নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আরেক বার
দেখা হবে কি
বটতলে ..... যেখানে বৃষ্টি দাওয়া খেয়ে মাথা গোচায়েছিলাম
আবার ঐ মেঠুপথ ধরে
রাজার খালের ব্রিজ এ.........
বাই সাইকেলের পেডেল গোরাতে গোরাতে
হেটে চলা পথিক মেয়েটির মুচকি হাসি ভরা
ডাগর ডাগর আখিঁ যোগল
নিমেষেই পড়া যেত হাজার বছরের প্রেম
পরিক্ষা শেষে শত জনের ভীরে
খুজে নেওয়া তোমাকে
২০টি বছর পরে আজো
হারানো স্মৃতি আজ
মনের গহিনে নোংর করে
দেখা হবে হয়তো
সেই তুমাতে না
কালো হিজাবে ডাকা অচেনা কারোর
নয়তো পথিক ভেবে চেহেরা লোকানোর মত দৃশ্য
মাজে এতটি বছর
মনে নাই চেহেরা
হয়তো বিশাল পরিবর্তন
মোহনাতে মিলছে ভানের জলে ভেসে আসা কত খরকুটু
মিলছে না যাকে হারিয়েছি ২০ টি বছর আগে
দেখা হবার প্রত্তয় চিত্তে
ব্যাকুলতায় হৃদয় আজও
আকুতিতে ভালবাসার দাবিদার
প্রেম শুন্যালয়ে
আধারে জাবর কাটে
২| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: thanks for readdown
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল +++