নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

abaliyo kothon

আমি বাংলাদেশী, কোন সমস্যা

মারসেনারি

পরে বলি

মারসেনারি › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার ভাইয়েরা, একটু মানবাদি হওন ( সাময়িক পোস্ট)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

আমার মা লিভার সিরোসিস এর কারনে বারডেমে ভর্তি আজ প্রায় ৪ দিন, আমার মা যখন খায় তখন তাঁর হাত কাপতে থাকে, কাপাকাপির এক পর্যায়ে কিছু তাঁর বিছানায় পড়ে, তখন বারডেমের gastrologyর এক সিনিয়র ডাক্তার round এ ছিল , সে এটা দেখে অকথ্য ভাষায় গালগালাজ শুরু করলো, এক পর্যায়ে বলে ১২০০ টাকা দিয়া দিনে দুইবার চাদর পালটানো যায়না , আপনে ঘরে ফকিন্নির মতো থাকতে পারেন কিন্তু বারডেম ফকিন্নি না, আমার সামনে ঘটনা ঘটায় আমি প্রতিবাদ জানালাম খুবই ভদ্রভাবে, আমি ওনাকে জাস্ট এতটুকু বলেছিলাম, আমার মাকে আপনার ফকিন্নি বলা ঠিক হয় নি, উত্তরে বললেন, আগে মেডিক্যালে চান্স পাইয়া আমার কোনটা ঠিক আর কোনটা ঠিক না ওইটা ধরতে আইশেন, মেডিক্যালে আপনে কেন আপনার ১৪ গুষ্টি চান্স পাইবনা, কারন ফকিন্নি দেখলে চায়না যায়,(মনটা খুব খারাপ, তাই শেয়ার করলাম, )



@ডাক্তার ভাইয়েরা মেডিক্যালে পরার যোগ্যতা আমারনাই, কিন্তু আপনাদের আছে, কিন্তু আমার মনুষ্যত্ব আছে যেইটা আপনার নাই

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

বুবা বলেছেন: ডাক্তার ভাইয়েরা মেডিক্যালে পরার
যোগ্যতা আমারনাই, কিন্তু আপনাদের আছে, কিন্তু
আমার মনুষ্যত্ব আছে যেইটা আপনার নাই shame for bangladeshi doctor

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

মারসেনারি বলেছেন: shame for bangladeshi doctor

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

বাউন্ডুলে তিতাস বলেছেন: F.....................................K

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

মারসেনারি বলেছেন: i am frustrated about our doctors, each doctor meticulously chosen to be an unhealthy behavior, it obnoxious,,,,,,,,,,,,,,,,,just **** this ass***

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

দাদুভাই বলেছেন: আগে ডাক্তারি পেশাটাকে অনেক শ্রদ্ধা করতাম, এখন দেখতেছি এরা বেশিরভাগই জানোয়ার

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

মারসেনারি বলেছেন: মানুশ শুধু একটু ভালো ব্যাবহার চায়, বিশ্বাস করুন শুধু এতটুকু চায়

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মাগুর বলেছেন: থাপড়িয়ে ঐ ব্যাটার দাঁত গুলো ফেলে দেন নাই কেন? যান, আগে থাপড়িয়ে আসেন তারপর আরেকটা পোস্ট দেন।

আসলে জানেন কি, একজন ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া কঠিন!

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২

মারসেনারি বলেছেন: আসলেই ভাই ভালো ছাত্রর থেকে ভালো মানুষ হওয়া অনেক কঠিন

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

বীরেনদ্র বলেছেন: সত্যি দুখঃ জনক। একজন রোগী একজন মানুষ। সে মানবিক ব্যবহার আশা করে। ডাক্তারের দায়িত্ব হল চিকিৎসা করা। কিন্তু রোগীকে বা আপনাকে অপমান করার কি অধিকার আছে তার? তার ডিগ্রী বা অবস্থানের বদৌলতে তিনি কি যা ইচ্ছে খুশি বলার লাইসেন্স পেয়েছেন মনে করেন কিভাবে?

কিন্তু ডাক্তারের নিজের যোগ্যতাটাই বা কি? তার যোগ্যতা হল ৮০০/১০০০ টাকা নেওয়ার । আপনি তার চেম্বারে রোগী হিসেবে যান দেখবেন তার ব্যবহার। মনে পড়ে সেখ সাদীর সেই গল্প যেখানে তিনি খাবার নিজে না খেয়ে তা তার পোষাকে পুরছিলেন। আপনি খুজে দেখুন ডাক্তার সাহেবের বংশে অন্য কাউকে ডাক্তার খুজে পাবেন না। তাই তিনি নিজেকে মনে করছেন অনেক কিছু তিনি।

এই কারনেই আমাদের দেশের ডাক্তারদের দূর্নাম বেশী আর তারা ভারতমুখী। একজন রোগীর চিকিৎসার ৫০% হল ডাক্তারের ব্যবহার( পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা আর জে গার্স্ট এর মুখ থেকে নিজ কানে শোনা)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

মারসেনারি বলেছেন: চিকিৎসার ৫০% হল ডাক্তারের ব্যবহার( পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা আর জে গার্স্ট এর মুখ থেকে নিজ কানে শোনা) এই জিনিষটা আমাদের ডাক্তার রা কবে বুঝবে

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন:
থাপ্রা দেওন দরকার এই ধরনের মানুষ নিজেকে ডাক্তার বইলা পরিচয় দিয়া ডাক্তার শব্দের অপমান করে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

মারসেনারি বলেছেন: আসলেই এরা ডাক্তারদের অপমান, ধন্যবাদ রাফাত ভাই

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

দিগন্ত নীল বলেছেন: ঐ শালার *য়া দিয়া স্টেথোস্কোপ ভইরা দেয়া দরকার ।:-@
শালায় নিশ্চিত মাইনষের ঘরের না ।জানোয়ার একটা ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

মারসেনারি বলেছেন: আসলেই দরকার

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আলোর সন্ধানে বলেছেন: শালায় নিশ্চিত মাইনষের ঘরের না ।জানোয়ার একটা ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

মারসেনারি বলেছেন: মানুশের ঘরে কিন্তু মনুষ্যত্ব অনেক টাই নাই

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

আজাদ আল্-আমীন বলেছেন: :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

মারসেনারি বলেছেন: আমরা অসহায়

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

কালোকাক বলেছেন: ডাক্তার ভাইয়েরা মেডিক্যালে পরার
যোগ্যতা আমারনাই, কিন্তু আপনাদের আছে, কিন্তু
আমার মনুষ্যত্ব আছে যেইটা আপনার নাই

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

মারসেনারি বলেছেন: dhonnabad

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

একজন বাংলার ছেলে বলেছেন: মাকে অপমান করল ছেলের সামনে আর ছেলে চুপচাপ সহ্য করল,আরে মিয়া মেডিকেলে না চান্স পাণ কইষা অন্তত থাবর মারার চান্স ঠিকি পাইছিলেন X((

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

মারসেনারি বলেছেন: কি করবো ভাই আমরা সেখানে অসহায়

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

বেকার মানুষ বলেছেন: আমার আব্বাকে গত ৮দিন আগে বারডেম থেকে নিয়ে আসলাম,তার দুই চোখেই অপারেশন হইছে। gastrology under ১২০২ নাম্বার রুমে ছিলাম,gas problemও ছিল।তো যেদিন রাত ১ টার দিকে তাকে বারডেমে আনলাম,তে রাতে emergency তে মোটা একটা হারামি ডাক্তার থাকে,অনেকেই রাতে বারডেমে রোগী নিয়ে গেলে তাকে দেখে থাকবেন,তিনি আব্বাকে দেখে বললেন,কাম নাই,কাজ নাই রাতের ২ টায় আসছে হাসপাতালে,আমি বললাম,আপনি কি কিছু বললেন?তিনি আমাকে বললেন বেশি কথা বলবেন না,একদম চুপ।আমি বললাম,মানে?????হারামীটা বলল,ঘুম নষ্ট করে রাত ২ টায় রোগী আনার মানে কি??যতসব ছোটোলোক আসে চিকিৎসা নিতে।এিবার মাথা গেছে গরম হইয়া,তুই টোকারি তে নেমে গেলাম,বললাম,তুই যে কথাটা বললি withdraw কর,নাইলে তোর বারডেমে ডাক্তারি আজ এইখানে শেষ,আমি জাবির ছাএ,আমার cousin ৩ পড়ে ঢাবিতে,দিলাম ফোন,ওরা আসল,সব শুনে ওখানেই মারতে চাইলো,মজার কথা আমাদের আগে যারা আসছিল,সেইসব রোগীদের স্বজনরাও খারাপ ব্যাবহারের একই অভিযোগ করল ঐ ডাক্তারের বিরুদ্দে।শেষে অন্য ডাক্তাররা এসে,ঐ ডাক্তারের হয়ে মাফ চাওয়াতে সবাই ঠান্ডা হই।


মোটকথা,বারডেমের কিছু ডাক্তার রোগীদের ছোটোলোক ভাবে,তবে
আমি এমন কিছু ডাক্তারও পেয়েী যাদের আন্তরিকতার তুলনা হয় না।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

মারসেনারি বলেছেন: আপনি বুকে আসেন , লাল সালাম অবশ্যই আন্তরিক ডাক্তার আছে কিন্তু এই সমস্ত আবালগুলার কারনে তাদের যোগ্যতা ম্লান হয়ে যাচ্ছে

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দিগন্ত নীল বলেছেন: বেকার মানুষ ধইরা লাগাইতেন কয়েকটা :-@

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

মারসেনারি বলেছেন: মেডিক্যালে পরা কাউকে লাগাইতে নাই, ওনারাই লাগান

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: :( :( :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

মারসেনারি বলেছেন: কি আর করা

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: থাপড়াইতে পারে এরকম চেহারার মানুষদের সাথে এরা আবার এভাবে কথা বলেনা। তখন খুব ভদ্রভাবে কথা বলে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

মারসেনারি বলেছেন: এক্কেবারে হাসা কথা কইসেন আমিও এইটা লক্ষ্য করছি

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই আমি একজন ডাক্তার!!!! যে ডাক্তার আপনার মার সাথে এই দূর্ব্যবহার করেছে আমার জুতা খুলে তার মুখের সব দাঁত ফেলে দিতে ইচ্ছা করছে। এরা বেজন্মা!!!!! আল্লাহ্‌ তুমি এদের বিচার কোরো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

মারসেনারি বলেছেন: একজন ডাক্তারের চোখে পড়লো, আমার পোস্ট সার্থক

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

নীপলীক বলেছেন: kisu daktarer bebohar khub kharap. Tara manush hisabei kharap. Tobe ulta bepar o ghote. Ajkal sohonsilota karo moddhe e nai. Sobai khub uttejito abong osthir. Sobai e.

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

মারসেনারি বলেছেন: অবশ্যই আন্তরিক ডাক্তার আছে কিন্তু এই সমস্ত আবালগুলার কারনে তাদের যোগ্যতা ম্লান হয়ে যাচ্ছে

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

সমানুপাতিক বলেছেন: মর্মাহত হলাম :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯

মারসেনারি বলেছেন: এবং আমরা তা হতেই থাকব, আজকে আপনি আমার জন্য হয়তবা কালকে আমি আপনার জন্য

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

হেডস্যার বলেছেন:
মেজাজটা খারাপ হয়ে গেল X(

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

অনির্বাণ রায়। বলেছেন: ভাই আপনার মা কেমন আছেন ?


ওরা থাবড়া মারা উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.