![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড
কি অবস্থা বর্তমানে দেশের আর ভবিশ্যতই বা কি.....???একদিকে তাসকিন ইস্যুতে মেতে আছে দেশ।কিন্তু এক তাসকিন ছাড়া কি বাংলাদেশ দল ধ্বংষ হয়ে গেছে...??? তাসকিনের সাথে অবশ্যই অন্যায় করা হয়েছে শুধু তাসকিনের সাথে নয় বাংলাদেশের সাথেই সে অন্যায়টা করা হয়েছে তবে সে ফিরে আসবে।কিন্তু একজন যুবতি যাকে ধর্ষন করে হত্যা করা হল সে কি আর আসবে ফিরে...???তাসকিনের অনুপস্থিতিতে হয়ত বাংলাদেশের ক্রিকেট ধ্বংষ হয়ে যায়নি তবে তনু তার জিবন দিয়ে এটা প্রমান করে দিল যে এই দেশে একজন অসহায় যুবতির জিবনের কোন নিরাপত্তা নেই, নেই কোন মুল্য।১৪ শত বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ট মহা মানব হিসেবে যাকে সকল সৃষ্টিই মেনে নিয়েছে তিনি হযরত মুহাম্মদ (সঃ) দিয়ে গিয়েছেন ভবিশ্যত বানি আজ তার কয়েকটি বড় উদাহরন প্রকাশ পাচ্ছে.....।। মানুষ ব্যস্ত আছে বেহুদা খেলা ক্রিকেট নিয়ে (খেলা শব্দটাই তো বেহুদা, অবশ্য ক্রিকেট বেহুদা বলতাম না যদি না সমসময়ে এর চেয়ে গুরুত্বপুর্ন ইস্যুকে অবহেলা করা না হত)। অন্যদিকে একজন যুবতির ইজ্জত হানির মধ্যদিয়ে মৃত্যু। অপর দিকে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম কে বাদ দেয়া।অথচ ইসলাম শব্দের অর্থই হল শান্তি।শন্তি কেই যদি মুল থেকে বাদ দেয়া হয় দেশে শান্তি থাকে কিভাবে..!!!রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে অন্যান্য ধর্মের উপর কোন জুলুম হবেনা বরং অধিকার প্রতিষ্ঠা হবে তার প্রমান রেখে গেছেন মহামানব ১৪ শত বছর আগে মাদিনা রাষ্ট্র গঠনের সময় এবং মক্কা বিজয়ের সময়। কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম না থাকলে ইসলামের উপর অত্যাচার আসবেই তার সবচেয়ে বড় প্রমান হল বর্তমান সরকার।অবশ্য সে প্রমান আগে থেকেই পাওয়া যাচ্ছে.......
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
কবর পথের যাত্রি বলেছেন: ভাই অভিযোগ করেন শ্রষ্ঠার কাছ..। আর মনের মধ্যে একটা আকাঙ্খা লালন করেন নিজের সচেতন সুস্থ বিবেকের কাছে যাকে অপরাধি মনে হয় তাকে কোনদিন কাছে পেলে কোন ছাড় নেই......।
২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: খুব খারাপ!
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
কবর পথের যাত্রি বলেছেন: না ভাই সব ঠিক আছে...।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
অন্তহীন আকাশ বলেছেন: কি যে হচ্ছে দেশটায়, কি বলব , কাকে বলব ? কার কাছে অভিযোগ করবো