![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহুল্য বর্জিত বিলাসিতার খোজে ক্লান্তিহীন আলস্যে আমি ঘুমিয়ে পড়ি, আবার জেগে উঠি সূর্যাস্তের সময়।
কিছুদিন আগে এক রেস্টুরেন্টে গিয়ে দেখি আমার এক দোস্ত অন্য ডিপার্টমেন্টের এক মাইয়ারে নিয়া চিপায় বইসা (প্রেমালাপ কিনা জানি না) আলাপে মশগুল। সেদিন অন্য টেবিলে বইসা মেসেজে তারে একটু ডিস্টার্ব করা ছাড়া আর কিছু করি নাই। পরদিন ক্যম্পাসে ফিরে তারে পাইয়া ফালাইলাম মাইনকা চিপায় আর কি।
-কি মিয়া কার লগে ডিনার করো?
প্রশ্ন শুনে তো সে যেন আসমান থেকে পড়ল।
- মানে কি?
- ঐ যে কাল রাত্রে কার সাথে যেন ডিনারে দেখলাম। তুমি বলেই তো মনে হইল। তাইলে মনে হয় অন্য কেউ। বয়স হইছে তো, এখন কানে ভাল দেহি না।
চিপায় পড়ছে বুঝতে পাইরা দোস্ত কইল
- আরে ঐডাতো ফ্রেন্ডের গার্লফ্রেন্ড।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে
©somewhere in net ltd.