![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D
আজকের খেলার ফলাফলের আসল কারন অবশেষে আমি উদ্ঘাটন করি লাইসি
নেইমার-সিল্ভা বিষয় না; মুসলিম হইয়াও ফ্রেড রোজা রাখেনাই দেইখাই আজকে ব্রাজিল এমুন গো হারা হারসে :/
অন্যদিকে ওজিল এত কষ্ট কইরা রোজা রাইখা নামাজ-দোয়া করনের কারনেই জার্মানি এমুন চরম জেতা জিতসে (গত ২ দিন ওজিলের রোজা রাইখা খেলার খবর দিয়া ফেসবুক মাখাইয়া লাইসে আমার ভাই-বুইন-জানেরা :/ )
এর থেকে প্রমান হয় খেলোয়াড়ের খেলার উপরে দলের হারজিত নির্ভর করেনা; তেনাকে খুশী করাই মুলত খেলায় জেতার মুল মন্ত্র
কালকের খেলা নিয়া চিন্তায় আছি :/
আর্জেন্টিনা দলে কোন রোজাদার তো দূরে থাক কোন মুসলিম প্লেয়ারই নাই। অন্যদিকে নাটের গুরু মেসি বিয়া না কইরাই একখান বাচ্চা পর্যন্ত ফুটাইয়া ফালাইসে :O ।
কত্ত বড় নাউজুবিল্লাহ কথা :/
উপরওয়ালা তো আর্জেন্টিনার উপরে ভুলেও খুশী হবেন না
আব তেরা কিয়া হোগা হে গুনাহগার আর্জেন্টিনা 3
ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০৯
এম এস নিলয় বলেছেন:
২| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৫
বিবর্ন সভ্যতা বলেছেন: নাটের গুরু মেসি বিয়া না কইরাই একখান বাচ্চা পর্যন্ত ফুটাইয়া ফালাইসে :O ।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩
এম এস নিলয় বলেছেন: জানেন না নাকি; কস কি মুমিন
মেসির বাচ্চার মার সাথে মেসির বিয়া হয়নাই।
তারা চুটাইয়া লিভ টুগেদার করতেসে
চুন্দুরি ওই মাইয়াটা আসলে এক কথায় যারে বলে মেসির গার্লফ্রেন্ড
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪
সুমাইয়া আলো বলেছেন: এ যেন অতি শোকে পাথর হওয়া স্ট্যাটাস