নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

হৃদয় ফ্রেম : সময়ের আগে এবং পরে

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

একই পোষাক , একই মানুষ , একই অভিব্যক্তি কিন্ত সময়টা কিছু আগে আর পরে ।
আমরা কি কি ধরে রাখতে পারিনা তার লিষ্ট অনেক দীর্ঘ ।
তাতে কারো হাতে সমর্পণ করা হৃদয় থাকে , কারো হাত ধরে থাকার স্মৃতি থাকে , কারো হাতের মমতার নেইল কাটারে নিজের ময়লা নখ কাটার স্মৃতি থাকে, থাকে খুব প্রিয় একজন মানুষ আর থাকে নষ্টালজিক স্মৃতিময় হারিয়ে যাওয়া বয়স ।
সময়ের স্রোতে আরো অনেক কিছু ধরে রাখতে না পারার বেদনা থাকে ,
কিন্ত কেউ কেউ আবার ফিরে না পাওয়া কিছু সময়,
হৃদয় ফ্রেমে চির বন্দি করেও রাখতে পারে ।

স্মৃতি এবং সময় কে পকেট বন্দি করার এই রীতি আমার মন কেড়েছে ।
আমি আক্ষেপ করেছি , ইস , আমার ও যদি এই রকম একটি ছবি থাকতো !


নতুন বছরের প্রথম পোষ্টে গত বছরের এই কামনাই থাকবে
'জগতের সকল প্রাণী এই বছরেও সুখী হউক ।'


মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আক্ষেপ বাড়িয়ে দিলেন ভাইয়া! এমন ছবি তো আমারও নেই!

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

নিমচাঁদ বলেছেন: আর বইলো না , এই রকম একটা ছবি থাকা মানে , এই জীবদ্দশায় নিজের কাছে নিজে অমর হয়ে যাওয়া

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

রিকি বলেছেন: বাহ মজার তো !! :) বয়সের পরিবর্তন শুধু, আর কিছু নাই---- সময়ের চক্রগুলো ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে !!! B-)

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

নিমচাঁদ বলেছেন: ্মানুষ নিজের যৌবনে , নিজেকে পার্শিয়ালী অমর ভাবে , অন্যকে বৃদ্ধ ভাবে , কিন্ত নিজে যে বৃদ্ধ হবে একদিন , হাতের পেশী কুচকে যাবে, মুখের গহবরে ভাজ পড়বে , সে কথা নিজেকে বিশ্বাস করাতে চায় না ।
এই ছবি ব্লগ সেই মনোভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখাল

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে। সময়ের পরিবর্তন শুধু। এরকম ছবি নিজের জন্য কালেক্ট করতে পারলে ভালো হতো

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

নিমচাঁদ বলেছেন: ইচ্ছে করলে উপায় হয় , চেষ্টা করে দেখুন , হবে

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

ব্যাক ট্রেইল বলেছেন: মাঝখানের লাইনগুলো খুব সুন্দর!

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

নিমচাঁদ বলেছেন: কিন্ত অন্তর্নিহিত বক্তব্য বেদনাদায়ক

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

বিষাক্ত ফাহিম বলেছেন: ছোটবেলার বন্ধুগুলোর সাথে বুড়োকালে মারা যাওয়ার আগে ছোটবেলার মত একটা ছবি তুলে যাওয়ার শখ ছিল অনেকদিনের...ছবিগুলি দেখে ইচ্ছে গুলো আরো দীর্ঘায়িত হল।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

নিমচাঁদ বলেছেন: আমার ও দীর্ঘশ্বাস পড়ে রইল

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

আবু শাকিল বলেছেন: আক্ষেপ!
এরকম কিছু ছবি থাকলে হয়ত ফেবুতে লাইক খেয়ে আনন্দে কটা দিন বেচেঁ থাকতে পারতাম।
আফসোসময় জীবন, বড়ই যন্ত্রনার!!!

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

নিমচাঁদ বলেছেন: আপনার আফসোস পূরণ হউক

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলোতে ভালো লাগা।

আক্ষেপটা থাকছে আমারও। এইরকম কোন ছবি নাই। :(
+++

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

নিমচাঁদ বলেছেন: আমার তো নাই ই নাই

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

সুমন কর বলেছেন: বছরের প্রথম পোস্ট মুবারক.... !:#P

সুন্দর সংগ্রহ। কেমন আছেন?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

নিমচাঁদ বলেছেন: হ্যালো সুমন , কমপ্লেন অনেক কিছু নিয়েই আছে , তবে তা পেশ করিনা কোথায়ও ।
সুখী বোধ করতে হলে সব সময় নীচে তাকাতে হয় ।
তাই তাকিয়ে আছি

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

লোকালয়ের আড়ালে বলেছেন: BACK TO THE FUTURE
BACK TO THE FUTURE 2 2011

আপনাকে ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগে শেয়ারের জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

নিমচাঁদ বলেছেন: আরো অনেক ব্লগ এবং সাইটে এই ছবি গুলা শেয়ার করা হয়েছে ,আমি সেখান থেকেই নিয়েছি ভালো লেগেছে দেখে ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ আইডিয়া........

নিজের জন্য তো পারলাম না...... দেখি ভবিষ্যতে .......

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

নিমচাঁদ বলেছেন: মানুষ এর মস্তিষ্ক এমনভাবে তৈরী সেটা খুব বেশী দীর্ঘ স্মৃতি মনে রাখতে পারেনা । আশা করি এই ইচ্ছার ব্যাপারটি আপনার স্মৃতি ধরে রাখবে

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
একই পোষাক , একই মানুষ , একই অভিব্যক্তি

নিমচাঁদ,
মানুষটা কি একই থাকে! মনে হয় না। সব বদলে যায় সময়ের সাথে ...
দরিদ্রপীড়িত দেশের দরিদ্র মানুষদের সময়ের স্রোত কোথ থেকে আসে আর কোথায় হারিয়ে যায়, এসব নিয়ে ভাবার টাইম কই ? বোঝার আবার ছবি কেডায় তুলবো গো...

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

নিমচাঁদ বলেছেন: পকেটে যথেষট পরিমাণ টাকা না থাকাটা ফিলোসোফি চর্চার বিষয় বস্তু হতে পারে কিন্ত এটা মানবতার জন্য অস্বাস্থ্যকর ।
আপনার যুক্তিটি না মেনে উপায় নেই

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

লোকালয়ের আড়ালে বলেছেন: একজন সিনিয়র ব্লগার হিসেবে আপনার জানা উচিৎ ব্লগে কোন পোষ্ট যদি শেয়ার করেন তাহলে তার রেফারেন্স দেয়া আবশ্যক।
পোষ্ট দীর্ঘ সময় ধরে স্টিকিতে ঝুলে ছিলো পড়া উচিৎ ছিলো - ব্লগ সংক্রান্ত কয়েকটি জরুরী বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

নিমচাঁদ বলেছেন: অনিয়মিত থাকার কারণে আপনার উপদেশ মূলক দ্বিতীয় কমেন্ট টি আগে চোখে পড়েনি , এখন পড়লো । যে ছবিগুলো দেওয়া হয়েছে এই গুলো ইন্টারনেটে ভাইরাল এবং সুপরিচিত । অসংখ্য সাইটে ছবিগুলো দেওয়া হয়েছে এবং ছবিগুলো আমি কোন তথ্য সুবিধার জন্য ও ব্যবহার করিনি । আমার লেখাটি ই ছিলো মূল ফোকাস , সেটিকে সমর্থনের জন্য ছবি গুলো দিয়েছিলাম ।

তারপর ও , আপনার উচিত এবং অনুচিতের ভান্ডারে আমি অনভিপ্রেত আঘাত করে থাকলে সে জন্য ক্ষমা প্রার্থী।নিয়ম মেনে চলার ক্ষেত্রে আমি সিনিয়রিটির কোন বেসম্ভব সুবিধা নিতে ইচ্ছুক নই , ধন্যবাদ ।


১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: আমার কোন ছাবি নাই ছোট বেলার। পোষ্ট ভাল লেগেছে

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ মজার তো! ইচ্ছা করছে নিজের ছোটবেলার অজস্র ছবির কোনটার মত পোশাক করে সেম পোজে ছবি করে রাখতে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.