নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এই কি,
আবার হায়েনা!
বাতাসে বারুদের গন্ধ
আবার ও সারি সারি লাসের স্তোপ
বাতাশে ভেসে আসছে গলিত লাসের দুঃগন্ধ
অনামিশার অশণী সংকেত
সভ্যতার বিচরণ ভুমি
এ কোন ভর্বরতায় মত্ত
কোটি প্রান
অনিশ্চিত জীবন
যদি ও দাবি
মোরা সভ্যতার বাহক
যদিও নিজেদের পতাকা বহন করি
স্বশ্রদ্ধ অবগাহনে
তবে কেন পারিনা পৃথিবী কে বহিতে হৃদয়ে
জন্মেছি এ মাটিতে মাটি আমার মা
এ মাটিতে জন্মানো প্রতি জনই আমার ভাই
সভ্য হবে তবেই যবে
অত্যাচারিতদের কান্ডারী হবো
তবে এ দার্ত্রি দিবে
তার নিচে মাথা গোচার ঠায়।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
আরজু পনি বলেছেন:
প্রকাশের ভাবটা খুব ভালো লেগেছে ।
বানানের ব্যাপারে আরো একটু যত্নবান হবেন আশা করি ।
শুভকামনা রইল ।।