নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ ভবঘুরে টাইপের, একা থাকতে পছন্দ করি। মাঝেমধ্যে উদ্দেশ্যহীন ভাবে ঘুরি, ছবি তুলি, গান শুনি, থ্রিলার মুভি দেখতে ভাল লাগে। লিখি, শখের বসে লিখি, মাথায় যা আসে তাই লিখি, হয়তো ডাইরির এক কোণে নয়তো ফেইসবুকের পাতায়।

মুহাইমিনুল ইসলাম - মঈন

খরস্রোতা নদীতে এক টুকরো কচুরিপানার মত, উদ্দেশ্যহীন ভাবে স্রোতের টানে অবিরাম চলছি। হয়তো হুট করেই একদিন শেষ হবে এই একপেশে পথচলা।

মুহাইমিনুল ইসলাম - মঈন › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ভাল লাগেনা

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬




এখন আর দিগন্তে তাকালে কিছু দেখি না, চোখ ঝাপসা হয়ে আসে।
এখন আর মস্তিষ্ক ঠিক মত কাজ করে না, ক্লান্ততা ছুঁয়ে যায়।
এখন আর শিশির ভেজা ঘাস পা ভিজিয়ে দেয় না।
এখননন আর পানিতে হাত ছুঁয়ে দিলে আন্দোলিত হয় না।
এখন আর প্রিয়তমার ভেজা চুলের ঘ্রাণ আসে না।
এখন আর ঝিঝি পোকার ডাক কানে আসে না।
এখন বসন্তের কোকিল আমাকে দেখলে আর ডাকে না।
এখন আর বাউলের বাঁশীর সুর কানে বাজে না।
এখন আর মুয়াজ্জিনের ডাকে ঘুম ভাঙ্গে না ।
এখন আর অল্পতেই মন খারাপ হয় না।
এখন আর তিন বেলা খেতে ইচ্ছে করে না।
এখন আর আবেগী সিনেমা দেখলে মন খারাপ হয় না।
এখন আর দুনিয়াটা নরক মনে হয়না।
এখন আর মরে যেতেও ইচ্ছে করে না।
এখন আর জাদুর শহরটাতে থাকতে ইচ্ছে করে না।
এখন আর টিএসসিতে আড্ডা দিতে ইচ্ছে করে না।

আমার.....

এখন আর কিছুই ইচ্ছে করে না।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

কাইকর বলেছেন: ভাল লাগলো না।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

মুহাইমিনুল ইসলাম - মঈন বলেছেন: কেন ভাই?

২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

লাবণ্য ২ বলেছেন: কিছু না ভালো লাগার কবিতা সুন্দর হয়েছে।

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

মুহাইমিনুল ইসলাম - মঈন বলেছেন: ধন্যবাদ। ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.