নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজীব বিশ্বাস বকুল

কিছুদিন যাবত নিজের মাঝে বুদ্ধিজীবী সুলভ ভাব ভঙ্গী লক্ষ্য করছি।এবং নিজেকে বুদ্ধিজীবী প্রমানের জন্য জ্ঞানগর্ভ আলোচনা করছি,ফেইসবুকে লিখছি।কিন্তু উপরন্তু বুঝতে পারছি আমি একটা প্রথম শ্রেনীর বুদ্ধিমান গর্দভ!ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/MrStupidx

সজীব বিশ্বাস বকুল › বিস্তারিত পোস্টঃ

উত্তর খুঁজছি..............

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আমি নিয়মিত প্রথম আলো পত্রিকা পড়ি এবং এইটা বিগত চার বছর যাবত চলছে......

পহেলা বৈশাখের আগেও এই পত্রিকা সম্মন্ধে আমার চিন্তা ভাবনা ছিল ধনাত্বকসূচক......

তারপর আবদুল হাইয়ের লেখাটা ছাপা হল...নাটকের শেষ দৃশ্যে ক্ষমা চাওয়া হল...

প্রথম হাই থেকে লো হয়ে গেলো আমার চোখে......



ধর্ম কর্ম সমাজতন্ত্র......আমরা মুক্তচিন্তা করি...আমরা জামাতি লেখা ছাপাই......শাহবাগের পক্ষে লিখি......তারপর বুদ্ধিবেশ্যাদের কলামে তাদের পুটু মারি......চাই ব্লগাররা মুক্তি পাক......আবার আসিফ নজরুল বা সোহরাব হোসেনরে দিয়া ব্লগাররে শাস্তির বিধান দেই.........



সজীব বিশ্বাস বকুল একজন ভোদাই।সে বোঝেনা কোনো বালছাল।খালি বড় বড় কথাবার্তা লিখে ...বলে বেড়ায়......একটা মালাউনের বাচ্চা......ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কথা বলে...

শাহবাগে গেছে......



জানি আমি সারাজীবন চেস্টা করেও আমার গায়ের এই মালাউন তকমাটা মুছতে পারবো না...পারবে না শুব্রত শুভ...!!এই চুতিয়ার দেশে আমাগো কোন স্থান নাই এই যেমন পরিষ্কার তেমন আমরা বাপের ব্যাটারা সবসময় বাংলাকে নিজের দেশ মনে করি করব...দেশের জন্য কথা বলতে থাকবো...



প্রগতির আড়ালে এই ভন্ডামি আর কতদিন চল্বে...মাহমুদুর রহমানকে সাপোর্ট দ্যায় মানবাধিকার সংগঠনগুলো কিন্তু চার ব্লগারের পক্ষে কথা বলার কেউ নাই...

আমি ছোট্ট মানুষ সাফ বুঝি...ভেতরে যা বাইরে তা......আর কত সেফ জোনে খেলবে এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী...নির্ধারকগণ !!!!!!!!!!!!



নাকি আমার প্রশ্ন কেবল প্রশ্নই থেকে যায়.........

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

বাংলার হাসান বলেছেন: এই চুতিয়ার দেশে আমাগো কোন স্থান নাই যদি তাই মনে করেন তবে এই দেশে থাকতে লজ্জা করে না? এইটা চুতিয়ার দেশ বলার আগে আপনার জন্ম পরিচয় জানুন। যাদের জন্মে সমস্যা আছে তারাই শুধু আমার দেশ নিয়ে এত বাজে কথা বলতে পারে।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

সজীব বিশ্বাস বকুল বলেছেন: সত্যিই লজ্জা করে রে মমিন!
যখন দেখি মৌলবাদ একটা দেশকে চোখের সামনে গ্রাস করে নেয়,সামুর মত ব্লগ ব্লগারদের গোপন তথ্য,ড্রাফট ফাঁস করে দেয়!
আমার লেখাটা পুরোটা পড়ে বুঝেছেন সবই আমার ক্ষোভের কথা,আর একটা ব্যাপার আমার অন্য কথাগুলো নিয়ে আপনার কোন কথা নেই যেই মুখে থুথু লাগছে তখনই ঠিক গর্জে উঠেছেন!
ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.