|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 এম. সৌরভ
এম. সৌরভ
	সত্য ও শান্তির তরে সদা নির্ভীক
সবচেয়ে অবাক লাগে এটা ভেবে যে যারা একাত্তরে বাংলাদেশের সাথে বেইমানী করেছে, তারাই এ দেশের ক্ষমতা পেতে চাইছে !
তারা চাইছে এখানে রাজত্ব করতে ! এটা কি তাদের বিবেকেও বাধে না ??!!!
প্রবাদের কথা “চুরিতো চুরি আবার সিনাজুরি”। জীবনে দেখলাম যারা কারো সাথে বিট্রে করে ধরা পরে, পরবর্তীতে ক্ষমা পেলেও লজ্জার সাথে একটু দুরুত্ব রেখে চলে। কিন্তু………
তাই অপরাধীদের সাজা সবাই চায়, তাই আমিও এর ব্যতিক্রম নই। তাই তরুন প্রজন্মের একাগ্রতাকে স্বাগতম।সত্যের লড়াই যুগে যুগে সমাধৃত, প্রশংসার যোগ্য, গর্বের বস্তু।কিন্তু…….
বলার আগে একটা স্মৃতি মনে পড়ল
১) ২০০৫ সালের ঘটনা।
সাভারে কোন এক গার্মেন্ট ভবন ধসে গিয়ে অনেক প্রানহানীর ঘটনা ঘটে। এর মধ্যে এক ব্যক্তির ৫ বা ৭ দিন আটকে থাকার পরও জীবিত উদ্ধার করা হয়। প্রথম আলো সহ বেশ কিছু দৈনিকে ছাপা হয় তার দুর্বিশহ স্মৃতিময় ৭ দিনের কথা। সে বলছিল
“…… । ক্ষুধার্থ আর দুর্বলতা এমন ভাবে পিপাসার্থ করেছিল যে সিদ্ধান্ত নিলাম হাতের কাছে যে বতলটা আছে তার মধ্যে পস্রাব করে এটা দিয়েই তৃষ্ণা নিবারণ করব। সেভাবে বতল পুর্ণ করে যখন মুখে দিব তখন কেমন যেন বিবেক থেকে বাধা দিল। মনে হল “অপবিত্র ও বজ্র দিয়েতো আর পবিত্র মুখের তৃষ্ণা নিবারণ হয় না। তাই এত করুন অবস্থায় ও এটা আমি পারলাম না।”………।”
২) ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদ বা হত্যা হাঙ্গামা দিয়ে ভাল কিছু আ্সে না, কিছুতেই না।
৩) খারাপ সেটা বড় থেকে বড় কিবা ছোট থেকে ছোট, যে ই করূক তা খারাপ ই।
এখন আন্দোলন মানি বা সাপোর্ট করি কিন্তু
১) আল্লাহর অস্তিতের অবমাননা তো মানতে পারি না।
২) রাসুল সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম, যিনি বর্তমানেই ২০১ কোটি মুসলিমের আদর্শ তার প্রতি কটাক্ষ তো মানার মত না।
৩) পুরুষ-মহিলা একসাথে একজায়গায় ২৪ ঘন্টা বা কম-বেশী বে-পর্দা অবস্থান কোন ভাবে ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না।
৪) অধিকাংশ সময় নৃত্য-বাজনা, যা ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না।
৫) এসব বিষয় যারা বলতে যায়, তাদেরকে অপবাদ দেয়া তো ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না।
৬)  কোন বিন্দু পরিমান ঈমানওয়ালাও এসব মানতে পারেনা।
আমরা সত্যকে সত্য ও অন্যায় কে অপরাধ বলব কিন্তু তার মানে কি এই যে, এক অপরাধের আড়ালে আরেকটি অপরাধকে পশ্রয় দিতে পারি না। 
খারাপ কাজ করি, তবে তা খারাপ জেনেই করি, এটা কে মহৎ কিছু কেন ভাবব? !!
কথাগুলো বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞদের মতামত থেকে গৃহীত। কথাগুলো ভাববার ও বিবেচনার বিষয়, তাই পোষ্ট টি করলাম।
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
এম. সৌরভ বলেছেন:  কোন বিন্দু পরিমান ঈমানওয়ালাও এসব মানতে পারেনা, sohomot জানাতেই হবে।
আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
ভালো থাকবেন।
২|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০২
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত জানাচ্ছি
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
ধন্যবাদ
৩|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:১১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:১১
শার্লক বলেছেন: খুব ভাল একটা উদাহরণ দিয়েছেন।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: এটা একটা বাস্তব উদাহরন, তাও এক কর্মী ভাইয়ের। কোন সুশীল সমাজের নয়।
৪|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪০
রিফাত হোসেন বলেছেন: ৩ ও ৪ পয়েন্ট মেনে চলা টাফ টার্গেট আজকের যুগে 
৩ পয়েন্টে তীব্র সহমত
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: ৩ নং টা যে কোন কনজার্ভেটিব বা চিন্তাশীল পরিবার মেনে নিতে পারে না।
ভালো থাকবেন।
৫|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৩
মৃদুল মিয়া বলেছেন: ভাইরে বুঝলেন না এইগুলান হইলো রাজনৈতিক ইস্যু, তাই এইগুলানের কোন বিচার হয় না। যেমন : সাংবাদিক দম্পতি সাগর-রুনি। যেমন: হরতালের বলি বিশ্বজিৎ, যেমন ইলিয়াস আলী, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, পদ্মা সেতুর দূর্নীতি, রেলের কালো বিড়াল,  এমন হাজার হাজার বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়। এছাড়া নিত্য নৈমিত্তিক টানা পোড়ন যেমন: বাজার উর্দ্ধমূল্য, বাড়িভাড়া, বাসভাড়া, যানজট...... আর কত বলব। কেন আমরা এইসব বিষয় নিয়ে একজোট হতে পারি না। তাই বলে কেউ আবার মনে করবেন না। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই না। অবশ্যই চাই। কিন্তু আসুন আমরা এই ইস্যুর সঙ্গে আমাদের দেশের অন্যান্য ইস্যুগুলিও যুক্ত করে আন্দোলনকে বেগবান করি। করি আমাদের সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের ব্যবস্থা। 
ইহা কোন রাজনৈতিক মন্তব্য নয়। কেউ যদি আমার এই মন্তব্যে কষ্ট বা আঘাত পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করবেন। কাউকে আঘাত দেয়া বা কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৫
এম. সৌরভ বলেছেন: কথা সত্য, তবে আমাদের পেরে উঠতেই হবে...
ভালো থাকবেন, ভাই।
৬|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৭
তাজুল_ইসলাম বলেছেন: সহমত জানাচ্ছি। আজ হবে মুসলমানদের ঈমানের পরীক্ষা ।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৭
এম. সৌরভ বলেছেন: ঈমানের পরীক্ষা কতই হয় কিন্তু পাশ করতে পারে কজন?
তবে কিছু না কিছু করা তো আবশ্যক পর্যায়েই এসে দাড়িয়েছে।
ভালো থাকবেন।
আল্লাহ কেবল আপনার জন্য উত্তম প্রতিদান দিতে পারেন।
৭|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১০
পানকৌড়ি বলেছেন: শ্লোগান দেয়া গেলেও তাকে নিয়ে সংসার ! 
আমার এক বন্ধু আমাকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৯
এম. সৌরভ বলেছেন: বিষয় টা তো ফেলে দেবার বা ছেড়ে দেবার কিছু না।
আর সকলের মন ও এক না।
৮|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২১
ধৈঞ্চা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আমরা সবাই সবকিছু জানি কিন্তু কিছুই করতে পারি না শুধু প্রতিবাদটুকু ছাড়া। আস্তে আস্তে সবকিছু চলে যাচ্ছে নষ্টদের আধিকারে। যে সমস্ত পোষ্ট ১০ বছরে আগেও কেউ চিন্তা করত না এখন এগুলোই ব্যাপকভাবে প্রচার হচ্ছে, এবং এক শ্রেণীর লোক তাদের সাফাই গাইছে।
   
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩২
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩২
এম. সৌরভ বলেছেন: আসুন একসাথে, করি কিছু দূর....
ভালো থাকবেন।
৯|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৮
নিষ্কর্মা বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/102174/small/?token_id=091b5786a45dbb5bc64b43580bd8977d
সব হবে, একে একে, ধাপে ধাপে
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
এম. সৌরভ বলেছেন: হুম, ছবিটা অস্পষ্ট।
তবে সবই হবে একদিন। ঈন শা-আল্লাহ
১০|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
সপ্নচোরা বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দেয়ার আগে একটা বিষয়ে আপনার ক্লিয়ার থাকা ভাল.....
শাহবাগে যে আন্দোলনের সুত্রপাত হয় তা কোন ধর্মীয় আন্দোলন নয়। এটা একটা রাজনৈতিক জাতীয় আন্দোলন। যেখানে দলমত নির্বীশেষে সবাই অংশ গ্রহন করেছে। মুসলমান,হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্ট্রান, আস্তিক, নাস্তিক সহ সকল ধমের মানুষ এখানে একসাথ হয়েছে শুধুমাত্র দেশের প্রতি /জাতির প্রতি দায়বদ্ধতা থেকে।
তাই এখানে ব্যক্তিগতভাবে এক এক জন এক মতের,ধমের এবং চিন্তাধারার। তাদের মতাদর্শের সাথে সামিগ্রিক আন্দোলেনর মতাদর্শের মিল নেই। এখানে শুধু সেই ইস্যুটাই প্রকট যে ইস্যুতে আমরা একসাথ হয়েছি।
আমি আন্দোলন শুরু থেকে এখন পর্যন্ত আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় এবং নিজে ব্যক্তিগতভাবে ইসলামী আদর্শে লালিত হওয়ার আপনার প্রশ্নগুলোর্ উত্তর দেয়ার চেষ্টা করছি। আমার উত্তরগুলো যাচাই এর নিমিত্তে শাহবাগে গিয়ে স্বচক্ষে দেখে আসার অনুরোধ রইল।
১. আন্দোলনকারীদের কেউই আল্লাহর অস্তিত্তের অবমাননা  করছেনা। 
২. আজ পর্যন্ত আন্দোলনে রাসুল সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম কে অবমাননা করে কেউ কোন কথা বলেনি। সামনে বলার মত দৃষ্টতাও কেউ দেখাতে পারবেনা ।
৩. এখানে সবার বুকে দেশপ্রেম, অশ্লীল চিন্তা বা নিজেকে প্রদর্শনের মানসিকতা কারো মধ্যে আছে বলে মনে হয়না।
৪. বাংলাদেশ সংস্কৃতি ঐতিহ্য সমৃদ্ধ জাতি। তারা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যেমে তাদের সুখ দুঃখ-আনন্দ-বেদনা প্রকাশ করে। এখানে তারা নিজস্ব সংস্কতি দিয়ে অহিংস প্রতিবাদ করছে। প্রতিবাদ হচ্ছে সম্পুর্ণ বাঙালিয়ানায়, পাশ্চাত্যের অশ্লীলতার ছিটেফোটাও এখানে নেই।
৫. অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস নিয়েই এখানে সবাই সমবেত হয়েছে। আপনি হয়তো শুনে থাকবেন এখান থেকে বার বার ঘোষনা দেয়া হচ্ছে যে, শাহবাগে কোন ধর্মকে নিয়ে কোন প্রকার কটুক্তি করা হচ্ছেনা। যদি কেউ করে তাকে পুলিশে ধরিয়ে দিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বরং জামাত শিবির উল্টা-পাল্টা ভূল তথ্য দিয়ে আলেম/ইসলামী সমাজ তথা আপনাদের মত ধর্মপ্রাণদের কে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। 
আপনাদের প্রতি অনুরোধ বিভ্রান্ত হবেননা।চোখকান খোলা রাখুন,যাচাই করুন তারপর  আন্দোলনে শরিক হোন। 
সকল রাজাকারের ফাঁসি হোক.......জয় বাংলা। ভাল থাকবেন
এই লিংকে ঢুকে দেখুন........
Click This Link
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
এম. সৌরভ বলেছেন: প্রথমে এত বড় মতামতের তরে ধইন্যা।
এটা তো আমি ও বললাম যে, আন্দোলন তো সাপোর্ট করছি দোষীলোকের জন্য, কিন্তু পয়েন্ট গুলো যদি হয় তখন ও আন্দোলন মানব তবে খারাপ কিছু মানতে পারব না।
লিংক দেখলাম, তবে মারাত্বকত অবস্থা !!!
তবে আপনি ৩ ও ৪ এর জবাবে যা বলেছেন তা কিন্তু আমার-আপনার চোখে না হলেও, বলেছি যে ইসলাম সাপোর্ট করে না।
মজার ব্যাপার হলো মেডিকেল সায়েন্সও আপনার কথাটাকে(৩ নং) আধা ঘন্টা থেকে ৬ ঘন্টা পর্যন্ত মানুষ বেধে সাপোর্ট করে।
আপনার আমার সংস্কৃতি অনেক কিছুই হতে পারে, তবে তা ইসলাম সাপোর্ট দেবে এটা তো কথা না।
"হ্যা, আমাদের করতে হচ্ছে, যদিও তা ইস্লামের দৃষ্টেতে হারাম, কবীরাহ গুনাহ।" অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস বলতে এটাকে ও বুযায়।
আশা করি বুযতে পেরেছেন।
ভালো থাকবেন। 
১১|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
িজসান বলেছেন: +++++
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪১
এম. সৌরভ বলেছেন: আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
ভালো থাকবেন। 
১২|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩২
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩২
আমরা তোমাদের ভুলব না বলেছেন:  রিফাত হোসেন বলেছেন: ৩ ও ৪ পয়েন্ট মেনে চলা টাফ টার্গেট আজকের যুগে
৩ পয়েন্টে তীব্র সহমত 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪১
এম. সৌরভ বলেছেন: কিছু করার নাই, সত্য যদিও তেতো হয় তা সত্যই।
ভালো থাকবেন। 
১৩|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৬
আহলান বলেছেন: স্কুল কলেজ ভার্সিটি চাকরী ব্যবসা সব ক্ষেত্রেই নারী পুরুষ আজ কাধে কাধ মিলিয়ে কাজ করছে্ সুতরাং এরই মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। দ্বিতীয় কথা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শকে অন্তরে ও কাজে লালন ও পালন করতে হবে। সেখানে কোন নোংরামীর স্থান নেই। কেউ নোংরামী করতে চাইলেও সুযোগ দেয়া যাবে না।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
এম. সৌরভ বলেছেন: কাধে কাধ মিলিয়ে বা যেমন ই করেন , তাতো খুব ভালো কাজ ভেবে করা যাবে না,কি বলেন?
 এটা শুধু অপারগদের জন্য বৈধ, তাহলে বাকিরা।
ভালো থাকবেন।
১৪|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৩
দুরন্ত-পথিক বলেছেন: লেখকের সাথে সহমত।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
এম. সৌরভ বলেছেন: আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
ভালো থাকবেন।
১৫|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৮
নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। 
Click This Link
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: হুম, দেখলামতো।
তবে খারাপ যে ই করুক তা খারাপ ই।
ভালো থাকবেন।
১৬|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৮
আমাবর্ষার চাঁদ বলেছেন: সহমত অবশ্যই....... রাজাকারের ফাসি আমিও চাই, কিন্তু এভাবে কি সম্ভব!!??? 
যে দেশ ৪০বছর ঘুমিয়ে কাটালো তারা এই ২০১৩ সালে কি পাইলো....... ইন্টারনেট কি আগে ছিলো না? ব্লগ কি আগে ছিলো না? তরুণ সমাজ কি আগে ছিলো না!!!??? 
আর হাতে গোনা এই কয়টা রাজাকারকে কেন ৪০ বছর বাচিঁয়ে রাখা হলো?? কেউ কি জানেন...........
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: কখন কার মনে কোন শক্তি আসে, তা তো আর বলা যায় না।
 তবে হোক তরুনের জয়।
ধন্যবাদ
১৭|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
বিকেএমতানভীর বলেছেন: সহমত পোশন করছি
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
এম. সৌরভ বলেছেন: আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
ভালো থাকবেন।
১৮|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৮
কিউ জামান বলেছেন: পুরুষ-মহিলা একসাথে একজায়গায় ২৪ ঘন্টা বা কম-বেশী বে-পর্দা অবস্থান কোন ভাবে ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
এম. সৌরভ বলেছেন: আল্লাহ তায়ালাই উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা।
আল্লাহ সবাই কে বুয দান করুন।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫১
abdur_rahimhappy বলেছেন: সহমত জানাচ্ছি,