নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ও মন লাগে , ভাব নিতে হয় । ভাবস মারো ।

ভাইস চ্যান্সেলর

আমার মত আমার জীবন, আমি জীবনকে লালিত করি । জীবন সে তো কাগজের নৌকা ।

ভাইস চ্যান্সেলর › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লা এখন কারাগারের মালি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

মানবতাবিরোধী অপরাধের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে কয়েদি হিসেবে কাশিমপুর কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কারা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। তবে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় এই ১৫ বছরও একসঙ্গে ভোগ করা হয়েছে বলে বিবেচিত হবে। একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

গ্রেপ্তারের পর ২০১০ সালের ১৯ জুলাই কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০১১ সালের ২৪ জুন তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গত ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগে তাঁকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার জামায়াতের এই নেতাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারা সূত্র জানিয়েছে, কাদের মোল্লাকে কাশিমপুর কারাগারের পার্ট-২ এর ‘ষাট সেলে’ রাখা হয়েছে।

কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানিয়েছেন, চিকিত্সকের পরামর্শে কাদের মোল্লার শারীরিক সামর্থ্য অনুযায়ী তাঁকে কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.