নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
একটি ভুল পাওয়া গেছে
You are banned from publishing newpost...
----------------------------------------
এইটুকু বুঝলাম না ..............
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই জবাবের জন্য।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
বাংলার ফেসবুক বলেছেন: সাহসী সন্তান ভাইকে ধন্যবাদ এটা আমার জনার অগ্রহ ছিল।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: কিন্তু ,পোস্টটা নির্দিষ্ট লেখার থেকেও বেশি অক্ষর ব্যবহৃত হয় তখন! -- এই কথা লেখা থাকবে কেন? You are banned from publishing newpost..
আমি হলেতো বুঝতাম ,আমাকে ব্যান করা হয়েছে!! আশ্চর্য-------!!
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি এরকমই বুঝেছি তবে কেন বুঝতে পারিনি!
তার কিছুক্ষন পরই আবার পোষ্ট হয়ে গেল।
হয়তো কারিকোলাম সমস্যা
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
আরজু পনি বলেছেন:
You are banned from publishing newpost..
এরকম হলেতো আমি কান্নাকাটি করে , ভুল বুঝে একাকার করতাম !
৭| ১৫ ই মে, ২০১৭ রাত ১:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি হলে কান্দাকাটি করে মামলা করতাম
১৫ ই মে, ২০১৭ রাত ১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন হয়েছে ভাই। কি আর করার। তারার মর্জি। থেমে থাকিনি। আছিতো লিখতে জানিনা বলে কি পড়তেতো পারি।
৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি আমি কান্দাকাটি করতাম। পলাশমিঞাকে এখনও ছাড়েনি মন্তব্যও করতে পারি না।
১৫ ই মে, ২০১৭ রাত ১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাদের ক্ষমতা অনেক। কি আর করার।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
সাহসী সন্তান বলেছেন: এইটা দেখায় তখন যখন আপনার পোস্টটা নিদ্রিষ্ট লেখার থেকেও বেশি অক্ষর ব্যবহৃত হয় তখন! সাম্যহোয়্যার ইন ব্লগে লেখা প্রকাশ করার একটা নিদ্রিষ্ট ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অতিক্রম করলে পোস্ট পাবলিস্ট হতে সমস্যা হয়! আশা করি বুঝতে পারবেন.....!! আমারও বেশ কিছু পোস্ট প্রকাশের ক্ষেত্রে এমন সমস্যা হয়েছিল।
এছাড়াও যদি অন্য কোন সমস্যা থাকে, তাহলে আপনি ফিডব্যাকে মডারেশন কে মেইল করতে পারেন?