নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

তুমারি জন্য

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

হৃদয়ে কার লাগি
বাজে বীনার লহরী
কার লাগি শুন্যতায় মন ছেয়ে যায়
কিসের কষ্টে বুকের মাঝখানে ব্যাথার তিব্রতা
অনেক বছর পার করে আসা এক যন্ত্রনার সাগর পারি দেওয়ার মত
বেচেঁ থাকার নিরন্তন এই রাত-দিন পার করা
যাকে বলি বিচিত্র জীবন
রংহীন স্বাদহীন বেচেঁ থাকা
তুমি বিনা এই আমি
আলো আর আধাঁরের কোন পার্থক্য খুজে পাইনা
চারদিক যেন এক ভুতম রাজ্য
ক্ষনিক যেন অচেতন মনে চেতনা
ফিরে দেখা আমার ৭টি বছর
তোমার জন্যই বেচেঁ থাকা
তোমার জন্যই অামি কথার মালা গাথি
এবার দেখাতে কাছে আেরো কাছে তোমার অন্তরের ফুল ফুটাব
তোমার খোপায় বেলী ফুলের মালা দিব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.