![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D
"জীবন যে রকম" নামের একটি আত্মজীবনীমূলক বই কিনেছিলাম এক বইমেলায়; বইটি কিনেছিলাম কারন বইটির লেখিকা হুমায়ূন আহমেদ, আহসান হাবিব এবং জাফর ইকবালের মা।
বইটি কেনার আগ্রহের পেছনে আরেকটি মুখ্য কারন ছিল; হুমায়ূন আহমেদ বইটি ছাপা হতে দিতে চান নি। কি আছে সেই বইয়ে যার জন্য হুমায়ূন আহমেদের এতো ভয়???
এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম বইটি; লেখিকা #আয়েশা_ফয়েজ।
আজ সেই রত্নগর্ভা জননী; শহীদ পত্নী মাড়া গিয়েছেন।
শুনে খুব খুব কষ্ট পেলাম।
আফসোস একটাই; তার স্বামীর হত্যাকারীদের ফাঁসী তিনি দেখে যেতে পারলেন না।
গোলাম আজমের যাবত জীবনের রায়ের পর আয়েশা ফয়েজ সুন্দর একটি কথা বলেছিলেন; বলেছিলেন, এদের ফাঁসী হবেনা জানি। তবে তাদের কারাদণ্ড দিয়ে আমাদের অপমান করবেন না। তাদের ফাঁসী না হলে না হবে; কিন্তু ফাঁসীর রায় তো দিন। যাতে ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন আমরা লিখতে পারবো; বাংলার শত্রুদের ফাঁসীর দণ্ড হয়েছিলো। ফাঁসী হক বা না হোক; রায়টা তো লেখা যাবে।
আমরা দুঃখিত; আপনাকে আপনার স্বামীর হত্যার বিচার না দেখেই মড়ে যেতে হল।
এই লজ্জা শুধু বিচার বিভাগ বা সরকারের নয়; এই লজ্জা জাতি হিসেবে আমাদের সবার।
আয়েশা ফয়েজের জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালবাসা।
আজকে আপনার লেখা "জীবন যে রকম" বইটি আরও একবার পড়ে আপনাকে সম্মান দেখাচ্ছি।
আপনাকে জাতি কখনোই ভুলবে না; আপনার ত্যাগ আপনার অবদান আজীবন লেখা থাকবে বাঙালীর হৃদয়ে স্বর্ণাক্ষরে
_____________________________________________
বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথা
“....... আমার মা স্থিরচোখে মানুষটির দিকে তাকিয়ে রইলেন। তাঁর দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই সন্ধ্যেবেলায় আমার একজন অতি সাধারণ নিরীহ মা পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষে পাল্টে গেলেন। তাঁর বুকে জম্ম নিল সিংহীর সাহস, তাঁর স্নায়ুতে হাজির হল ইস্পাতের দৃঢ়তা, তাঁর মস্তিষ্কে এল শতবর্ষী তপস্বীর ধী শক্তি, বুকে বানের মতো ফুলে-ফেঁপে উঠল সন্তানদের জন্যে ভালোবাসা। মাতব্বরের দিকে শান্ত চোখে তাকিয়ে বললেন, আপরার ভয় নেই। আমি আমার ছেলে-মেয়ে নিয়ে এখনই চলে যাব।
ভর সন্ধ্যাবেলা একটা নৌকা ডাকিয়ে আনা হল। ভাই-বোনদের নিয়ে আমার মা নৌকায় উঠে বসলেন। মাঝি নৌকা ছেড়ে জিজ্ঞেস করল, কোথায় যাব গো মা?
আমার মা কিছু না বলে চুপ করে পাথরের মতো বসে রইলেন, কী বলবেন, মা তো নিজেও জানেন না কোথায় যাবেন।.......”
একাত্তরের পর আমাদের অনিশ্চিত জীবনের কথা লিখতে গিয়ে এভাবে আমার মায়ের কথা লিখেছিলাম। তারপর বহুকাল কেটে গেছে কিন্তু এখনও আমার মায়ের তাকালে মাঝে মাঝে মনে হয় কোনো এক মাঝি বুঝি তাঁকে জিজ্ঞেস করছে, কোথায় যাব গো মা?
মনে হয় আমার মা এখনও উত্তর না দিয়ে চুপ করে বসে আছেন। মনে হয় ভাবছেন তিনি কোথায় যাবেন। একজন মায়ের পথ চলা বুঝি কখনোই শেষ হয় না। “জীবন যে রকম” তার সেই পথ চলার কিছু ছবি। কিছু গল্প।
-মুহাম্মদ জাফর ইকবাল
ভূমিকা
আমেরিকায় ছেলের কাছে বেড়াতে এসেছি, অফুরন্ত অবসর। সময় কাটানোর জন্যে তাদের কম্পিউটারের দেশে নাতনিদের কাছে চিঠি লিখি।দেখে ছেলে এবং বউমা বলল, আপনার মতো বৈচিত্র্যময় ঘটনাবহুল জীবন আর কয়জন দেখেছে, সেটাই লিখে ফেলেন না কেন? আমাদের ছেলেমেয়রা বড় হয়ে পড়বে।
তাদের কথায় লিখতে শুরু করেছিলাম।‘জীবন যে রকম’ আমার সেই চেষ্টার ফল।
ভূমিকায় একটা ছোট জিনিস বলে নেয়া দরকার। চেষ্টা করেছি জীবনের শুধু সেইসব ঘটনার কথা উল্লেখ করতে যেগুলো একালে দশজনের কাছে বৈচিত্র্যময় মনে হতে পারে, তবু স্থানে স্থানে একান্ত পারিবারিক কথা এসেছে সেটা বেশির ভাগ সময়েই রেখে দিয়েছি দুটি কারণে। প্রথমত, বাংলাদশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হবার পর তার শৈশব, তার ব্যক্তিগত ইতিহাস শুনতে অনেকে আমার কাছে এসেছে, তাদের কৌতূহল নিবৃত্ত করার একটু চেষ্টা। দ্বিতীয়ত, শৈশবে যাদের ভালোবাসায়অ সে বড় হয়েছে কিন্তু তার স্মরণে নেই বলে যাদের কথা সে ‘আমার ছেলেবেলা’ বইয়ে লিখতে পারেনি, তাদের প্রতি তার হয়ে আমার কৃতজ্ঞতায় প্রকাশ করার এটি একটি আন্তরিক প্রচেষ্টা।
সবশেষে পাণ্ডুলিপি ছাপার উপযোগী করে দাঁড় করিয়ে দেয়ার জন্যে আমার ছেলে মুহম্মদ জাফর ইকবালকে অনেক ধন্যবাদ।
আয়েশা ফয়েজ
২১ অক্টোবর, ১৯৯১
টিনটিন ফলস
নিউ জার্সি
ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
এম এস নিলয় বলেছেন: বলদের মতন কথা শুনলে মেজাজ গরম হয়।
আয়েশা নামের মেয়েদের বাচ্চা হয়না এইটা একটা লোকজ বুলি। আয়েশা ফায়েজ তো আর সেটা বানান নি। যা প্রচলিত সেটাই বলেছেন। এইটা একটা আত্মজীবনীমূলক বই; গল্প উপন্যাস নয়। গ্রাম্ম সমাজে আয়েশা নামের মেয়েদের বাচ্চা হয়না কথাটা হাজার বছর ধরে প্রচলিত।
পাছায় ইসলামের ধর্ম অবমাননার মূলা ঢুকিয়ে বই পড়লে সেটা না বোঝারই কথা অবশ্য।
মুহাম্মদ নামের হাজার লক্ষ মানুষ জেলে আছে; নাম মুহাম্মদ বলে কি বলা যাবে না যে মুহাম্মদ ধর্ষক বা খুনি?
এই যুক্তি কেবল আপনার মতন মানুষের মুখেই মানায়; সভ্য সমাজে নয়।
একজন মানুষের নামের ধোনে পাছায় মোহাম্মদ কেন লাগানো লাগবে সেটাই তো একটা হাস্যকর বিষয়। সে বড় হয়ে গরু হতে পারে ছাগল হতে পারে; নামের আগায় মুহাম্মদ আছে বলে তো আর সে পবিত্র হয়ে গেলনা বা নামের সাথে মুহাম্মদ আছে বলে একজন ভালো মানুষ তো আর আসল মুহাম্মদের মতন অমানুষ হতে পারেন না তাইনা ?
নামে কি আসে যায়?
আপনার কথা শুনে হাসুম না কান্দুম ভুঝে আস্তেসেনা :/
কাউকে সম্মান দিতে চাইলে সকলের উচির তার নাম ব্যাবহার না করা। ধরের একজন চোরের নাম মুজিবুর রহমান। এখন যদি কেউ বলে মুজিবুর রহমান চোর তবে যে চোর শুধু তাকেই বলা হচ্ছে।
জাতীর পিতার নামে নাম বলে চোরকে চোর বললে জাতীর পিতাকে গালি দেয়া হয়না। এই সহজ যুক্তি যদি আপনার মাথায় না ঢোকে তাইলে আর কিছুই করার নাই।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: এইটা কি বললেন বুঝায়া বলেন:
নামের আগায় মুহাম্মদ আছে বলে তো আর সে পবিত্র হয়ে গেলনা বা নামের সাথে মুহাম্মদ আছে বলে একজন ভালো মানুষ তো আর আসল মুহাম্মদের মতন অমানুষ হতে পারেন না তাইনা ?
উত্তরের অপেক্ষা করছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০
করিম মিয়া বলেছেন:
আয়েশা ফায়েজ তার বই 'জীবন যে রকম' নামক বইয়ের ১১ তম পৃষ্ঠায় দাবি করে আয়েশা নামের মেয়েদের নাকি বাচ্চা হয় না। উল্লেখ্য হযরত আয়িশা সিদ্দিকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা'র কোন সন্তান ছিলো না, এ বিষয়টাকে ব্যঙ্গ করেই কি এই বাক্য তার? ১৮ পৃষ্ঠায় -সে নাকি আয়েশা নামের বন্ধত্ব ঘুচিয়েছে ।
এরপর ৪৩ পৃষ্ঠায় নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারককে অবমাননা করে একটি চরিত্র আনে, যার নাম 'মুতু মুহম্মদ', নাউযুবিল্লাহ! ঐ লোক নাকি বিছানায় প্রস্রাব করে দিতো, তাই তার নাম মুতু, আর যেহেতু সে মুসলমান তাই তার নামের পরে যোগ হয়েছে মুহম্মদ ।
বইটির ডাউনলোড লিঙ্ক: http://goo.gl/v5Qp1o