![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টা হাওয়ার ধুম লেগেছে
বন্ধু তোমার গায়,
আষারেরই গল্প লিখে
দিনযে তোমার যায়/
ফুলকে তুমি ভুল বুঝো
ভুলকে বুঝো ফুল,
বন্ধু তোমার মতিগতি
বুঝিনা এক চুল/
সকাল সন্ধ্যা তুমি নাকি
রাস্তা ঘাটে হাটো,
মাথার মগজ পানি করে
অন্যকে জ্ঞান বাটো/
###মুহাম্মদ-মুহিদ###
তুমি মহান বিদ্যাপতি
অনেক জ্ঞানী গুনি,
চলতে পথে তোমার কত
সুনাম আমি শুনি/
দিনে দিনে তুলে আনছো
নিত্য নতুন তথ্য,
তোমার আজব পাগলামির
নাই কি কোনো পথ্য/
সত্য ছেড়ে অসত্যের
জ্ঞান যে শুধু দাও,
আসল ছেড়ে নকল পানে
কেনো ফিরে চাও?!
###মুহাম্মদ-মুহিদ###
সব ভুলে এবার তুমি
ফিরবে নিজের ঘরে,
এই আশাবাদ ব্যক্ত করে
যাই তোমারই তরে/
আর কতবা করবে তুমি
ভ্রান্ত ধারার সৃষ্টি,
নিজেই তুমি বিভ্রান্ত
সেদিকে দাও দৃষ্টি!
দয়া করে নিজের চাকায়
নিজেই তেল দাও,
এবার তুমি ঘরের ছেলে
ঘরে ফিরে যাও/
###মুহাম্মদ-মুহিদ###
©somewhere in net ltd.