নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
বন্ধু,একটা ছবি তুলে দিবে আমায়?
তোমার বাহারি লেন্সের আলোর খেলায়
আমাকে কতটুকু সজিব তুলতে পারে
আমি আমাকে মিলাতে চাই কুড়ি বছরের তনুতরে
যেখানে আমার পুরো কৈশোর অঙ্কিত একটি ফ্রেমে
দাঁড়াও!
মুখে দর্পিত আলো এখনো পড়েনি
মেঘলা আকাশ সূর্য্য খেলছে লুকোচুরি
ছবি যদি ইথারে ভাসে
চির তরুনেরা আমাকে উপহাসে
ভীমরতি ধরেছে কি অামায়!
আজকাল আয়নায় দেখা হয়না
কোমলতা হ্রাস পেয়েছে আমার
চুলে পাক ধরেছে
চির সবুজ আজ ফেকাশে
মনের উৎফুল্লতাতে যেন ভাটা
মরা নদীর স্রোতের টান আর কতটুকুই হতে পারে!
জীবন সেতো এক রঙ্গিন সাম্পান
বেয়ে যেতে হয় বেলা অবেলায়
এক প্রবীন মাঝিকে জিজ্ঞাসিলে বলে
সবেতো শুরু আরো বাকী
তীরে যেতে চাও
জোরছে চালাও বৈঠা ,কব্জির জোর থাকতে ভালা
আঁধার ঠেলে আলোর খোঁজে কেটে যাবে ভয়াল রাত্রি
ভোর এখনো বহুদূরে
পবন বহে প্রতিকূলে
অনুকূলে এলে পড়ে বসে ঘাম মুছিও গামছা ধরে।
১৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অরফিয়াস প্রথম যখন হয়েছেন তা হলেতো চা দিলে চলে না গাওয়া দিলাম। ধুমায়িত গাওয়া সাথে খেজুর ও।
২| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৫
অরফিয়াস বলেছেন: কবিতায় ভালোলাগা!
+
১৬ ই মে, ২০১৭ রাত ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার লিখাটুকু আপনার ভাল লেগেছে জেনে আমি প্রতি হলাম। ধন্যবাদ জানবেন।
৩| ১৬ ই মে, ২০১৭ রাত ১:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো +
১৬ ই মে, ২০১৭ রাত ১:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার এই পাশ্বে থাকা আমাকে অনুপ্রানিত করবে। যদিও আামি লেখাযোকা জগতে তেমন প্রজ্ঞাবান নয়। প্রজ্ঞাবানরা পাশে থাকলে একদিন নিজেকে সফলকামি করতে পারবো সেই বিশ্বাস লালন করা ভুল হবেনা হয়তো?
৪| ১৬ ই মে, ২০১৭ রাত ১:২২
ওমেরা বলেছেন: কবিতা পড়ে ভাল লাগছে । ধন্যবাদ ভাইয়া ।
১৬ ই মে, ২০১৭ রাত ১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি আমার কবিতা পড়েছেন জেনে অনেক খুশি হয়েছি বোন। ভাল থাকবেন সবসময়।
৫| ১৬ ই মে, ২০১৭ রাত ২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++
শুভ কামনা রইল ভাই,
ভালো থাকুন।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠেও মন্তব্যের জন্য অান্তরিক অভিবাদন রইল। আপনি ও ভাল থাকুন সদায়।
৬| ১৬ ই মে, ২০১৭ রাত ৩:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখছেন এবারও। মুগ্ধতা, কবিতা পড়ে মুগ্ধতা নিয়ে ফিরছি।
লাল টুকটুকে সেই ঠোটদুটি
এখন কালো কুচকোচে,
একটা দুটি গজানো দাড়ি
সব,আজ প্রায় সাদা মুখে।
আমি আর সেই আগের
নয়ন নেই, অনেকটা পাল্টে
বাস্তবতায় উদাস, তবুও
সেই পুরনো স্মৃতিরা চোখে।
যে'চোখে খেলা করতো স্বপ্ন'রা
জীবনের সব আশা,
সে'চোখ দেখে বুঝি আজ
নীরবতা আর সব শূন্যতা।
কত সুখের! কত ছন্দে! এ'মুখ
ছিল কতো হাসিভরা,
আজ গম্ভীর বিষণ্ণ হৃদয়,
ভেসে আছে স্পষ্টত বেদনা! - সেদিন সেলফি তুলে নিজেকে দেখেছিলাম, দেখতে দেখতে বেরিয়ে আসছিল এগুলো কথা।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ আপনার সেলফী কাব্যও দারুণ। আপনার মন্তব্য অনেক প্রীত হইলাম। ভাল থাকবেন সবসময়।
৭| ১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৫২
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগা
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ও নিরন্তন শুভেচ্ছা ।
৮| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় হৃ দ য় ছুঁয়েছে!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন সদায়।
৯| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:০২
নাদিম আহসান তুহিন বলেছেন: তোলতে →তুলতে
লোকচুরি→ লুকোচুরি
জুরসে→ জোরসে
বানান গুলো কী কবিতার জন্যই এমন?
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: না নাদিম আহসান তুহিন ভাই, এগুলো টাইপো ছিল ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।
১০| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:২৮
নাদিম আহসান তুহিন বলেছেন: দাড়াও→ দাঁড়াও
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবারো ধন্যবাদ।
১১| ১৭ ই মে, ২০১৭ রাত ২:০৩
উম্মে সায়মা বলেছেন: আহা! বেলা বয়ে যায়........
ভালো লিখেছেন সুজন ভাই।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই বয়ে যাওয়াই যে জীবনের গতি।
সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
১২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।
১৭ ই মে, ২০১৭ রাত ৮:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অবশ্যয় পড়ব গুরু জি। আপনি এসে দাওয়াত দিলেন আর আমি পড়না এত হতে পারে না। আল্লাহ আপনার ভালো করুণ।
১৩| ১৭ ই মে, ২০১৭ রাত ১১:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ক্লান্ত হলে চলবে না।
১৮ ই মে, ২০১৭ রাত ১২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়ায় স্মরণ রাখলে সবি কেটে যাবে।
১৪| ১৮ ই মে, ২০১৭ রাত ১:৩১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান।
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোন দ্বিমত নেই।
১৫| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু দেখে দেখে চেষ্টা করি। যদি ও তেমন কিছু হয়না যানি। লিখাতো লিখতে লিখতে হয়। দোয়া করবেন।
১৬| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবে দেশে যাবেন? মন নিশ্চয় এখন উড়ালপাখি!
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ২০ তারিখ। উড়াল দিয়েই আছে গুরু। দোয়া করবেন।
১৭| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:২০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছাবেন, আমিন।
১৮ ই মে, ২০১৭ রাত ৯:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিন। অাল্লাহ আপনার ও মঙ্গল করুণ।
আর পরমাত্মার অার কোন পর্ব দিবেন না?
১৮| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ দুই পৃষ্টা পোস্ট করেছি। পড়েননি?
১৯ শে মে, ২০১৭ রাত ১২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: না চোখে পড়েনি তাই পড়তে পারিনাই। এখনি পড়ে নিব।
১৯| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: জীবন সেতো এক রঙ্গিন সাম্পান
বেয়ে যেতে হয় বেলা অবেলায়
এক প্রবীন মাঝিকে জিজ্ঞাসিলে বলে
সবেতো শুরু আরো বাকী
সুন্দর
১৯ শে মে, ২০১৭ রাত ১২:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক অভিবাদন সেলিম আনোয়ার ভাই । ভাল থাকবেন সেই প্রত্যাশা অনন্ত।
২০| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাস মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল
১৯ শে মে, ২০১৭ রাত ১০:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে আমার কবিতার খাতায় মন্তব্য রাখতে দেখে অনেক প্রীত হলাম। আপনাকে অফুরন্ত শভেচ্ছা।
২১| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ফর ইউর প্রীত হওয়া এন্ড হাইস্পীড রিপ্লাই ।
২০ শে মে, ২০১৭ রাত ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি হলেন আমার প্রিয় একজন ব্লগার। যার প্রতিটি বিষয় উপস্থাপন অনেক উন্নত মানের তাকে সদায় শ্রদ্ধায় অভিবাদন।
২২| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-৩) পোষ্ট করেছি। সময় পেলে দেখে আসবেন।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছুটিতে দেশে থাকায় তেমন অনলাইনে আসা হয়নি তাই লিঙ্কটি দেখা হয়নি ভাই। ধন্যবাদ ভাই।
২৩| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার মানুষজন সবকিছুই চমৎকার করে দেখেন। শুভেচ্ছা অফুরান।
২৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৩৩
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা সমাপ্তি খুব সুন্দর হয়েছে। ভালোলাগা।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তারি সাতে ক্ষমা চাইছি উত্তর দেরীতে দেওয়ার জন্য।
২৫| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক ।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক। দেরীতে উত্তর এর জন্য ক্ষমা চাইছি। আপনাকে অনেক ধন্যবাদ।
২৬| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: মরা নদীর স্রোতের টান আর কতটুকুই হতে পারে! - তাই তো!
জোরছে চালাও বৈঠা ,কব্জির জোর থাকতে ভালা -- অমূল্য উপদেশ!
ভোর এখনো বহুদূরে
পবন বহে প্রতিকূলে
অনুকূলে এলে পড়ে বসে ঘাম মুছিও গামছা ধরে - কবিতার সমাপ্তিটুকু চমৎকার হয়েছে!
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক প্রীত হলাম আপনার সুন্দর মন্তব্যর জন্য।
২৭| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা নিসূদক হলো কেন?
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আসলে আমি কবিতাটি অন্তর আত্নার সাথে কপোথকথনে কয়েকটি লাইন সাজাতে চেয়েছিলাম বটে। জীবনের জরাজীর্নতা আর কোলষিত ক্ষন চিত্রায়িত করতে গিয়ে অসুরের তারনা উপলব্ধি হয় তাই তাকেই আমি নিসূদক চিত্রায়নে ফুটাতে চেয়েছি।
২৮| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৬
জুন বলেছেন: অসম্ভব ভালোলাগায় আচ্ছন্ন হোলাম কবিতার প্রতিটি লাইনে মাহমুদুর রহমান সুজন ।
একরাশ মুগ্ধতা
+
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার মতো এই অদমের ব্লগে যখন আপনাদের মতো কোন গুনি ব্লগার দেখি তখন নিজেকে ধন্য মনে করি। সত্যি আপনি আমার অনুসরনিয় একজন। আপনার সব কয়টা পোস্ট চোখ এড়ায় না। আপনার মুখে আমার লিখার প্রশংসা সত্যি আমাকে অনুপ্রানিত করবে। অনেক অনেক শুভেচ্ছা আপুনি আপনাকে।
২৯| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেবিকে মিস করছি।
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফরিদ আহম্মদ ভাই সালাম নিবেন। ছোট্ট একটি ট্টুরে দেশে ছিলাম তেমন অনলাইন হওয়া হইনি তাই সবাইকে মিস করছি। দোয়া করবেন। ইনসাল্লাহ এবার নিয়মিত ব্লগে পড়তে পারবো।
৩০| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধুর কবি লিখেতে গিয়ে কেবি হয়ে গেল, আপনি কিছু মনে করেননিতো?
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি বড় ভাই, সব সময় স্নেহ করেন তা মাথায় আছে ভাই। টাইপোতে এমন হয়।
৩১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৩:০১
চাঁদগাজী বলেছেন:
ছবি হয়তো রয়ে গেছে কোথায়ও, খুঁজলে পাওয়া যাবে।
নতুন করে লিখুন।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়তো বা । আপনি এসেছেন তাতেই আমি মুগ্ধ। চেষ্টা করবো।
৩২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৯
বাবুল অাবদুল গফুর বলেছেন: মরা নদীর স্রোতের টান আর কতটুকুই হতে পারে!
এ লাইনে আমার চোখ দুটি আটকে যায়। কবির উপলব্ধির প্রশংসা করা ছাড়া আমার আর কিছুই করার নেই।
২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো সুন্দর মন্তব্য রেখে গেলেন। আমি আপনাকে কি ই বা দিতে পারি! শুধুই শুভেচ্ছা অনন্ত। ভাল থাকবেন সেই কামনাই সবসময়ের।
৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ব্লগে উঠানে এসে আলোকিত করার জন্য।
৩৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর পড়লাম সুজন এর লেখা ; লেখায় ভালোলাগা !!
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার মতো গুনি লেখিকার কদর আমার আঙ্গিনায় কি দিয়ে করবো, শুধু শ্রদ্ধাই রেখে গেলাম বোন।
৩৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন?
৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সালাম জানবেন গুরু। আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৩
অরফিয়াস বলেছেন: ১ম হইলাম সুজন ভাই!!!!
এইবার চাটা কিছু বিকাশ করেন!