: সেটাই ,
বাট এই চেহারা দিয়াও ষ্টীল নো ফিস এট নেট !!

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: লেখক বলেছেন: আপনি ভুল জানেন ,
এই ব্লগার নাক ডাকে না। আমি কখনো নিজের নাক ডাকা শুনিনি, তাই



হ ভাই, এইগুলান প্রপাগন্ডা! আমিও কুনুদিন নিজের নাকডাকা শুনিনি 8-|

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

নিমচাঁদ বলেছেন: আপনারটা সকাল ৯ টায় অন্ততঃ ৬ জন লোক শুনেছে , ফাহিম ত আউলা ঝাউলা হয়ে গেছিলো আপনার নাম ডাক শুনে , পরে আমি অভয় দিয়ে তাকে ঠান্ডা করেছি

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

পার্থ তালুকদার বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে । লিখেছেনও ভাল।

সেই ছোটবেলা,----- আমার মাকে ঘুম থেকে জাগিয়ে বলতাম- মা, তোমার নাক ডাকে।
মা বলতো- তুই মিথ্যা কছ পার্থ !!

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

নিমচাঁদ বলেছেন: মায়েরা কখনো মিছা কথা বলে না পার্থ তালুকদার, এই ব্যাপারে নিশ্চিত থাকেন

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই প্যাথেটিক :) :)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

নিমচাঁদ বলেছেন: সেটাই অভি

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

ফারিয়া বলেছেন: নাক ডাকা সবার অধিকার, এবং সবাই নাক ডাকে; অল্প বা বেশি!
কে্উ কেউ জানেনা কেননা তারা ঘুমে থাকে তখন! :D

ভিডিও করলে মজা হতো। কেউ আমাকে নাক ডাকি না বললে আমি ভিডিও দেখিয়ে প্রমান করে দেই। হাহাহা.... B-))

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

নিমচাঁদ বলেছেন: আমার কাছে বাকী তিনজনের মধ্যে দুইজনের নাম ডাকার সচিত্র বিবরণ রহিয়াছে ,আমার কোন ভিডিও তাদের করা হয় নাই , কারণ আমি নায়াগ্রাতে একা একটি কক্ষে ছিলাম

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: গিয়েছিলাম কাপ্তাই, জুম রিসোর্টে কাঠের পাটাতনের উপর দোতলা থাকার ঘর দেখে আমার অদম্য সাহসী(!) মনটা একেবারে দমে গেলো, শুধু মনে হতে থাকলো এই বুঝি ভেঙ্গে পড়ে একেবারে কর্ণফুলি হয়ে সোজা বঙ্গোপসাগরে চলে যাই। এই ভয়ার্ত অবস্থা নিয়ে গেলাম ঘুমাতে। হঠাৎ শুনি কেমন গুমগুম শব্দ, মনেহচ্ছে এই বুঝি সব ভেঙ্গে পড়ছে। ধড়ফড় করে উঠে বসলাম, সদ্য ভাঙ্গা ঘুমে একবার শুনি ডানদিক থেকে বিকট শব্দ আসছে আবার শুনি বামদিক থেকে। শব্দগুলোর উৎস আবিষ্কার করার পর রীতিমতো বিরস মনে বাহিরে চলে গেলাম। গিয়ে দেখি আরেক ভুক্তভোগী মুহিব জিহাদ সেখানে আগের থেকেই আমার জন্য অপেক্ষা করছে।

দ্রষ্টব্যঃ এই আওয়াজ ঘটিত সমস্যার সাথে কেউ মামুন ভাই আর নিম চাঁদ ভাইয়ের সম্পর্ক খুঁজে পেলে তার জন্য কুনোব্যাঙ দায়ী নহে

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

নিমচাঁদ বলেছেন: এই রকম ডাহা মিথ্যা বলিলে সুনামী নাজিল হইতে পারে কুনো ।

তোমার নাক ডাকা আমি কেনো , অনেকেই শুনেছে কারন আমি প্রায় সারা রাত ই অঘুমা ছিলাম

২০| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
প্রথমত, ব্লগে আপনাকে আবার ফিরে পেয়ে অনেক ভালো লাগছে।! আন্তরিক স্বাগতম প্রিয় নিম দা!! :) :)

দ্বিতীয়ত, আপনাকে গাড়ির পেছনের সীটে দেখতে ঠিক অভ্যস্ত নই। এই ব্যাপারটি আমার কল্পনার সাথে যায় না। আমি আনন্দিত এই ঘটনাটি লাইভ আপনার মুখ থেকে শোনার অভিজ্ঞতা হয়েছে।

তৃতীয়ত, নাক ডাকার ব্যাপারে মামুন ভাইয়ের প্রথম স্থান নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে, তাহলে ব্লগিং ছেড়ে দিতে হবে! B-) B-)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৪

নিমচাঁদ বলেছেন: প্রথমত ব্লগে ফিরে আসছি সামনে ব্লগার ডে আছে , সেই জন্য একটু লাইম লাইটে থাকা আর কি

দ্বিতীয়ত , গাড়ী যিনি চালাইতেছেন উনার ধারণা উনি মাইকেল সুমাখারএর চেয়ে ভালো চালক , এই জন্য আইসের ভিতরে উনি চাকাতে ৪৭ হাওয়া দিয়ে আমাদের নিয়ে গেছেন, আই ৯৫ হাইওয়েতে চাকার মধ্যে বরফ জমে , গাড়ী স্কিড করতেছিলো ।কোনোভাবেই গাড়ী কন্ট্রোলিং এ না আনতে পেরে উনি পরে পেন্সিল্ভ্যানিয়াতে রাত কাটানের ডিসিশন নেন । চাকার হাওয়া দেওয়া উচিত ছিলো ৩২ , কিন্ত একজন তেড়া বিশেষজ্ঞ , ঈশ্বরের চেয়ে ও বেশী বুঝেন ।
তৃতীয়ত, মামুন ভাইয়ের ব্যাপারে তুমি যা বলেছো , সেটা খন্ডানোর ক্ষমতা এই ভূ-জগতে কারো নেই

২১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০০

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~রসালো ভ্রমন কাহিনী ।

২২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: এইবার আসল কাহিনী বের হয়ে গেছে । আসলে এখন বুঝি আপনে কেনু রাতের পর রাত ব্লগে পইরা থাকেন !

শোবার ঘরের দরজা কেনু বন্ধ থাকে !! =p~ =p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫

নিমচাঁদ বলেছেন: আমি ভুতে বিশ্বাস করি না
কিন্ত ভুতে ভয় পাই, এইটা অনেক পুরানা ঘটনা

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৩

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :) :) :)

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:০১

বৃতি বলেছেন: স্নো ভালো পাই :) এই শীতে ভ্রমণ করলে রাস্তাঘাটের ৬ ফুটি স্নো'র ছবি দিতে পারতেন।

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৪

নিমচাঁদ বলেছেন: সবার জন্য সব কিছু ঠিক না , আপনাদের জন্য এমেরিকা ঠিক আছে কিন্ত এই গরীবের জন্য এই দেশ ছাড়া আর কোন জায়গা ফিট নয় ।মোটামুটিভাবে সন্তুষ্ট চিত্তে বেঁচে থাকা নিয়ে হলো কথা , এতে কে কোন গোলার্ধে বাঁচলো , সেটা বড় কোন ইস্যু নয় ।
আমি স্নো পছন্দ করিনা , নেহায়েত গত শীতে কাজ ছিলো বলে গিয়েছিলাম , এই শীতের টিকেট ক্যান্সেল দিয়ে দিয়েছি ।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

বৃতি বলেছেন: আর নাক ডাকার ব্যাপারে কিছু বললাম না। ব্লগাররা নাক ডাকতে পারে, এটা কেন যেন আমার বিশ্বাস হয় না /:) /:) /:) B-) B-)

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

নিমচাঁদ বলেছেন: সহমত, কথাটি আসলে ও বিশ্বাসযোগ্য নয় ।

মার চেহারটা দেখুন , এই রকম শান্ত শিষ্ট লোক কি নাম ডাকতে পারে ?

উড ইউ বিলিভ ইট !!!

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: Ami kokhono snow pora dekhini... San Diego te ashar por khub ichca hoyachilo NY jabo...kintu r holona,deshe ferar ghonta beja jachce....jaihok, apnr lekha pore virtually ghure ashlam kicu simoyer jonno..... Thxxxx

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

নিমচাঁদ বলেছেন: আমেরিকায় থাকেন কিন্ত নায়াগ্রা আর নিউওয়র্ক দেখেন নাই --
জিনিশটা ঢাকায় থাকেন কিন্ত গুলিস্তান আর হাইকোর্ট চিনেন না ব্যাপারের মতোন ।এই গুলা হালাল করে আসেন নইলে দেশে আসলে মুখ দেখাতে পারবেন না কইলাম

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:




ভ্রমণে আপনি ঘুমিয়েছেন সেটাই তো বিশ্বাস হয় না তার উপর আবার নাক ডাকা এটা তো সম্ভব !


@কাভা, মামুন ভাই নাক ডাকায় প্রথম আর তুমি তৃতীয় সেটা আমি জানি কিন্তু দ্বিতীয় জনটা কে সেটা জাতি'র জানার অধিকার আছে :-0 :-0 :-0

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

নিমচাঁদ বলেছেন: দ্বিতীয় জন কে এ ব্যাপারে আমরা মাথা না ঘামাই , কি দরকার হৃদয় খুড়ে বেদনা জাগাতে !!

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

বিডি আইডল বলেছেন: তুষার ঝড়ে পড়েন নাই সেই জন্য মুরগী সদকা দ্যান...

এই শীতে কি করেন এখন এইদিকে?

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

নিমচাঁদ বলেছেন: এইটা এই জানুয়ারীর ছবি ,আমারে কি পাগলে পাইছে এখন আপ্নাগো দেশে যামু !!
তবে তুষার ঝড়ে পড়ছিলাম একবার , সেটা অন্য দিনের জন্য তুলে রাখলাম

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! শীত,ভুতঘুম আর নাকডাকা মিলিয়ে চমৎকার ভ্রমণকাহিনী!

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

নিমচাঁদ বলেছেন: তবে আমার জন্য চমৎকার ছিলো না ,
ঠিক মতোন ঘুমাইতে পারি নাই , আশেপাশের লোকজনের প্রবল ঈর্ষা আমাকে আহত করেছে

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

আমি সাজিদ বলেছেন: ১) এম্নে কেউ নাক ডাকে ? :P :P
২) এলিয়েন আর ভূত ভয়ে কেউ ঘুমাতে পারে না শুনে হাসি পাচ্ছে।হেহেহ! এতোদিন ভাবতাম এই ক্যাটাগরিতে শুধু আমি একা।আজ পাইওনিয়ার পেয়ে গেলাম। :D

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

নিমচাঁদ বলেছেন: কিতা আর কইতাম !
এই ভুত ই আমারে খাইলো

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

আমি সাজিদ বলেছেন: ১) এম্নে কেউ নাক ডাকে ? :P :P
২) এলিয়েন আর ভূত ভয়ে কেউ ঘুমাতে পারে না শুনে হাসি পাচ্ছে।হেহেহ! এতোদিন ভাবতাম এই ক্যাটাগরিতে শুধু আমি একা।আজ পাইওনিয়ার পেয়ে গেলাম। :D

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

জাহিদ ২০১০ বলেছেন: আপনি পান এলিয়েন আর ভুতের ভয়, আর আপনার সাথের লোকজন পায় আপনার নাক ডাকার শব্দের ভয়

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

নিমচাঁদ বলেছেন: আরে পাশের লোকজন দুষ্টু ছিলো হে

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি ...

নাক ই যদি না ডাকল তাইলে ,কিসের পুরুষ :| :| :| :| :|

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

নিমচাঁদ বলেছেন: আমি এখনো বিশ্বাস করি আসল সুন্দরীরা টাক ওয়ালা, নাক ডাকে এমুন পুরুষ এখনো ভালোবাসে

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সোহানী বলেছেন: হাহাহাহা.. চমৎকার নাসিকা গর্জন সমগ্র :#) :#) :#) :#) :#)

ছবি সহকারে দারুন উপভোগ্য পোস্টে ধন্যবাদ সহকারে ++++++++

আর নাসিকা গর্জন কি জিনিস সেটা আমার বাবা-মাকে না দেখলে বুজতে পারবেন না.... প্রতিদিন সকালে দু'জন দু'জনকে বলে সারা রাত ঘুমাতে পারিনি তোমার জ্বালায়........ তাই আমি দু'জনেরটাই রেকর্ড করে শুনিয়ে তবেই ঝগড়া বন্ধ করেছি....... হাহাহাহা

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

নিমচাঁদ বলেছেন: হা হা হা

বাবা মা বয়স্ক হয়ে গেছেন , তাদের সেটা হতেই পারে , তবে আমার টা বিশ্বাস কইরেন না ,
এসব মিডিয়ার অপ প্রচার

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

কাউসার রুশো বলেছেন: ঘুমের উপর কিছু নাই। জয় ঘুম

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

নিমচাঁদ বলেছেন: হ কিন্ত আমাকে কেউ ঘুমানোর সুযোগ দেয় না , এইটাই সমস্যা

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

ডট কম ০০৯ বলেছেন: আপনার ভ্রমন কাহিনীর শুরুতে আমি ঘুমিইয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম ভ্রমন শেষ এবং আমার কমেন্টস ও করা শেষ।


যাক কষ্ট কম হইছে ঘুমাইতে ঘুমাইতে সব করে ফেলছি।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

নিমচাঁদ বলেছেন: আফনে কি আরমান ভাই নি ?

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

ধুম্রজ্বাল বলেছেন: মিলটন আর মাসুদের বদৌলতে নিউইয়র্ক-নায়াগ্রা-নিউইয়র্ক ড্রাইভ ছিল স্বপ্নের মত।
জ্যাকসন হাইটসের এই দুই সবুজ প্রান কে মিস করছি খুব

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৭

নিমচাঁদ বলেছেন: আমেরিকার হতভাগা বাঙ্গালী কারা জানেন ?

যারা জ্যাকসন হাইটস দেখে নাই ।

জিনিশটা এই রকম , যে আপনি ঢাকায় থাকলেন সারাজীবন , কিন্ত জীবনে কোনদিন শাহবাগের যাদুঘর দেখেন নাই ।

আমেরিকার মাটিতে পান খেয়ে হাতে চুন নিয়ে কোন বাঙ্গালী এক্মাত্র জ্যাকসন হাইটস এ দেখা যায়

৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৩

ডি মুন বলেছেন:
ঘুম ঘুম চোখে আপনার ভ্রমণ ঘুমকাহিনী পড়লাম।

আমি নাক ডাকি এই জিনিশ টা আমি কখনোই চোখে দেখি নাই , ইহা ডাহা মিথ্যা কথা । গাড়ীতে বসতে বসতে ভাবতে লাগলাম , এই সব ইনসমোনিয়ার রোগীদের নিয়ে আর জীবনে লং ড্রাইভে বের হবোনা ।আর তাছাড়া তিন জন একই মাত্রার মিথ্যাবাদী এবং হৃদয়হীন ও বটে ।

হা হা হা :) :)

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১০

খেলাঘর বলেছেন:

শীতে নায়াগ্রায় কেন?

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

নিমচাঁদ বলেছেন: শইলে চুল্কানি হইছিলো , গোছলের জন্য চিন্তা কইরা গেছিলাম

৪০| ২৭ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০০

মহান অতন্দ্র বলেছেন: খুব মজা পেলাম , বেশ লাগল :) কোন এক ছুটি্তে নায়াগ্রার পথে যাব একদিন ।

ভাল থাকুন ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
ঘুরে আসুন তবে মে জুনের দিকে , তার আগে না ।
আপনার সিরিজ পড়তেছি , অলমোষ্ট পড়া শেষ , আজকে কমেন্ট দিব

৪১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

নীরব দর্শক বলেছেন: শীত আর ঘুম ছোঁয়াচে রোগের মত। আপনার পোস্ট পরে শীত আর ঘুম দুটাই পাচ্ছে। বস বাসায় গেছে ঘুমাতে এই চান্সে দেখি একটা ন্যাপ নেওয়া যায় কিনা |-) |-) |-) |-) |-) |-) |-)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৭

নিমচাঁদ বলেছেন: আবার দেইখেন ন্যাপি ভিজাইয়েন না

৪২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভ্রমন ব্লগ টা চাঁদের মতই ফকফকা :!> :!> B-))

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৯

নিমচাঁদ বলেছেন: B-))

৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫০

খেলাঘর বলেছেন:


পানি কিন্তু গরম ছিলো।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৬

নিমচাঁদ বলেছেন: হ্যা , আমি যাবার তিন দিন পর নায়াগ্রা বরফ এ রূপান্তরিত হয়

৪৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: দেইখা আসলাম আপ্নের সাথে নায়াগ্রা ফলস ।
তয় ঘুমাইতে পারি নাই :P

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৭

নিমচাঁদ বলেছেন: :P

৪৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৬

খেলাঘর বলেছেন:


আপনি কুফা নিয়ে গেছেন, না হয় চলমান পানি কেন জমছে?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

নিমচাঁদ বলেছেন: বিপ্লবের বাঁশিওয়ালা , আপ্নের বিপ্লব সে বছর খুব ষ্ট্রং ছিলো , এ জন্য ও পানি জমতে পারে , আর শুনেন
ছবি দিয়া ব্লগিং করেন , এনোনিমাস থাইকা মেলা কথা কওন যায় ,প্রকাশ্যে আসেন , তখন দেখমুনে বিপলবের কি রকম গভীরতা ।

৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭

বাবাক বলেছেন: আমি একেবারে নতুন ব্লগার- ঘুমাতে ঘুমাতে সারাজীবন কেটে গেল- কিছুই পারি না।
আমাকে কিছু শেখাতে পারবেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

নিমচাঁদ বলেছেন: নাহ , নতুন ব্লগারের সিমটম পাইলাম না

৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

খেলাঘর বলেছেন:


আরেকবার নায়াগ্রা যাবার সময় হয়ে আসছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

নিমচাঁদ বলেছেন: হ , আপ্নএ যাইবেন লগে ?
বিপ্লব ঠান্ডার সাথে জমে যাবে

৪৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১২

বাবাক বলেছেন: আপনার বিভিন্ন লেখার ভেতর দেখলাম বিভিন্ন জামাতের কেসেট- বইপুস্তকের
রেফারেন্স ইত্যাদি- অনেক ছবিও-আপলোড করলেন কি ভাবে বুঝলাম না!!!
আরেকবার নায়াগ্রা যাবার সময় হয়ে আসছে।!
ভাবছি "বাড্ডা" .....থেকে .....dhakaর বাড্ডা থেকে আপনার সাথে এসে join
করবো!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

নিমচাঁদ বলেছেন: ভাই , আমি ক্যাচালের লোক না , অন্য জায়গায় গিয়া ঘুরেন গিয়া , পারলে বিষয়ভিত্তিক কমেন্ট করেন ।না পারলে , অন্য খানে মাল্টি দিয়া গুতান , নট ইন হিয়ার ,প্লিজ

৪৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

ফুলেরপাতা বলেছেন: ভাঙা আয়না, খোলা জানলা: নায়াগ্রা ফলস - সপ্তম আশ্চর্য্যের এক ...
kholaajanlaa.blogspot.com/2005/05/blog-post.html
Diese Seite übersetzen
15.05.2005 - ২০০৩ এর সেপ্টেম্বরের শুরুতে যখন কানেটিকাটের হার্টফোর্ডে পৌঁছাই তখনই মনে মনে বাসনা ছিল, যে কোনো ভাবেই হোক নায়াগ্রা ফল্স্টা একবার দেখে আসতেই হবে। শুনেছি মাত্র ৭-৮ ঘন্টার ... সেপ্টেম্বরের শেষ মানে "ফল" আসছে। হাইওয়ের দুধারের ... কোথায়ও বা মনে হয় কোনো শিল্পী ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে উঠে যাবার সময় তুলিটা মুছে নিয়ে গেছেন সবুজ পাতাগুলিতে। তাই গাছের .... কারণ ঐ বেচারী মুসলমান মেয়েটি এবারে ওর বড় ছেলেটির ক্ষিদে পেয়েছে জানিয়ে আরেকবার বাইরে যেতে চেয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

নিমচাঁদ বলেছেন: শেষের লাইন মাথার উপর দিয়া গেলো

৫০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাকি তিনজন আমার উপর মহা বিরক্ত ।কেন বিরক্ত সেটা আমিও জানি না

রহস্য বুঝলাম শেষে - নাক ডাকা । হি হি হি হা হা হা

৫১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৫০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহা হাহা হোহো.... ভল্লাগলো.. আরো ছবি হলে আরো ভাল্লাগতো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.