![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
শুধুই নিভৃতে অাপনজনদের খোজা
বোকা কাকের মত
চালাক সাজা
যাকে নিজ হাতে দাফন করেছি
যার চিতা জালিয়ে ছাই ফেলিছ নদীর জলে
তাকে খোজি নিরালে
আপন যে ছিল , সবচাইতে আপন
বুকের মধ্যে ছাপা প্রতি -ছবি
অনায়েসে খোজে যায় তাকে
বোকা মন মানেনা বারন
তাইত আমি পথে - ঘাটে
হাটে - রাস্তার মোড়ের
পাগলি সুসমিতা
মনের মাঝে নিরন্তনত এই খেলে যাওয়া
কর্মবদি অামার স্নায়ু গঠিত খেলা মাত্র
লোকালয়ে নিজেকে আড়াল করে থাকতে আমি চেয়েছি
চেয়েছি অন্ধকারে ঘরের কোনে বসে তাকে খোজতে
নির্জনে বস- বাস করতে চেয়েছি
রাস্তায় কে নিয়ে এল
কোন পথিক কি পথ দেখিয়েছিল অামায়
সবাইত মূখ লোকায়ে পালিয়ে যায়
আমার বিবস্র দেহ অপারগতার স্বাক্ষি এই আমি
দুষ্ট জনদের লুকিয়ে অামার কামাতুর অঙ্গ পতঙ্গগুলো উপভোগ করা
আর ঠুটের আড়মোড়া রহস্য হাসি
একটু কাছে আসার ভংগিতে
সবার কাছ থেকে আলাদা করে নিয়ে নিজের করে একটু কামতার ভাসনা
এই সমাজের কতজনের ছিলনা
আমার কতটুকু রুপ ই বাকি আছে
যার এখনো উপভোগ্য
আমি বিচ্ছিন্ন জনতার মাঝে এক তামাশার ব্স্তুতে রুপান্তরিত হই
আমার অপারগতা
তোমাদের দুষ্ট সমাজ মনে করে নষ্টা আমি
আমাকে এই নষ্ট জগত কে দিল
এক নষ্ট জগতের বাসিন্দারা কোর্ট পড়ে
দামি সুগন্ধিতে নিজেকে যতই আড়াল করে
মিটি মিটি দিপের আলোতে তাদের ভাল করেই চিনা যায়।
এখনো সন্ধার প্রীদম জ্বলে
আমি এখনো ফুরাই যাইনি তবে
কেন কিছু লোক আমাকে অবহেলা করে
অাবার কেহ কাছে পেতে চায় সবার আড়ালে
এই দর্শন ভাবনা পাগলি কাছে কি দাম!
হয়তো অসহ্য নির্যাতন সহ্য না করতে পেরে একদিন বিচ্ছিন দেহ পড়ে থাকবে পথের মোড়ে
আবারো একি অবহেলা
কেহ ফিরে ও তাকাবেনা পাগলির দিকে
আমি পড়ে থাকব আবর্জনার পচা দুগন্ধ হয়ে
©somewhere in net ltd.