নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এতোকাল অপেক্ষা সইনা
ভুলে থাকাও যায়না
স্মৃতিতে এর্টে থাকা তুই
জালাস বড্ড আমায়
বল কেন এত কষ্ট দিস
কেন আসবি বলে আসিস না
ভালই যদি ভাসবি অামায়
তবে জ্বালা দিস কেন
তুই কি জানিস বন্ধু
এই অবলার দুঃখ কত
সাগরে জল যত
.......... তত
শুধু ভালবাসার অতল গহ্বরে
একাকিত্বতাকে সাথি করে
বেচেঁ থাকা কত সুখের
বুজতে তোর বাকি ঢেড়
তার পরে বলিস যখন ভাল বাসি
স্বপ্ন দেখি কিনারার
স্বপ্ন দেখি রংঙ্গীন ফোয়ারার
একটি সু্ন্দর ঘর
এক জোড়া হরিণ শাবক
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৩:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে নিরন্তন শুভেচ্ছা রইল।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৩:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগা আমার প্রেরনা।ধন্যবাদ আপনাকে
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪
লীনা জািম্বল বলেছেন: খুব আবেগ মাখা কবিতা ==দারুন ভাল লেগেছে
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেরীকরে উত্তর দেওয়ার জন্য দু:খীত। ভাল থাকবেন শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । শুভকামনা