নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধ অসহায় অবহেলিত কেন স্বজনের কাছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭



জীবন চলার পথে অনেক করুণ দৃশ্য চোখে পরে, এমনই একটি দৃশ্য আমাকে চমকিয়ে দিল।
:
:
আমি: চাচা এই বয়সে আপনি খেটে খাচ্ছেন?
,
চাচা: বাবা আপনে হুজুর মানুষ! সরম দিয়েননা! এইডা আমার বাইগ্য।
'
আমি: চাচা আপনার অবস্তা দেখে আমার দরদ হল এই জন্য বলছি।
,
বৃদ্ধ ভারখানা কাধঁ থেকে নামিয়ে ললাটের ঘাম মুছতে ছিল।
আমি তাকে অভয় দিয়ে ইসলামের শান্তনাবাণী শোনালাম!
:
এবার রহস্যাদি উন্মোচন করলেন তিনি,
ছেলে হারাম উপার্জন করে বিধায় বৃদ্ধদম্পত্তী নিজ সন্তানের ঘর সংসারকে বর্জন করলেন।
;
বৃদ্ধাশ্রমে আলসে জীবনকে পরিহার করে কাধেঁ বুঝা উঠালেন, কাহারো কাছে হাত পেতে নেওয়ার চাইতে নিরলস জীবনকে পূজি বানালেন।
:
বেচারার অশ্রু সিক্ত নয়নের দিকে নজর করে বিচলিত হয়ে পরলাম।
পরিশেষে মানব হিসাবে বৎসনা জানালাম চাচার বিপরীত পশুরূপী ঐ লুটেদের উপর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনার স্বজন হওয়ার কথা শেখ হাসিনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১১

muftisiraji বলেছেন: @গাজী সাব! তাতো বটেই তবে এর উপমা বেশ আমাদের সমাজে দেখা দিয়েছে যা, বিদূরিত করতে যৌথ প্রচেষ্টার প্রয়োজন।। Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.