নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
"বেশ আছি"
____ এম, আর, তালুকদার
ভালবাসা !!!
সে তো মিথ্যে আশা,
প্রেম !!!
মনের পন্ড শ্রম,
স্বপ্ন !!!
অনেক আগেই বিপন্ন,
খুশি !!!
মেঘে ঢাকা শশী,
সুখ !!!
অপেক্ষায় কাটলো যগ,
কষ্ট !!!
এটাই আছে অবশিষ্ট,
সোনালি দিনের অপেক্ষায়
কৃত্রিম হাসির আড়ালে
নীল রঙের আলপনায়
আনন্দেই আছি, ভাল আছি !
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ১১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, ২৫ জুন ২০১৭ খিষ্টাব্দ, সময় বিকাল ০৪:৩১ মিনিট ।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
এম আর তালুকদার বলেছেন: #কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ১১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, ২৫ জুন ২০১৭ খিষ্টাব্দ, সময় বিকাল ০৪:৩১ মিনিট ।
আশাকরি উপরের লাইনটার মানে বোঝেন, অথবা গুগল মামাকে জিজ্ঞেস করতে পারেন। তবে বেশিরভাগ ছবিগুলো গুগল মামার কাছ থেকেই নেয়া। আপনার মন্তব্যের উত্তর পেয়ে থাকলে জানাবেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৩
মলাসইলমুইনা বলেছেন: ...
শুরু দারুন
শেষ করুন
তবু সবাই পড়ুন !
কবিতা পড়তে সোজা
লাগলো খুবই মজা l
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫
এম আর তালুকদার বলেছেন: তুষ্ট হলাম পেয়ে আমি
আপনার মত পাঠক,
সারাটি দিন খুশির ছোয়ায়
হেসে খেলে কাটুক।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২
নাহিদ০৯ বলেছেন: নীল রঙের আলপনায় খুব বেশি ডুবে যাবেন না যেন। খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ ভঙ্গির কবিতার জন্য ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
এম আর তালুকদার বলেছেন: সকল রঙ হারিয়ে গেছে
নীল হয়েছে আপন
অন্ধকারে চোখ মুদিলে
দেখি নীল স্বপন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চালিয়ে যান
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
এম আর তালুকদার বলেছেন: অনুপ্রানিত করার জন্য ধন্যবাদ।
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল লাগলো।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২২
চাঁদগাজী বলেছেন:
কবির লেখা, নাকি মেশিন জেনারেইটেড?