নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমাকে একটি কবিতার পট দাও
যেখানে আমি কবিতার স্তবকে-স্তবকে ফুটাতে চাই
একরাশ বেগুনী বন ফুলের ঝাঢ়
যেখানে আকিঁতে চাই তোমার আর আমার পাঁচ বছরের প্রণয়ের
সুখ স্বপ্ন খচ্চিত একটি স্তম্ভ।
প্রথম ভাল লাগার পরিচয় ক্ষনে মাক্রোসেকেন্টে আবেগী মন
বাজিয়েছিল অর্ফিয়াসের বাশরি।
শরীরে ভেসে গিয়েছিল ছিচল্লিশ হাজার কারেন্ট ভোল্টেজ;
অতপর ।
তোমার লাজুক চেহেরায় ফুঠে ওঠেছিল
প্রেমে উচ্ছলিত এক স্বপ্ন সাগর,
প্রবিত্র প্রেমের এক নহর কেটে গেল বেশ কয়টি বছর ।
তারপর লিখতে হল বিষাদের কাব্য
তুমি আর অামি ব্যবধানের এক পাহাড়
তা ডিঙ্গানো কি সাধ্য তোমার
এবার কুয়াশার চাদঁরে আবেগী হৃদয়
হয়ে ওঠল আবছা স্মৃতি।
আমাকে একটি কবিতার নদী দাও
যেখানে আমি ভাসাতে চাই নীল রঙ্গা পাল তোলা তরী
অনেক দূরে অবগাহণে আমি মিলিয়ে যাই
আধারের গহ্বরে একাকী বিলীন আমি
পালে আমার দোল দেয় শরতের দূর্বল বাতাস
একটু একটু করে পাড়ি দেওয়া নৌকা অামার
গন্তব্য পোছাতে আরো কত কাল
শরৎ গেল হেমন্ত , শীত ও গেল
ফিরে এল বসন্ত
শুধু আমার ফেরা হলনা।
ছবি চয়ন সহব্লগার সাদা মনের মানুষ
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো সময় ক্ষেপন। আপনি পড়েছেন যেনে খুশি হলাম। ভাল থাকবেন।
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিয়েছেন তাহলে।
এখন তো শীতকাল। শরতের বাতাস কেন?
অনেক বানান ভুল আছে, ঠিক করে দিন।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আমার লিখাটুকু পড়ার জন্য। আমি আসলে তেমন লেখক না। আপনাদে মতো গুনি লেখকগন যখন আমাদে আঙি্গনায় আসেন তখন অনেক খুশি লাগে।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
জুন বলেছেন: সুন্দর আবেগময় কবিতা মাহমুদুর রহমান সুজন ।
ফেরা হলোনা কেনো ?? হবে নিশ্চয়
+
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমাকে নবর্ষের শুভেচ্ছা। প্রিয় ব্লগারদের কেহ যদি পোষ্টে আসে তখন অনেক পুলক জাগে। তুমিত তাদের একজন । তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ।
আর কবিতা চেষ্টা মাত্র পড়তে ভাল বাসি অনেক। সবাই লিখে তাই একটু আধটু চেষ্টা করি। একলাইনে কত ভুল তাও আবার লিখেন! আবেগত মনের একি কেমেষ্ট্রি । চলছি পথে খুজেঁ । ভাল থেকো অনন্তকাল।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: মনের আবেগ দিয়ে লেখা কবিতার কথামালাগুলো হৃদয় ছুয়ে গেল.......ভালোলাগা অবিরত
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই অাবেগ ছাড়া পুজি বলতে কিছু নেই। তাই ব্লগে এসে একে বারে কিছু না পোষ্টাইলে নিজেকে হীন মনে হয় । আবেগটুকু রেখে যাই কারুর ইচ্ছা হলে পড়বে না হয় না। অাপনাদের ব্লগ ওঠনে দেখলে অনেক খুশি হই।ভাল থাকবেন সবসময়।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই আপনার ছবিটি সুন্দর । আপনার ছবির ভান্ডার বিশাল। অাপনার সুন্দর মনের তারিফ করছি। প্রত্যাশা অামাদের জন্য শিয়ার করে যাবেন সুন্দর সব ভ্রমন পরে কুড়ানো চোখ জুড়ানো ছবি সব।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছি যেন শরতের বাতাসের সাথে এই ছবিটা বেশ যায়.......অবশ্যই নেট থেকে নেওয়া ছবি
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই কৃতজ্ঞতা রইল ছবিটির জন্য । আমারও ভাল লেগেছে ছবিটি। পাল্টিয়ে দিলাম । আবারো ধন্যবাদ জানবেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ছবিটি মনে হয় সঠিক কোড দিয়ে দেয়া হয়নি
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিটি ঠিক আপনার মতো করে দিতে পারছিনা। কমেন্ট থেকে সেভ করলে জেপিজি ফরমেট এ হয়। ২/৩ বার ট্রাই করলাম আপনার মতো করে আনতে পারলাম না।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আগের ছবিটাই দিয়ে দিন।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা সহ ,নতুন বছরের শুভেচ্ছা
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কমেন্টে প্রীত হলাম। আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার কবিতা লিখেন। শুভেচ্ছা নিন কবি।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক খুশি হলাম । আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আপুনি।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
খায়রুল আহসান বলেছেন: শরৎ গেল হেমন্ত , শীত ও গেল
ফিরে এল বসন্ত
শুধু আমার ফেরা হলনা - ভাল লিখেছেন। তবে নিরাশ হবার কিছু নেই। নতুন করে গন্তব্য ঠিক করে নিন। পৌঁছে যাবেন। মানুষের জীবনে গন্তব্য একটাই, পথ বহু।
১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব ধন্যবাদ আমার পোষ্টে মন্তব্যর জন্য। ভাল থাকবেন সবসময় সেই কামনাই।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
আজীব ০০৭ বলেছেন: শুধু আমার ফেরা হলনা।
চলুক +++
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
নেক্সাস বলেছেন: বেশ সুন্দর। ভাব অনন্য। আরো ঘুছাতে চেষ্টা করুন
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া চাই। চেষ্টা করি। হাতের যে অবস্থা তাইতো ভাই। ভাব টা ঠিকি ধরতে পারি কিন্তু যখন গোচাতে যাই আর হয়ে ওঠেনা। এর জন্য গুরু দিক্ষা চাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬
এ সাঈদ বলেছেন: ''শরৎ গেল হেমন্ত , শীত ও গেল
ফিরে এল বসন্ত
শুধু আমার ফেরা হলনা''
ভালই হয়েছে। চালিয়ে যান