![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ সামু! কি দিন ছিল ২০১১-২০১৩। ব্লগ থাকতো সবসময় ক্যাচালময়। দুনিয়ার এমন কোন গ্যাঞ্জাম ছিলোনা যা সামুতে ছিলোনা।
ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড, সোনা ব্লগ, ছাগু, এন্টি ছাগু , মডু (মডারেটর) সিপি গ্যং, সুলাইমানি ব্যান, পিয়ালের লাল পর্দার কথা বিচ্ছিন্ন ভাবে মনে পরে। টিকটকার প্রজন্ম বুঝবেনা তারা কি জিনিশ হারাল। ১৪ সনে বিয়ের পর পুরাপুরি সামুকে তিন তালাক মুগাল্লাজা দিয়ে চলে আসি। আসলে জীবনে যে পরিমাণ জটিলতা সামু বা ফেসবুকে কিছু লেখা হাস্যকর এবং অনেকের কাছেই চূড়ান্ত পর্যায়ের বিরক্তিকর। কত ৫/৬ বছর সেল, ইনসেন্টিভ, লাইসেন্স, ব্যাঙ্ক, হাইকোর্ট, মন্ত্রনালয়, মাসিক এসেট লায়লিটির হিসাব করে অনেক ক্লান্ত থাকি। প্রয়োজনের বাইরে কারো সাথে কথা বলতেও ইচ্ছা করে না। কারো সাথে কথা বলতে গেলে আগে হিসাব করে কথা বলি। এর সাথে কথা বললে কি বিজনেস হবে নাকি ব্যাটা ফাউল কুনহানকার। ৩১ বছর বয়স হয়ে যাবে এই অক্টোবরে, যা বুঝলাম বয়স যত বাড়বে আপনার বন্ধু তত কমবে। হ্যাঁ আপনার পরিচিত সার্কেল বাড়বে কিন্তু সেখানে খুব বুঝে শুনে কথা বলতে হবে। বেফাঁস মন্তব্য করলেই যদি আবার ব্যবসা নিয়ে যায়। একটু স্পেস দরকার মন খুলে কথা বলার। ফেসবুকে আত্মীয় স্বজন, শিক্ষা জিবনের বন্ধু বান্ধব , বড় ভাই , ছোট ভাইদের জন্য কিছু লেখা যায়না। লিখলে কিছু বলবে না , কমেন্টও করবেনা , ইভেন একটা রিয়াক্ট ও করবেনা কিন্তু মনে মনে বলবে এই ব্যাটা এক পাগল, গাছ বলদ নাইলে বেকুব নাইলে লুজার আর নাইলে আবেগি । আমি নিজেও আত্মীয় স্বজনের কোন স্ট্যাটাস পড়লে তাই ভাবি । আর কত অনলি মি পোস্ট হবে? এই জন্য বেস্ট প্লেস হচ্ছে সামু। যদিও রিচ একদমই কমে গেছে। অল্প কয়েকজন ব্লগার থাকে। ইভেন আমি নিজেও ৬ বছর পরে লগিন করলাম। কিছু গালাগালি আর পাগলামি করা দরকার। এই রোবট হয়ে বসে থাকতে আর ভাল্লাগেনা
২| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৯
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: মামুকে সামুতে স্বাগতম
৩| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম। পুরোনোরা ফিরে এলে সামু রিচ হবে। ভালো থাকুন।
৪| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২২
জুল ভার্ন বলেছেন: স্বাগতম।
৫| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২
শার্লক_ বলেছেন: স্বাগত। সেই সময়ে আমার প্রথম আইডি খেলে ফেলে তথাকথিত ব্লগারা। যে ব্যক্তি সম্মুখভাগে ছিল আজকে সে ব্লগে নেই। আমাকে আইডি ব্যান করার কয়েকমাসের মধ্যে সেই ব্লগারদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছোড়ি শুরু হয় এবং তাকে খুব বাজে ভাবেই বিদায় নিতে হয়। খুব সোজা হিসাব একদিন না একদিন নিজের কমর্ের জন্য প্রতিফল পেতে হবেই।
৬| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে পাগলামী, কিছু গালাগালি করার জন্য সামু ???
................................................................................
চিন্তা ভাবনার উন্নয়ন ঘটলে উপকৃত হবো ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:০২
হাবিব বলেছেন: ওয়েলকাম ব্যাক টু সামু।