![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্টটি পড়ুন.!
অতঃপর সকলেই শেয়ার করুন..!!
_
বয়ঃসন্ধিকাল কী?
বয়ঃসন্ধিকালের লক্ষণ কী??
বীর্য কী?বীর্য বের হলে আমাদের করণীয় কী?
.
গর্ভধারণ কী জিনিস?
একটি মেয়ে কিভাবে গর্ববতী হয়??
অবৈধভাবে গর্ভবতী হলে কী করণীয়???
.
এইডস কী? এইডস কেনো হয়??
অনিরাপদ দৈহিক মিলন এইডস ছড়ানোর সবচেয়ে বড় কারণ। এইচ আইভি আক্রান্ত
ব্যক্তির বীর্য বা যৌনিরসের মাধ্যমে যৌনসঙ্গীর দেহে এইডসের ভাইরাস প্রবেশ করে।
_
উপরের প্রশ্নগুলোর উত্তর জানতে চান!?
ক্লাস সিক্স থেকে শুরু করে স্কুলের যে কোনো শ্রেণীর সিলেবাসের বইতে খুঁজে দেখলেই আপনি বিস্তারিতভাবে উত্তরগুলো পেয়ে যাবেন।
.
কী অবাক হচ্ছেন!? প্লিজ অবাক হবেন না!
আমার আপনার কোমলমতি
ছোট-ছোট ভাই-বোনদেরকে এভাবেই যৌনতা শেখানো হচ্ছে স্কুলের ক্লাসে।
_
এবার আসি মূল পয়েন্টে,
.
অনিরাপদ যৌন সম্পর্কই এইডস রোগে আক্রান্ত হওয়ার সব'চে বড় কারণ।
সুতরাং এইডস থেকে বাঁচতে হলে চাই,
নিরাপদ যৌন সম্পর্ক! ঠিক বলেছি না!?
.
কোমলমতি বাচ্চাদেরকে যৌন শিক্ষার সুব্যবস্থা যেহেতু করে দেওয়া হয়েছে! সেহেতু বাচ্চারা কৌতুহলবশঃ যে কোনো সময় যৌন প্র্যাক্টিস করতেই পারে। আর এটা দোষণীয় (!) কিছু না।
.
কিন্তু সেই প্র্যাক্টিসটা যদি অনিরাপদ হয়ে যায়!?
আররে টেনশন নিয়েন না!
বর্তমান প্রগতিশীলরা বোকা নয়।
_
নিরাপদ প্র্যাক্টিসের জন্যই এবার স্কুল কলেজগুলোতে ফ্রী কনডম বিতরণের সুন্দর এক প্রস্তাব পেশ করেছে "জাতীয় শিক্ষাবোর্ড "!!!
_
শিক্ষাব্যবস্থা প্রণয়নকারীদের
শুধু ফ্রী কনডম কেনো!? সাথে ফ্রী ফ্যামিকন
দেওয়ার-ও অনুরোধ জানাচ্ছি আমরা।।
_
এইতো কয়েকদিন আগেই শিক্ষাখাতে ভ্যাট বিরোধী সফল আন্দোলন সম্পন্ন হয়ে গেলো।
শ্লোগান ছিলো, "নো ভ্যাট অন এডুকেশন"।
.
এই সফলতার অন্যতম কারণ হচ্ছে,
অনলাইন-অফলাইন, ভার্চুয়াল-রিয়েল লাইফ
সব জায়গায় ভার্সিটি স্টুডেন্টদের সরব
উপস্থিতি এবং সুদৃঢ় আন্দোলন।
.
আচ্ছা! বাবা আদম ও মা হাওয়া আ.
থেকে শুরু করে আমার আপনার মা-বাবা পর্যন্ত যত মানুষ পৃথীবিতে এসেছেন, তাদেরকে কোন্
স্কুল-কলেজে যৌন শিক্ষা দেওয়া হয়েছে!?
.
আমার, আপনার কোমলমতি ভাই-বোনদেরকে
চারিত্রিক অবক্ষয়ের হাত থেকে
রক্ষা করতে হলে, প্রাথমিক শিক্ষামূলক
বই-পুস্তক থেকে যৌনতা নামক নগ্নতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
muftisiraji বলেছেন: শোকরিয়া
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
রুদ্র জাহেদ বলেছেন: আসলে অনেক ব্যাপারই বিতর্কিত
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
muftisiraji বলেছেন: যেমন?
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
গরু গুরু বলেছেন: যাযাকাল্লাহুল খাইর।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
muftisiraji বলেছেন: মাশাআল্লাহ!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
দরবেশমুসাফির বলেছেন: অনেক কিছুই বিতর্কিত। তবে "বীর্য কী?বীর্য বের হলে আমাদের করণীয় কী?" এটা শেখালে সমস্যা কোথায়?
আমার জানা মতে অনেক টিনএজই স্বপ্নদোষের পড় ঠিক কি করতে হয় জানে না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
muftisiraji বলেছেন: হুম!! তা তো বটেই :-( তবে অন্যান্যগুলো কি??
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
মুহাম্মাদ শাথিল বলেছেন: এভাবে চলতে থাকলে এ জাতির ধ্বংস অনিবার্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
muftisiraji বলেছেন: ধন্যবাদ!!! আমেরিকার দশাও এদেশে হতে পারে।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
SohanX বলেছেন: বাঙালিদদের সব বিষয়েই চুলকানি থাকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪০
muftisiraji বলেছেন: হুজুগে বাঙ্গাল।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
মো:ফয়সাল আবেদিন বলেছেন: আনেক কিছুতে বির্তক আছে। তবে কিছু বিষয় বাদ দিয়ে, আরো সুন্দরএবং শালিন ভাষায় কিছু আপরিহার্য বিষয় শিখানো যায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫
muftisiraji বলেছেন: সে জন্য সংস্কার অপরিহার্য
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
মো:ফয়সাল আবেদিন বলেছেন: আনেক কিছুতে বির্তক আছে। তবে কিছু বিষয় বাদ দিয়ে, আরো সুন্দরএবং শালিন ভাষায় কিছু আপরিহার্য বিষয় শিখানো যায়।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
আপনার সাথে একটি ধারণা শেয়ার করলাম! শিশু যৌন শিক্ষা - 'এসো নিজে করি' নাই কেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
muftisiraji বলেছেন: অসাধারণ লিখছেন আপনি!
১০| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
muftisiraji বলেছেন: সেই চিন্তা বোধহয় আপনি করছেন?
১১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১
এরশাদ বাদশা বলেছেন: সেক্স এডুকেশন কিংবা যৌনশিক্ষা ক্লাস নাইন থেকেই চালু করা দরকার বলে মনে করি। যদিও তার আগেই বয়সন্ধিক্ষনে ঢুকে পড়ে শিশু। কিন্তু কথা হলো, এডুকেশনটা রাইট ওয়েতে দেওয়া হচ্ছে কিনা। আমাদের দেশে কবে থেকে এ শিক্ষা সিলেবাসে ঢুকলো?
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
muftisiraji বলেছেন: এটাই তো! তাদের মাথায় বুদ্ধি লিলা দেখানোর জন্য। :S
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭
গরু গুরু বলেছেন: ধন্যবাদ