![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমামগণ অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাঁরা সমাজের ধর্মীয় গুরু। ইসলামের সূচনালগ্ন থেকেই ইমামতির পদে সব সময় সমাজের সম্মানিত ব্যক্তি ও জ্ঞানীরা ছিলেন। রাসুল (সা.)-এর যুগে তিনি নিজেই ইমামতি করতেন। তাঁর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশেদিন ইমামতির মহান দায়িত্ব পালন করেছেন। ইসলামের শাসনামলে রাষ্ট্রপ্রধান নিজেই ইমাম হতেন। জুমার দিন মুসলি্লরা শহরের সবচেয়ে বড় মসজিদে একত্র হতেন। এখন রাষ্ট্রপ্রধান ও মসজিদের ইমামের মধ্যে বিরাট দূরত্ব তৈরি হয়েছে। বর্তমান সময়ে ইমাম-খতিবগণ রাষ্ট্রপরিচালনা দূরের কথা, সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতেও নারাজ। ইমামতি পেশা মহৎ একটি দায়িত্ব। প্রিয় রাসুল (সা.) বলেছেন, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ মেশকের তৈরি টিলার ওপর অবস্থান করবে- ১. ওই গোলাম, যে আল্লাহ ও তার মালিকের হক আদায় করে; ২. যে ইমামের ওপর তাঁর সম্প্রদায়ের লোকেরা সন্তুষ্ট থাকে। ইমামগণ প্রধানত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজসহ সমাজের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন। সমাজের মানুষকে নীতিনৈতিকতা ও ধর্মের অপরিহার্য বিষয় শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। ইসলামের সঠিক চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের ধর্মীয়, নৈতিক ও পেশাগত দায়িত্ব। ইমামগণ এই অপরিহার্য দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা বিভিন্ন সময় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। যুগে যুগে ইমামগণ সত্য বলার অপরাধে শাসকদের রোষানলে পরে জীবন দিয়েছেন। তবু তাঁরা ইসলামের ওপর কোনো আঘাত এলে নীরবে বসে থাকতে পারেননি। তাঁরা প্রতিবাদ করেছেন। এই মহান পেশার মর্যাদা রক্ষা করেছেন। মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। ইমামগণ সেই কেন্দ্রের স্পন্দন। আলোকিত সমাজ গঠন ও উন্নয়নে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। এই সময়ে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিরা সমাজে দিন দিন গুরুত্বহীন ও অবহেলার শিকার হচ্ছেন। মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটি, ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা এখানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছেন। আমাদের আবেদন, মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষকদেরকে নিজেদের কাজ করতে দিন। তাঁদের কাজে হস্তক্ষেপ করবেন না।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৪
ফেরদাউস আল আমিন বলেছেন: কি ভাবে এবং কোন কোন এলাকায় হস্তক্ষেপ করছেন, বিস্তারিত লিখলে ঘঠনমূলক উত্তর দেয়া যেত।