নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে বড় পরিচয়: আমি একজন মুসলিম। মুসলিম পরিচয় বিহীন বাঙ্গালী হওয়ার কোন ইচ্ছে আমার নেই।

সত্য খুঁজিয়া বেড়াই

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন

সত্য খুঁজিয়া বেড়াই › বিস্তারিত পোস্টঃ

সামেরীর বাছুর থেকে রোবট সুফিয়া

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২

“বনী ইসরাইল কিন্তু বাছুর তৈরি করেনি। তারা বাছুরের শরীরের মতো দেখতে একটা শরীর তৈরি করেছিল। সেটা গোরুর হাম্বারব করত। সেটা কথা বলতে পারত না। সেটা তাদের কোন হেদায়েতের বানীও শোনাত না। তারপরও তারা (বনী ইসরাইলীরা) একে গ্রহণ করেছিল। এই কাজটা তারা ঠিক করেনি।”
সূরা আরাফের ১৪৮ নং আয়াত।
এটা পরিষ্কার যে তথাকথিত রোবট সোফিয়া আর বনী ইসরাইলের সামেরীর বাছুর আসলে একই জিনিস।
সোফিয়া নামধারী জিনিসটা হাম্বারবের বদলে কথা বলতে পারে। কিন্তু হেদায়েতের বানী শোনাতে পারে না।
যারা মনে করেন এটা বিজ্ঞানের অগ্রগতি, এটা Artificial intelligence, তাদের বলব, এসব তো সামেরীয়দের শেখানো বুলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটা কে শিখিয়েছে? সামেরীর উত্তরসূরীরা শিখিয়েছে। তারা আমাদের মগজে যা ঢালে তাই আমরা গ্রহণ করি। বেশীর ভাগ মানুষ। ফলে আমাদের দৃষ্টি একচোখা হয়ে গেছে। আরেক চোখ অন্ধ। আমরা কোরআন হাদিসের শেখানো জ্ঞানের চেয়ে তাদের শেখানো বুলিকে বেশী মূল্যায়ন করি। কিন্তু আমাদের অন্ধ হৃদয় দ্বারা তা বুঝতে পারি না।
আজকে সৌদি আরব এই বাছুর সোফিয়াকে নাগরিকত্ব দিয়ে ইহুদিদের কাজের স্বীকৃতি দিয়েছে। তারা অতীতের বনী ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.