![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের ডিসকোর্স খুব শক্তিশালী। আমরা মুসলিমরাও পশ্চিমাদের সমকামিতা, অধার্মিকতা, পরিবার ব্যবস্থা ভেঙ্গে ফেলা, পুঁজিবাদ, কোলোনিয়ালিজম, স্বার্থপূর্ণ সাংসান, মুদ্রার নিয়ন্ত্রণ বিষয় গুলোর বিরোধীতা করি। এগুলোর বিরুদ্ধে পুতিনের ন্যারাটিভ খুবই স্পষ্ট। আমি মনে করি মুসলিম রাষ্ট্রের শাসকদের এটা নিয়ে ভাবা উচিত। পুতিনের পুরো বক্তব্য অনেক বড়। এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে।
পুতিন বলেছেন-
"- পশ্চিমারা নৈতিকতা ও মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস ও পরিবার ব্যবস্থাকে পরিত্যাগ করেছে। আমরা এখানে পশ্চিমাদের মধ্যে স্পষ্টত শাতানিজম (শয়তানী কর্মকাণ্ড) দেখতে পাচ্ছি।
- আমরা কি সত্যি পশ্চিমাদের মত রাশিয়াতে বাবা-মা ব্যতীত, বাবা নাম্বার-এক, দুই তিন, বা মা নাম্বার এক, দুই, তিন এভাবে দেখতে চাই? পশ্চিমারা বলে মেল-ফিমেল ছাড়াও তৃতীয় লিঙ্গ রয়েছে, আমরা কি আমাদের সন্তানদের এটা বলব? আমরা কি চাইব অপারেশন করে আমাদের সন্তানরা লিঙ্গ পরিবর্তন করুক? আমরা সন্তানদের জন্য এমন ভবিষ্যৎ চাইবো? আমরা জীবনেও এটা মেনে নিব না। (রাশিয়াতে LGBT এলাউ না, সেখানে এগুলোকে দমন করা হয়। একই ভাবে নাস্তিকতাকেও দমন করা হয়)
- তারা ডলার ও ইউরো প্রিন্ট করছে, কিন্তু তুমি কাগজ কাওকে খাওয়াতে পারো না, তোমার প্রয়োজন খাদ্যের, তোমার দরকার জ্বালানির। ফলে তাদের নেতারা নিজ জনগনকে কম খেতে ও কম জ্বালানি ব্যবহার করতে বলছে। ঘরেও গরম কাপড় পরিধান করতে বলছে। যদি কেউ কোনো প্রশ্ন করে তবে তাকে এক্সট্রিমিস্ট ট্যাগ দেয়া হচ্ছে।
- পশ্চিমারা বিশেষত আমেরিকা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর নিউ কোলোনি তৈরি করেছে। তারা এটাকে টিকিয়ে রাখতে ও আমাদের ধ্বংস করতে চায়। পশ্চিমারাই প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধ বাঁধায়। আমেরিকা একমাত্র রাষ্ট্র যে পারমাণবিক বোমা ব্যবহার করেছে, তাও দুই বার। তার কোলোনি রাষ্ট্র গুলো তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। স্বাধীন ভাবে অবস্থান নিতে পারে না। সত্যি বলতে আমেরিকা, জার্মানি-কোরিয়া-জাপানকে দখল করে রেখেছে।
©somewhere in net ltd.