| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহমুদুর রহমান সুজন
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
ব্লগ কে ব্লগার হওয়ার যুক্তিটা এমন ই ছিল যে কিছু মুক্তমনার লেখক তাদের জ্ঞানের প্রসারের কিছু প্রতিছবি আকবেন।আমার মতো মূখ্যমানবরা তা দেখে সভ্যতা সম্পর্কে জ্ঞান অর্জন করবো এই ছিল প্রত্যাশা। আর এখনত দেখছি রাজনীতি যে নীতিতে সবাই পটু। যে যার মতো চিন্তা করছেন । কেহ কাউকে বাশঁ দিচ্ছেন গালির মতো বাঝে কিছু দিয়ে আবার কেহ কারো দোষ খোজার আয়োজনে মহা ব্যাস্ত।
এই এই খেলার শেষ কোথায় কে জানে!আবার কেহ কোথায় কি দেখেছেন তা শিয়ার করতে ব্লগ এর পেইজ ভরছেন। আবার নানান বাহারী এ্যাড দিচ্ছেন এখানে বাহারী রকমের টক জাল হিংসা পাওয়া যায় ।এই যদি ব্লগারদের কি টাইপো হয় । আমার মত রামছাগল মার্কাদের কি হবে?
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১
ডরোথী সুমী বলেছেন: ঠিক বলেছেন। একারনেই আমরা ভাল লাগার বিষয়গুলো থেকে বঞ্চিত হই।