নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Romania

I am Bangladeshi

Romania › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও অনলাইন আউটসোর্সিং !!

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

বর্তমান পরিস্থিতি, মন্দা ও বেকারত্তের বাজারে অনলাইন আউটসোর্সিং একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার উজ্জল মাধ্যম হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে বাংলাদেশকে উন্নতির পথে আরো এক ধাপ অগ্রসারিত করা সাথে প্রযুক্তি নির্ভর যুব সমাজকেও। সুতরাং এইখাতে একটি শক্ত ভিত তৈরি ও প্রফেশনাল ক্যারিয়ার গঠনের জন্য “দেশ আইটিতে ” তিন মাসের একটি বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সটিতে প্রথম দুই মাস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর উপর বেসিক থেকে এডভান্স ট্রেনিং দেওয়া হবে, পরবর্তি এক মাস অনলাইন আউটসোর্সিং এর উপর ট্রেনিং দেওয়া হবে। স্টুডেন্টদের সুবিধার্থে কোর্স দুইটি পরিচালনার জন্য দুইজন দক্ষ ফ্রিলেন্সার দ্বারা ক্লাস নেওয়া হবে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও অনলাইন আউটসোর্সিং এর কোর্স মেটেরিয়াল নিন্মে আলোচনা করা হলো-



ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ শিখানো হবে- বেসিক থেকে এডভান্স এইচটি এম এল এবং সি এস এস, জাভাস্ক্রিপ্ট, ফটোশপ ওয়েব এলিমেন্টস ডিজাইন, এনিমেটেড ব্যনার ডিজাইন, ডাইনামিক মেনু ডিজাইন, ড্রিমওয়েভার, ডিভিশন ট্যাগ, পিএচপি-মাই এসকিউএল সাথে ওয়েব সিকিউরিটি, সি এস এস ওয়েব টেম্পলেট ডিজাইন, লাইভ প্রজেক্টের উপর কাজ এবং সিপ্যানেলে আপলোড বা ডোমেইন-হোস্টিং।



অনলাইন আউটসোর্সিং এ শিখানো হবে- Odesk.com, Freelancer.com, elance.com, guru.com এ স্ট্রং প্রফাইল, কাভার লেটার, বিডিং পদ্ধতি, কাজ পাওয়ার পদ্ধতি, বায়ারদের সাথে কমিউনিকেশন, কাজ পাওয়ার পর শেষ করে কিভাবে বায়ারদের একাউন্টে আপলোড করতে হয়, বায়ারদের রিভিউ দেওয়া, ফ্রি মাস্টার কার্ড, অনলাইন ব্যাংকিং পদ্ধতি সহ সকল প্রকার সাজেশন এবং প্রাকটিকেল কাজের সুবিধা দেওয়া হবে। কোর্সের যাবতীয় লেকচার সিট এবং সফ্টওয়ার ফ্রি দেওয়া হয়। কোর্স শেষে লাইফ টাইম হেল্প করার সুবিধা প্রদান করা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.