![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের বুকে কি লিখে রাখে কলম?
সুনালী স্বপ্ন,ধ্বংসের সাক্ষর,নাকি-
কবির বুকের আবেগ তাড়িত কামনাগুলি?
অনন্ত ব্যথা বিষের জলছবি
স্বপ্নীল যৌবন মাখা রঙ্গিন মন
ভালোবাসার অলীক সুখের মধুর আবেদন,
মস্তিষ্কে জমাট মধুর ভাবনাগুলি,
একে একে স্থান করে নেয় কাগজের বুকে।
সৃষ্টির মহা ইতিহাস,নীরব-
যন্ত্রণার গোপন বর্ণনাগুলি,
অথবা একজন সুন্দয্যস্রষ্টার
শৈল্পিক আচরে টানা সুন্দর কথগুলি।
আকাশের বুক ছিড়ে ঝরে ঝির ঝির বৃষ্টি,
পাখির কূজন ঝংকার কত কিছু কত ছবি।
নারীর দেহের বাকে বাকে ছড়িয়ে থাকা
যৌবনের কারুকাজ সবই তো
কলম থেকে শৈল্পিক প্রশব রুপে জন্ম নেয়
কাগজের বুকে।
©somewhere in net ltd.