নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমি মানুষ নামক জীব। যে কিনা অন্যান্য জীব থেকে আলাদা সত্বা নিয়ে জন্ম গ্রহন করেছি। যার মস্তিষ্ক নামক একটা যন্ত্র আছে যার প্রচেষ্টায় আজিকার এই বিশ্ব সুন্দর। আমি চিন্তা করতে পারি, ভাল মন্ধ বুঝার ক্ষমতা আছে আমার, সু-চিন্তা আর কু- চিন্তা এই দুইটাই আমার মেধ্যে বিদ্যমান এই জন্যই হয়তো চিন্তার প্রয়াসটা যদি প্রজিটিভ হয় আমার ভাল লাগে আর যদি তার উল্টোটা মানে নেগেটিভ তাইলে গেল!
১.আচ্ছা এই প্রজিটিভ আর নেগেটিভ এই দুইটাত পরষ্পর বিরোধী তাই না?
২.যদি তাই হবে তাইলে আমি কেন নেগেটিভ এর দিকে ধাবীত হব, কেন আমি উল্টা ক্ষুপরীতে সোজাটাকে গোল করে নিব?
৩.আমার প্রয়োজনিয় যা দরকার তা নিয়ে চিন্তা না করে অন্যটা নিয়ে কেন আমার মূল্যবান সময় নষ্ট করব?
৪.সত্য মিথ্যা এই দুইটা ই স্পষ্ট যা সত্য চিরন্তন যেনেও কেন মিথ্যাটা গ্রহন করব?
অতি সাপ্রতিক ঘটে যাওয়া একটা বিষয় ভাবতে গিয়ে এই লিখাটা লিখতে চাইলাম।আমরা এই বিজ্ঞানের যুগে বসবাস করেও গুজব বিশ্বাস করছি!চাদেঁ কাকে দেখা গেল এই নিয়ে কত কি!!!
এখন আপনি কি বলবেন, চাঁদে মানুষকে দেখা যায়? যদি দেখাই যায়। আপনি বিশ্বাস করবেন! না যারা যানেন চাঁদ মানুষের মত ছোট্র একটা বস্তু নয় তারা হয়তো এইটা কোন ক্রমেই বিশ্বাস করবেন না।যদি আপনি বিশ্বাস করছেন না তাইলে অন্যজন বিশ্বাস করবে কেন?
অনেক ই এই বিষয়টা নিয়ে গোজব রটাচ্ছেন আর সুবিধাভোগিরা করছেন কি ? রাজনীতি নামক পচা খেলা।
৫.এই খেলা ,কত দিন আর চলবে?
৬.আমি কি তা হলে পশুতে রুপান্তরিত হব নাকি আমার চিন্তাশক্তি পশুচিন্তাতে পতিত হবে?
সবাই আশফুল মাখলোকাত সৃষ্ট সেরা জীব এই যেমন সত্য আমরা অলীক কিছু থেকে জন্ম গ্রহন করিনি এইটাও সত্য। আমাদের রব আছেন। আল্লাহ ই আমার রব। আমরা সবাই ওনার কাছে আমাদের খেফাজত কামনা করি।
©somewhere in net ltd.