নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজো ডানাভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবী রাখ...

বাব-উল-হাবীব

কে হায় বসিয়া অঙ্গভরিয়া গোধূলির মায়া মাখো?!

বাব-উল-হাবীব › বিস্তারিত পোস্টঃ

কাজের ছেলে - যোগীন্দ্রনাথ সরকার

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৬

'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দু’টি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।

পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,
ছিঁড়ে দেবে চুল।

'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দু'টি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।'

বাহবা বাহবা- ভোলা, ভূতো, হাবা
খেলিছে তো বেশ।
দেখিব খেলাতে, কে হারে কে জেতে,
কেনা হলে শেষ।

'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
ডিম ভরা বেল, দু'টা পাকা তেল,
সরিষার কৈ।'

ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে,
ঘোষেদের ননী:
আমি যদি পাই, তা হলে উড়াই
আকাশে এখনি।

দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দু'টা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল,
মুসুড়ের কৈ!

এসেছি দোকানে-কিনি এই খানে,
যদি কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে,
তাতে ভুল নাই!

দাদখানি বেল, মুসুরের তেল,
সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু'টা পাকা ডাল,
ডিম-ভরা দৈ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৬

ঘটক কাজী সাহেব বলেছেন: ঘুড়ির দাম আডানা পয়সা =p~ =p~ =p~ তাও আবার বাজারের পয়সা মাইরা :P কুডি কালে :-B

২| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:০৯

বাব-উল-হাবীব বলেছেন: হু। সুন্দর বলেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.