নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম !!

এন. ইসলাম মিতা

এমটিএ৫৬৭

নূ. ইসলাম মিতা

এমটিএ৫৬৭ › বিস্তারিত পোস্টঃ

কল ব্লক বা ব্লাক-লিস্ট করুন বিনা পয়সায় যতখুশি তত

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৮

মোবাইল ব্যবহারকারী মাত্রই মোটামুটি অনেকেই.. পরিচিত-অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন সময়ে কল/মিসকল এর যন্ত্রনায় অতিষ্ট-বিরক্ত। আপনি চান না এমন বিরক্তকর বা বিশেষ বিশেষ নম্বর থেকে আপনার মোবাইলে কল / মিসকল করুক। এর জন্য আমাদের মোবাইল কোম্পানীগুলো Value Added Service চালু করেছে। মানে টাকার বিনিময়ে সীমিত সংখ্যক অনাকাঙ্খিত মোবাইল নম্বরকে ব্লক করা।

ইচ্ছে করলে আপনি বিনা পয়সায় যত খুশী যে কোন নম্বর ব্লক কে ব্লক করতে পারেন সফটওয়্যারের মাধ্যমে। এমন একটি কার্যকর সুন্দর সফটওয়ার হলো হলো Best Blacklist. এর জন্য আপনার থাকতে হবে নকিয়া সিরিজের 3rd Edition (যেমন Nokia N73) হ্যান্ডসেট। এটা ব্যবহারে ব্লাক-লিস্টেট ব্যক্তি যতবার কল করবে ততবার সে Busy Number ম্যাসেজ পাবে। মজার ব্যপার হলো-ব্লাক-লিস্টেট ব্যক্তির নম্বর হতে হতে কত বার কয়টি কল, কোন তারিখ ও সময়ে করা হয়েছে রিসিপ্ট কললিস্ট এবং এর লগ ফাইলে আপনি দেখতে পাবেন।

Download...Link 4 u:

১. Click This Link





২. Click This Link



সফটওয়্যারটি ডাউন করে আনজিপ করুন, কি-জেনাটরটসহ ইনস্টল করার সিস্টেম ..

Best Blacklist Install and Get Code:

1st Install "Best RejectCall.sisx" in your Mobile Memory.



GET Code: ... STEP BY STEP



**YOU CAN FIND FILE KEYGEN.EXE RUN THIS FILE, THE ICON IS HSPDA KEYGEN



** CLICK LINE "PLEASE SELECT AN APPLICATION" THEN CHOOSE YOUR APPLICATION WHO NEED

THE KEYGEN EXAMPLE BEST MESSAGE STORER CLICK IT



** INPUT YOUR IMEI IN LINE IMEI TO GET IMEI IN YOUR MOBILE PHONE TYPE *#06#



** INPUT YOUR EMAIL IN LINE EMAIL

**CLICK GENERATE



THEN YOU WILL SEE THE CODE INPUT THIS CODE IN YOUR MOBILE PHONE OKE GUYS ITS EASY AND FREE

ভালো লাগলে বা কাজে লাগলে মন্তব্য করুন। বা বুঝতে সমস্যা হলে জানান। আমার ক্ষুদ্র ভান্ডারে যা আছে তা দিয়ে সহযোগীতা করবো।

জনপ্রিয় মোবাইল ইউলিটি/সিকিউরিটি সফটওয়্যার ,,, সম্পর্কে মোবাইল ব্যবহারকারীদের সেবা করার সুযোগ দিন।



- পরবর্তী

পোস্ট : কল রের্কডিং (without Beep)

মন্তব্য ২৭ টি রেটিং +২৬/-১

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৪

টম. বলেছেন: ব্লগে স্বাগতম । লিখতে থাকুন । ভালো লাগলো ।

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪০

এমটিএ৫৬৭ বলেছেন: মি.টম,
উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৭

অক্টোপাস বলেছেন: ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম!

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১

এমটিএ৫৬৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৫

সাগর ঢাকা বলেছেন: অনেক ধন্যবাদ ...আমি একটা সফটয়ার ব্যবহার সেটা , কিন্তু এটা ডেমো, আপনার পরবর্তী পোস্ট এর অপেক্ষা তে থাকলাম :)

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০১

এমটিএ৫৬৭ বলেছেন: মি, সাগর,
এটা ডেমো হলেও কি-জেনারেটর দেয়া আছে।
আমি এটা ইউজ করছি, কোন সমস্যা পরিলক্ষিত হয়নি এখনো।
ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য।

৪| ১৪ ই জুলাই, ২০১০ রাত ১২:২৪

মাইক্রো বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে জুলাই, ২০১০ ভোর ৫:১৭

পিচ্চি পোলা বলেছেন: তবে সমস্যা আছে। অপারেটরের মাধ্যমে কল ব্লক করলে সেই কল আপনার মোবাইলেই যাবে না। কিন্তু এই সফটওয়্যার দিয়ে কারো নাম্বার ব্লাকলিস্ট করলে সে যখন কল দিবে তখন কিন্তু তার মোবাইলে রিং হবার শব্দ শুনতে পাবে। তবে সেটা ২/৩ সেকেন্ড পর্যন্ত। তারপর কলটি কেটে বিজি টোন যায় তার কাছে। মনে হবে আপনি নিজেই তার কলটি কেটে দিয়েছেন। আপনার মোবাইলে কল ঢোকার পর যদি কল কেটে দেন তবুও কিন্তু অপর প্রান্ত থেকে নাম্বার বিজি লেখা উঠবে। এই সফটওয়্যার যদি মোবাইলের কল ঢোকার মুহুর্তে কলটি কেটে দিতে পারতো তবে উপকারী জিনিস হত। কিন্তু একটু রিং হবার পর তারপর কাটে। এখানেই সমস্যা। আপনি নিজেই বেইজ্জতি হতে পারেন।
তবে বিকল্প আছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেম বাদে অন্য যেসব সাধারণ মানের সেটে এই অপশন আছে (বিশেষ করে চায়না সেটে) সেগুলো হচ্ছে কামের জিনিস। কোনো নাম্বার ব্ল করলে কল আপনার মোবাইলে ঢোকার আগেই গদাম!!!

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৪

এমটিএ৫৬৭ বলেছেন: এটা ব্যবহারে কল সব সময় বিজি দেখাবে- রিং হবার শব্দ শুনার আগেই।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮

লনলি নয়ন বলেছেন: কোন কোডের কথা বলা হইছে......বস্‌

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৪

সামদ বলেছেন: যারা অন্যান্য সেট ইউজ করেন যেখানে এটা করার অপশন নাই, সেখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হল যেসব নাম্বার থেকে ফালতু ফোন আসে সেগুলোকে একটা গ্রুপে নিয়ে গিয়ে সে গ্রুপ রিংটোন হিসাবে শব্দহীন একটা ভয়েস ফাইলকে সেট করে দেওয়া। নিজের মোবাইলেই রেকর্ড করা যায় একটা ভয়েস ফাইল যেখানে কোন সাউন্ড থাকবে না। এরপর হাজার বার ফোন এলেও যার ফোন সে কোন রিং শুনবে না আর ঔ পাশে বদমাইশ লোকজনের হাত ব্যথা হতে থাকবে... :)

৮| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৭

অসীম পাল বলেছেন: নকিয়া ২৭৩০ ক্লাসিকের জন্য এই সফটওয়ার কি আছে?

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৯

এমটিএ৫৬৭ বলেছেন: নকিয়া ২৭৩০ ক্লাসিকের এমন সফওয়্যার আমার সংগ্রহে নাই।
ধন্যবাদ

৯| ০৩ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০১

লনলি নয়ন বলেছেন: amar Nokia 5500 Sport e hoy na...15 diner trial diche..amr jonnno kono option nai.?janaben plz

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫১

এমটিএ৫৬৭ বলেছেন: এখানে মুল সফটওয়্যার ও রেজিস্ট্রি কোড এর জন্য দুইটি লিংক দেয়া আছে। চেষ্টা করে দেখুন ১৫ দিনের বদলে আজীবন এর সুবিধা পাবেন।

১০| ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৫

মোঃ আরিফ উদ্দিন বলেছেন: রাইখা দিলাম। পরে ট্রাই মাইরা দেখমু।

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫২

এমটিএ৫৬৭ বলেছেন: আইচ্ছা

১১| ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৪

রাজর্ষি....... বলেছেন: আমি বেনকিউ-সিমেন্স এস-৮৮ ব্যবহার করি এটাতে এই অপশনটা প্রি-লোড করা তবে মাত্র লাস্ট ১০ টা কলের সময় দেখা যায় তবে কয়টা কল দিয়েছে তা দেখা যায়...

১২| ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৬

শয়তান বলেছেন: নোকিয়া ই সিরিজে কি কাজ করবে এইটা ?[ E51 ]

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৬

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: দারুণ

১৪| ২১ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫৪

জারনো বলেছেন: চাইনিজ সেট জিন্দাবাদ। কোন ভ্যালু আ্যাডেড চার্জ ছাড়াই যায়গায় ব্রেক। বড় কামকি চিজ হ্যায়

১৫| ০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১

আগামি বলেছেন: ভাল পোস্ট।

১৬| ২২ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৪

নিশি কথক বলেছেন: বস পোস্ট তো ভালই দিছেন তবে দাদা যার নোকিয়া এন ৭৩ কিনার সামর্থ্য আছে তার কল ব্লক করার কস্ট এফোর্ড করার ক্ষমতাও আছে। মাইন্ডে নিয়েননা গুরু। তবে পোস্ট হেব্বি হইছে।

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৫

এমটিএ৫৬৭ বলেছেন: এটা নকিয়া এন সিরিজের অনেক গুলো সেট এ কাজ করে।
যাদের কেনার সামর্থ্য নাই,,,,,,,তারা পিচ্চি পোলা'র মত চায়না মোবাইল ব্যবহার করতে পারেন। কিন্ত তা সীমিত ..সম্ভবত ২০ টি নম্বর ব্রাক লিষ্ট করা যাবে।
ধন্যবাদ।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৭

রিদুয়ান বলেছেন: চমৎকার!!!

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৯

রিদুয়ান বলেছেন: চমৎকার!!!

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৯

রিদুয়ান বলেছেন: চমৎকার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.