নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

সরল চিন্তা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮

প্রজ্ঞাহীন মস্তিষ্ক আমার

নিঃসরন নিয়রন সেলে

হাজারো রং এর খেলা

আধার আর আলোর খেলা বুঝি

বুঝিনা তোমার রঙ্গের খেলা



কি খেলা খেল তুমি

বসে নিরালে

কি ভাব দিয়েছ হৃদয়ে যুগলে

আমি তোমাকে খুঁজি

তোমাকে পাব বলে

সপ্তষি গুনে রাখি কৃষ্ণ কলি রাতে

তুমি আছ কোথায় আছ

জানি না বেশী বটে

জানি শুধু তুমি স্রষ্টা সৃষ্টি আমি

এই ধুলির তটে।



সাগর মহাসাগর দেখে

মনে হয় এও তোমার সৃজন

যে সৃজিলে বিশাল মহালয়

তরু, বৃক্ষ তনয়

মাটি, বাতাস, আগুন পাহাড়

এগুলোর কোনটাতে না দেখি তোমার সৃষ্টির বাহার

তুমি সবার উপরে ,একক,অদ্বিতীয় তুমি রব আমার

জীবন তোমার হস্তে মরন ও তোমার হস্তে আমার কি সাদ্য বুঝিতে

তোমার খেলা



বেকুব নাদান আমি

জ্ঞানের বড়াই করি

আমি নিজে কি জানি

কে আমি

কোথা হতে এলাম

আবার কোথায় যাব চলে









মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!


+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কবিতা,,,,,,ভাল লেগেছে বেশ,,,,,,,,,,,,,,,,,

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ আপুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.