নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
অাজি এই হরষ দিনে
এক মুঠো ছন্দ লয়ে
ঘুরি পার্কে, রেস্তুরা
পথের মোড়ে
যেখান দিয়ে যায় শত-সহস্র মানব মানবী
যাদের সাথে করব ফেরী
এই করেই আমার সকাল কিংবা ঘুধুলী বেলা কেটে যায়
সব শেষে ফিরি শূন্য হাতে
এত মানুষের মাঝে সওদা করার মিলেনা কেউ
হতাশ আর অভিমানের মলিন চেহেরাই
টকবগে পঁচিশ পাড়ি দেওয়া যুবককে খুজা বড়ই কঠিণ
হেরে যাওয়া মরে যাওয় নয়
আবারো সেই পথ...
যেখানে দেখা হতে পারে
এত অগনিত মানুষের মাঝের একজন
আমার ছন্দে পুলকীত হবে তার মন
হৃদয় রাঙ্গাবে সাদা রঙ্গের বেলী ফুলে
যার কাছে এক একটা ছন্দ হবে মেঘনাদের কাব্য
কবিতার নেশায় নীশি যার হবে উদ্বেল
সে আমি ফেরীওয়ালা কবিতা করি ফেরী
একজনের জন্য লিখা হাজারো পংক্তি
লাখো উপমা, তাকে খুজি
বিকায়ে দিব সব কবিতার সমাহার
যদি তাকে পাই ;বলে যাব সে না বলা কথাগুলো
যা এখনো কবিতার পংক্তি করিনি ।
২৯ শে মে, ২০১৪ রাত ১২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৭
আরজু পনি বলেছেন:
কবিতার ধরণ ভালো ।
বানানে আরেকটু সতর্কতা প্রয়োজন ।
অবশ্য আমার নিজের বানানেও অনেক ভুল থাকে...
শুভেচ্ছা রইল, সুজন ।।
১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক শ্রদ্ধা সহ ধন্যবাদ। বানান টা ভাল করে দেখা হয়নি, লেখার সময় অনেক ভুল ই হয়ে যায়। আর আমি এমনিতে বানাতে ভাল না। লেখাতেও কোথায়। চাই লিখতে কিছু মনে আসলে লিখে ফেলি।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
আরজু পনি বলেছেন:
অনেকদিন লিখছেন না, সুজন।
আশা করি লিখালিখিতে নিয়মিত হবেন ।।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লিখেছেন