নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোন স্পেশালিটি নেই। তবে একটা জিনিস আছে । তা হল,আমি ভীতু নই। সত্য কথা মাথা তুলে বলতে পারি। তবে এটা স্পেশাল কিছু নয়। তা তো সবারই থাকা উচিত।

কবর পথের যাত্রি

রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড

কবর পথের যাত্রি › বিস্তারিত পোস্টঃ

ভারতিয় টিভি চ্যানেল প্রসঙ্গে

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সম্প্রতি দেশে ভারতিয় টিভি চ্যানেল সম্প্রচার নিয়ে অনেক টিভি রিপোর্ট দেখা যাচ্ছে।টকশো,জনতার মতামত আরো কত কি।আমাদের দেখার বিষয় হল ভারতিয় টিভি চ্যানেল বাংলাদেশে জনপ্রিয়তা পেলে বড় ক্ষতি কাদের???।প্রথমত ক্ষতি হল দেশের ব্যাপক পরিবারে ভারতিয় চ্যানেল নিয়ে স্বামি স্ত্রীর মদ্ধে ঝগরা হয়ে থাকে ,দ্বিতিয়ত ভারতীয় চ্যানেলের কারনে আমাদের দেশের চ্যানেল গুলোর দর্শক কমে যাচ্ছে,সবচেয়ে বড় ক্ষতি হল আমাদের দেশিয় সংস্কৃতি দিনে দিনে হারিয়ে যাচ্ছে ভারতিয় সংস্কৃতির ভয়ঙ্কর অন্ধকারে। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়ত ৭১ এ যেমন পাকিস্তান থেকে আলাদা হয়েছে কোন এক ৭১ আসার আগেই এই স্বাধিন দেশ আবার ভারত হয়ে যাবে। এই সমস্যার সমাধান করতে হলে সরকার কেই উদ্যোগ নিতে হবে। তাহলে বাচবে দেশ বাচবে জনগন বাচবে দেশের মিডিয়া বাচবে দেশের সংস্কৃতি। ভারতের চ্যানেল বন্ধ করাটা কোন বড় দরকার নয় দরকার হল ভারতিয় স্যিরিয়াল বন্ধ করা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

ধঅনের শীষ বলেছেন: আওয়ামী লীগ স্বাধীনতার চেতনার ঢুগঢুগি বাজাইয়া ধান্ধাবাজি করে,
আর বিএনপি-জামাত স্বার্বভৌমত্বের ঢুগঢুগি বাজাইয়া ধান্ধাবাজি করে । সাধারণ মানুষের জন্য কোন শালাই আপন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.