নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
বাকীটুকু সময়
--------------------------------
আজ অন্ধকারে হাতরাইনা
আলো জোনাকীর জ্বলা বড্ড মিস করি
মিছে মিছে আশ্ষাসে দিন গুনতে ভাল লাগেনা
সময় ঘরিতে দেখিনা
গোছানো সব বইগুলো এলোমেলে করে
মেঝেতে ছড়িয়ে প্রচ্ছদ দেখে বুঝে নেই গল্প ভেতরের
টিভিতে গানের ভাংগার দেখেই মুগ্ধ হই গানে
বৃষ্টি ঝরে আওয়াজ নেই সেই
টিনের চালের রিম ঝিম
পুবালী পবণ বহে ঠিকি
প্রশান্তি কোথাই তাতে!
যুগ যুগের কাছে যেমন ফুড়ায়ে যায় ..
আমিও তেমন মিলিয়ে যাচ্ছি..
আকাশ, বাতাস, মেঘ, নদী ,
পাখির কুজন সকালে হাড়ানো স্মিগ্ধতায়
তিক্ত সকাল নিয়ে হাতরে পারি দেওয়া জীবনের কিয়ত সময়।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রশান্তি আসুক মনে এই প্রত্যাশা থাকলো
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার পোষ্টে সু- স্বাগতম জনাব।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুস্থ হোক জীবন যাপন। শুভকামনা।...........
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: কবিতাটি অনেক ভালো লাগলো। মাহমুদুর রহমান সুজন ভাই এই লিঙ্কে ক্লিক করুন
Click This Link
৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৮
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: দুঃখিত মাহমুদুর রহমান সুজন ভাই এই লিঙ্কে ক্লিক করুন
http://www.somewhereinblog.net/blog/kazijahir/30060918
৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া!
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমাকে ধন্যবাদ আপুনি, আমার লিখা পড়ার জন্য।
৯| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
বেঁচে থাকাই জীবনের বড় অংশ
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৯
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল। কিছু বানানে ভুল আছে।একটু সতর্ক হলে আরো ভালো হবে।শুভকামনা
১১| ১১ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: "জোনাকির জ্বলা বড্ডো মিস করি" - হায়, ছোট ছোট এসব অপার সৌন্দর্য থেকে আমরা নিজেদেরকে কিভাবে বঞ্চিত করেছি!
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগল কবিতা এলোমেলো আগোছালো।