![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ পাতারা নাছে হাওয়ার তালে,
পাখির শৈল্পিক নীড় গাছের ডালে।
স্বপ্নেরা সেই খানে উঁকি দিয়ে যায়,
ভালোবাসার বাসর যেন শুভা পায়।
রবি করে আকাশে লুকোচুরি খেলা,
ক্ষণে উড়ে দূরে যায় মেঘের ভেলা।
মনের আকাশে কে সে মেঘ হয়ে ভাসে?
প্রনয়ের পরী সেজে খুব কাছে আসে।
সাজাই তাকে নিয়ে প্রনয়ের ঘর,
সে যেন আমার থাকে আজীবন ভর।
©somewhere in net ltd.