নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু পাগলার ডায়েরী

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই।

এম এস নিলয়

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D

এম এস নিলয় › বিস্তারিত পোস্টঃ

ছয় মাসের হানিমুন মোবারক হো হে দেবতা!!!

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ধর্মের পাশাপাশি ক্রিকেটও বাংলাদেশের জনগণের কাছে একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। ক্রিকেট নিয়ে কোনো ষড়যন্ত্র শুরু হলে তা প্রাণ দিয়ে প্রতিহত কর‍ার চেষ্টা করেন তারা। আর ক্রিকেটারদের মনে করেন দেবতা। সেই অনুযায়ী ভক্তিও কম করেন না।



এনায়েত করিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর) ভাইয়ের কথাটা সেরাম ভাল্লাগসে :v দেবতারা সকলের হৃদয় জুড়ে ;)



মনে করে নাও যে বাংলার সবচাইতে চুন্দুরি বউ নিয়া সবচাইতে দামি গাড়ীতে একটু ঘুরাঘুরি করার জন্য তোমারে ৬ মাস ছুটি দেয়া হইসে মিয়া :D

বি পজেটিভ ম্যান :)



আমার যেমন ধর্ম্যানুভুতি নাই তেমনি ভাবে ক্রিকেটানুভুতিও নাই :/

আমি এই দুইটাই বিদ্বেষী।

যদিও মাইন্সের অনুভূতি দেখলেই হাসি পায় :P

তবুও বন্ধুদের স্ট্যাটাসে অনুভূতি দেখে অভিভূত হচ্ছি :)

কত্ত কত্ত ভালুবাসা :(



সাকিব তুমি ফিরে এসো; নতুন করে নিউজ বানাও :)

ছুটি কামে লাগাও মিয়া; ৬ মাস পরে যেন নিউজ পাই তুমি বাপ হইতেস :)



সেই শুভ কামনা রইলো :)



ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.