নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
কি ভাবে আপনি আপনার ইউ এস বি কে বুট এবল উনডোজ ৭ করবেনঃ
আসুন একটু জেনে নেই:-
প্রথমে যা করতে হবে আপনাকে একটি 4 GB USB PEN DRIVE থাকতে হবে।
তার পর WINDOWS 7 SETUP DVD থাকতে হবে হাতের কাছে।
তাহলে চলুন এবার আমরা একটা WINDOWS 7 BOOTABLE PEN DRIVE
তৈয়ার করিঃ
প্রথম ধাপ: পেন ড্রাইভ টি WINDOWS 7 করা আছে এমন একটি পিসি অথবা নোট বোক এ লাগাই।
২য় ধাপ: স্টার্ট বাটন থেকে ওপেন করি Command prompot or powershell
৩য় ধাপ: Command prompot ডস ফিল্ড এ টাইপ করি DISKPART ইন্টার চাপি।
এপ পর List disk টাইপ করে আবার ও এন্টার চাপি।
এখন দেখাবে যতগুলো ড্রাইভ আছে তার লিষ্ট।যেমন; Disk 0/disk1/disk 2
এখন টাইপ করি Select disk1 এন্টার চাপি।
৪র্থ ধাপ:
Clean এন্টার
Creat partition primary এন্টার
Select partition1এন্টার
Active এন্টার
Format FS=ntfs quick এন্টর চাপি
assign এন্টর চাপি
Exit টাইপ করে বের হয়ে যাই।
ধাপ ৫:
WINDOWS 7 SETUP DVD টি DVD রোমে ঢুকাই
এরপর টাইপ করি H: এন্টার চাপি
Cd boot এন্টার চাপি
Bootsect.exe/nt60 G: [ note G is your USB letter) এন্টার চাপি
কপি হয়া পর্যন্ত অপেক্ষা করি ।
Exit লিখে বের হযে যাই।
এবার হয়ে গেল আপনার পেন ড্রাইভ থেকে উন্ডোজ ৭ সেট আপ ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজে লাগলে খুশি হব।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
রাখালছেলে বলেছেন: কাজের কাজ করেছেন ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
আরজু পনি বলেছেন:
প্রিয়তে রাখলাম, দেখি কাজে লাগাতে পারি কি না ।
অনেক ধন্যবাদ রইল
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বুদ্ধি ভালা...... তয় সফটও আছে এই কামের লাইগা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
বুঝিনাই বলেছেন: চমৎকার পোস্ট