নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.saifoddowla.com

এম এস জুলহাস

কোচিং, প্রাইভেট ও নকলমুক্ত শিক্ষক, শিক্ষা ও শিক্ষাঙ্গন চাই . . .

এম এস জুলহাস › বিস্তারিত পোস্টঃ

দাওয়াত দিলো না, মনে থাকবে

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬

পুরো রোজার মাস জুড়ে দেখতাম প্রায় সব আপি'রাই নানা রকম, বাহারী ইফতার নিজ হাতে তৈরী করে ব্লগারদের খাইয়ে তৃপ্তি পেতেন। হায় ! রমজান চলে যেতে না যেতেই তারা রমজানের শিক্ষা ভুলে গেলেন। আজ ঈদের দিনে সালামী, ঈদী পাবো, তারা খাওয়াবেন তো দূরের কথা এখন পর্যন্ত কেউ আমাকে দাওয়াতও করলো না। দুঃখ, বড় দুঃখ পাইলাম মনে।

বুঝেছি তারা হয়তো আজ নিজেরাই দাওয়াতে চলে গেছেন। তাই যদি হয় চলে আসুন সবাই আমার ভাঙ্গা ছাউনিতে।





ঈদ মোবারক।

ঈদ মোবারক।


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আইসা পড়েন আমার বাড়ি।

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

এম এস জুলহাস বলেছেন:
আমি রেডী। বৃষ্টিটা একটু কমলেই. . .

২| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

নাঈম বলেছেন: আমিও দাওয়াত পাইনাই, আফসুস :(( :(( :((

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০

এম এস জুলহাস বলেছেন:

এই দুঃখ কাহারে জানাই ?

চলেন আমরা সব বিনাদাওয়াতীরা গিয়ে হাজির হই, দাওয়াত দিলোনা কেন ?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

ক্যামেরাম্যান বলেছেন: ইয়ে, আপনি কেবল আপুদের খূজেন কেন ? :) ঈদ মোবারক...

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

এম এস জুলহাস বলেছেন:

কই কোন ভাইয়ারা তো কোনদিন ইফতারী খাওয়াইলোনা !


চুপি চুপি বলি কী, আপিদের কাছ থেকে যা খাওয়া যায়, পাওয়া যায় তাই লাভ, তা-ই বোনাস।
ঈদ মোবারক, ঈদ মোবারক।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬

রূম্মান বলেছেন: আমি খাইতাচি ইইইইইইইইইইইই

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

এম এস জুলহাস বলেছেন:

হুমমম ! একা একাই গেলেন ? সালামী, ঈদী'র লোভ সামলাইতে পারলেন না ?



ঈদ মোবারক।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

বাবুনি সুপ্তি বলেছেন: ঈদ মোবারক :)

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

এম এস জুলহাস বলেছেন:
ঈদ মোবারক।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

আশাবাদী মানুষ বলেছেন: ঈদ মোবারক এবং শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

এম এস জুলহাস বলেছেন:
ঈদ মোবারক।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০১

ওসমানজি২ বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

এম এস জুলহাস বলেছেন:
ঈদ মোবারক।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: ঈদের দিনে দাওয়াত লাগে না। এমনেই হাজির হয়া যান।

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

এম এস জুলহাস বলেছেন: হুমমম,
আপনার মতো দিল দরিয়া কেউ হইলো না।

ঈদ মোবারক।
ভালো থাকবেন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া! তোমার দাওয়াৎ আমার বাড়ীতে মানে স্বর্গবরাজ্যে! :P

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩১

এম এস জুলহাস বলেছেন:
আপি,
গরীব থাকতে পারি, কিন্তু অবস্থা ভালো আছে, কুড়িয়ে পাওয়া মানে চেয়ে পাওয়া দাওয়াত আমি খাইনা, একটা প্রেস্টিজ পাংচার বলে একটা কথা আছেনা ? আর পিঠে ঠেকে যাওয়া ক্ষুধার্ত পেটটা নিয়ে যাই-ই বা কী করে ?

খুশী হয়েছি, প্রচণ্ড খুশী হয়েছি আপনার দাওয়াত পেয়ে।

ঈদ মোবারক জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.