![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গান শুনতে ও গাইতে পছন্দ করি এবং দেশবিদেশে ঘোরাঘুরি পছন্দ করি আবৃত্তি করতে লেখালেখি আর বন্ধুত্ব গড়তে পছন্দ করি। ফোন:+৮৮০১৯১৩৯৩৫২৩২ মোবাইল ০১৯১৩৯৩৫২৩২ ইমেইল -
বাংলাদেশে বর্তমানে একটা অবাধ,সুষ্ঠু ও নিরপে নির্বাচন মাত্র তিন মাসে কোন সারকারের পে করা সম্ভাব নয়
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
ইখতামিন বলেছেন:

বর্তমানে ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে আপনার লেখাটা পড়তে পেরেছি। বানানগুলো একটু খেয়ালে রাখবেন। সকলের দেখার জন্য আমি আপনার লেখার একটা কপি এখানে দিচ্ছি:
মতা কেউ পেলে আর কোন ভাবেই হারাতে চান না!!!
রাহান তাপস
র্গত টামে বিএনপি রাস্ট্রের মতা পেয়ে তারা চিরস্তাই করার জন্য প্রধান বিচারপ্রতির মেয়াদ বারিয়ে ছিলেন।যাতে তত্ত্ববাধক সরকারের প্রধান নিজেদের হোয়ে কাজ করতে পারে ।কিন্তু আওয়ামী লীগ তা বুঝে ছিলো তাই তখন বিশাল সংঘত হলে দুু বড় দলের কর্মীদের মধ্যে।অবশেষে বাংলাদেশের সাধারন জনগনের কল্যাণে সামরিক বাহিনী দেশ শাসনের ভার নেয় এবং পরে একটা অবাধ,সুষ্ঠু ও নিরপে নির্বাচন করা সম্ভাব হয়।
এবার আওয়ামী লীগ ও মতা পেয়ে তারা সেই মতাকে চিরান্ত করার জন্য তত্ত্ববাধাক সরকার দিতে রাজী না।কারণ তত্ত্ববাধাক সরকার এলেই প্রথমে কালো টাকার সরানোর ব্যাবস্থা করবে তার পর লাইসেন বিহীন বিভিন্ন হাতিয়ার উধার করবে এবং এরপর প্রশাসনে দলিও লোক সরাবে সর্বপরী দুনীর্তি পর্যবে করবে এবং প্রকাশ হবে ।সুতারং তত্ত্ববাধাক সরকার নয় সর্বদলিও সরকার।অপর দিকে বিএনপি চায় সেই তত্ত্ববাধাক সরকার। এতে সংঘাত আনিবার্জ ।
ঠিক এই মুহ’তে ব্যাবসাই সমাজজেরই এগিয়ে আসা উচিত।মূল্যত বড় বড় ব্যাবসায়ীই দেশের অর্থনীতির চালিকা শক্তি।তাদের কথাই পরো ভাবে দেশ চল।তাই তাদেরই প্রথমে দু দলের প্রধানের সাথে সমন্নয় করে একটা ব্যাবস্থ করতে হবে তা না হলে তাদের উপরই সবচেয়ে বেশি ঝড় হয়! এটাই সাভাবিক..
--------------------------------
তবে আপনার লেখা বুঝা যাচ্ছেনা। কারণ লেখাটা ভেঙ্গে গেছে। সম্ভবতঃ আপনি লেখাটা বিজয় ফরমেটে লিখেছেন। বিজয়ের লেখাগুলো কপি করে ইন্টারনেটে পেস্ট করলে এভাবেই ভেঙ্গে যায়। এর হাত থেকে বাঁচতে হলে আপনার লেখাটা অবশ্যই ইউনিকোডে কনভার্ট করতে হবে। আর এর জন্য আপনি যা করতে পারেন।
১/ আপনি যখন "নতুন ব্লগ লিখুন" বাটনে ক্লিক করে পোস্ট লেখার পেজে যাবেন। তখন আপনার বিজয়ের লেখাগুলো পেস্ট করুন। আপনার লেখাটা আপনার এই পোস্টের মতোই ভাঙা দেখাবে। এরপর নিচের লাল রঙ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
একটা লিস্ট আসবে। সেখান থেকে প্রথমটা অর্থাৎ "ইউনিকোডে কনভার্ট" বাটনে ক্লিক করুন। সাথে সাথেই লেখাগুলো তার আগের রূপে ফিরে আসবে।
২/ আপনার লেখাটা বাংলাকনভার্টার নামক ওয়েব সাইটের এই লিংকে গিয়ে পেস্ট করুন। এরপর পেজের মাঝখানে অবস্থিত Convert to Unicode বাটনে ক্লিক করুন। নিচে আপনার ইউনিকোডে কনভার্টকৃত লেখাটি পেস্ট হয়ে যাবে। সেখান থেকে আপনি কপি করে ব্লগে প্রকাশ করতে পারেন।
শুভ কামনা রইল..