নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

আবারো কিছু স্মৃতি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

অনেক দিন
অনেক বছর পর
স্মৃতিতে এটে থাকা
ধুলো জমা কয়টি বাক্য
ধূমড়ে দিতে পারে যুবকের বুক!

১৭ বছর !তখন কচি দুটি পায়ে গ্রামের মেঠু পথ পাড়ি দিত
দূরে কোথাও দাড়ায়ে দীঘল দু'টি আখিপাতে
খুজতো তার প্রিয়কে
সে আমি হতে পারি নাই বলে
নিজেকে লোকাতে চেয়েছিলাম কতবার
সহাস্য চঞ্চু দুটোতে গোলাপ হাসত
মনে হতো সে আমার কুঞ্জেরই সদ্যফোটা
চামেলী,বেলী কিংবা কসমস।

এই সত্যতি অবলোকনে নিজেকে অদ্ভুত
একজন মনে হলেও
মনে হয় আবার
জীবন চলার পথে
এই সব নানান ঘটনা স্মৃতি বা বিস্মৃতি হয়ে মানুষকে
জ্বালায় নিরবদি
আমার বেলা তার ব্যতিক্রম হবে কেন
সম্ভাসিত নিয়ত বলয়ে ঘুর্নণ চাকাটা ঘুরছেই
থামবে হয়ত সেইদিন
তুমি হয়তো হাউ-মাউ করে কাদতে না পারলেও
অশ্রুসজল চোখে মনের অজান্তে চোখ মুছবে তোমার দামী শাড়ির আচলে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন , কিছু বানান ভুল আছে , ঠিক করে নিবেন আশাকরি :)

ভালো থাকবেন :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আমার লিখাটি পড়ার জন্য, আর আপনার মুল্যবান মন্তব্যর জন্য।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগল । :)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
আশা করি ভালো আছেন ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৩:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপুনি, সময় করে ওঠতে পারিনা, প্রবাসে কাজের বফাকে একটু চর্চা। আপনাকে ধন্যবাদ আমার খবর রাখার জন্য। ঈদের শুভেচ্ছা রইল।

৪| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.