নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

একটু জেনে রাখুন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

কি ভাবে আপনি আপনার ইউ এস বি কে বুট এবল উনডোজ ৭ করবেনঃ

আসুন একটু জেনে নেই:-

প্রথমে যা করতে হবে আপনাকে একটি 4 GB USB PEN DRIVE থাকতে হবে।

তার পর WINDOWS 7 SETUP DVD থাকতে হবে হাতের কাছে।

তাহলে চলুন এবার আমরা একটা WINDOWS 7 BOOTABLE PEN DRIVE

তৈয়ার করিঃ

প্রথম ধাপ: পেন ড্রাইভ টি WINDOWS 7 করা আছে এমন একটি পিসি অথবা নোট বোক এ লাগাই।

২য় ধাপ: স্টার্ট বাটন থেকে ওপেন করি Command prompot or powershell

৩য় ধাপ: Command prompot ডস ফিল্ড এ টাইপ করি DISKPART ইন্টার চাপি।

এপ পর List disk টাইপ করে আবার ও এন্টার চাপি।

এখন দেখাবে যতগুলো ড্রাইভ আছে তার লিষ্ট।যেমন; Disk 0/disk1/disk 2

এখন টাইপ করি Select disk1 এন্টার চাপি।

৪র্থ ধাপ:

Clean এন্টার

Creat partition primary এন্টার

Select partition1এন্টার

Active এন্টার

Format FS=ntfs quick এন্টর চাপি

assign এন্টর চাপি

Exit টাইপ করে বের হয়ে যাই।

ধাপ ৫:

WINDOWS 7 SETUP DVD টি DVD রোমে ঢুকাই

এরপর টাইপ করি H: এন্টার চাপি

Cd boot এন্টার চাপি

Bootsect.exe/nt60 G: [ note G is your USB letter) এন্টার চাপি

কপি হয়া পর্যন্ত অপেক্ষা করি ।

Exit লিখে বের হযে যাই।

এবার হয়ে গেল আপনার পেন ড্রাইভ থেকে উন্ডোজ ৭ সেট আপ ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

বুঝিনাই বলেছেন: চমৎকার পোস্ট :) :) :)

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজে লাগলে খুশি হব।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

রাখালছেলে বলেছেন: কাজের কাজ করেছেন । :-B

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

প্রিয়তে রাখলাম, দেখি কাজে লাগাতে পারি কি না ।

অনেক ধন্যবাদ রইল :D

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বুদ্ধি ভালা...... তয় সফটও আছে এই কামের লাইগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.