| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে কি চাও মেডিকেলে?
কাজটা ভীষণ সহজ
প্রশ্ন কিনে পরীক্ষা দাও
নাই বা থাকুক মগজ।
রেজাল্ট নিয়ে চিন্তা ভীষণ
কিচ্ছু শেখোনি বছর জুড়ে?
শিখতে হবে না, প্রশ্ন কেনো
এ প্লাস আসবে উড়ে উড়ে।
প্রশ্ন ফাঁসে পড়ছে ফাঁসি
যদিও ভবিষ্যতের গলায়
তবুও স্বাগত মৃত আগামী
রাঙিয়ে দিচ্ছি ফুলের মালায়।
অদ্ভুত এক উটের পিঠে
চলছে স্বদেশ, মরছে শিক্ষা
মরুক গে সব, মোর তাতে কী
নিচ্ছি প্রকৌশলের দীক্ষা।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
এসব ডাক্তারেরা অন্যদের পকেট কেটে, ভারত যাবে নিজের চিকিৎসার জন্য