নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“হৃদয়ের ভাবনা”
___ এম, আর, তালুকদার
✴️ তুমি আমায় নিয়ে
ভাবো বলেই তো আছি
তোমার ভাবনা ফুরিয়ে গেলে
বল কেমনে বাঁচি।
ভাবনা ছাড়া তোমায় আমি
কি পেরেছি দিতে !!
অনন্তকাল বন্ধু হয়ে
থেক আমার পাশে।
ভালবেসে হৃদ মাঝারে
তোমায় দিয়েছি ঠাই
বল এখন তোমায় ছেড়ে
কোথায় আমি যাই !?
ভালবেসে ছায়ার মত
থেক আমার পাশে
অমৃত সুধা পান করিয়ে
মরিব তোমার বিষে।
✴️ ✴️ উৎসর্গ তোমার প্রতি "ম"। এই কাব্যের প্রথম চার চরণ তোমারই লেখা।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ ১৫ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ২৯ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ০১:০৫ মিনিট, কক্ষ নং-১১ তে ১ম ৮ চরণ ও কক্ষ নং ০২ এ অবস্থান কালে কাব্যের সমাপ্তি করেছি। (হোটেল বন্দর আবাসিক, মংলা সমুদ্র বন্দর, খুলনা)
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯
মুন্না সন্দ্বীপী বলেছেন: বেশ ভাল লাগলো,ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২
এম আর তালুকদার বলেছেন: কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫
এম আর তালুকদার বলেছেন: আপনার মত এত সুন্দর করে লিখতে পারিনা তবুও চেষ্টা করি। আমার কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
এম আর তালুকদার বলেছেন: কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৮
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো কবিতার কথাগুলো