নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
একটি চিকন 'ব্যাথা' ২০ বছর পুষেছি
নিজের করে আগলে রেখেছি
কাউকে জানতে দেইনি কি সে ব্যাথা।
জানতে দেইনি বলে
বন্ধুরা সবাই বলে অভিমানী বালক
বড্ড জীদ এটেছে
নিজের কথা বলতে চায়না
কষ্ট পোষে বুকের ভেতর!
কিন্তু কেন?
আমিত আমার ব্যাথাই গোপন করেছি
এতে তোমাদের কি?
আমি আমার এই ব্যাথার মাঝে
কান্ডারী খুজেছি ।
ইচ্ছা ছিল একদিন কাউকে বলব
কিন্তু যাকে বলতে চাই
সে কি বুঝবে আমার এই ব্যাথার দরদ!
কষ্টের কি রং আমি জানি!
স্বপ্নগুলো আমার জাপসা দেখাই,
অলীক ভাবনা মনের সংগোপনে নিছক ঝুড়িতে রাখি।
কষ্টের ঘুড়ি ওড়াই
ঝির ঝির বাতাসে দোল খায় আকাশে
আমি পুড়ি কিসের দহনে ঘুড়ি কি জানে
ইচ্ছে ঘুড়ি শুতো ছেড়ে চলে যায় দূরে সে কোন সে দূরে
নীল ঘুড়ি, আকাশ নীল, সাগরের জল নীল
আমার দুঃখ নীল মিলেয়ে যায় অচীন পুড়ে।
এখন দেখি প্রিয়ার শাড়ীর আচল ও নীল।
কি সেই ব্যাথায় নীল করে আমায়
শুনাতে এসেও পারিনি
আমার ব্যাথা আমারি রয়ে গেল।
২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭
সায়েদা সোহেলী বলেছেন: আপনিতো লাকি! ! ২০ বছর কস্ট লুকানোর পরেও অভিমানী বালক উপাধি পাওয়াটা সত্যি বিরল! !
শুভেচ্ছা রইলো
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর!!
ব্যথার বিষণ্ণ কাব্য ...
শুভেচ্ছা থাকলো অনেক ।।